Sat. Jul 27th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 658

 

ABTA Test Paper 2021-22 History Page 658

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি হল একটি –

(ক) উপন্যাস

(খ) কাব্যগ্রন্থ

(গ) জীবনীগ্রন্থ

(ঘ) আত্মজীবনী

উত্তরঃ (ঘ) আত্মজীবনী

 

১.২ ভারতের প্রথম চলচ্চিত্রের নাম –

(ক) বিল্বমঙ্গল

(খ) রাজা হরিশচন্দ্র 

(গ) আলম আরা

(ঘ) জামাইষষ্ঠী

উত্তরঃ (খ) রাজা হরিশচন্দ্র 

 

১.৩ ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন –

(ক) ইংরেজরা

(খ) ওলন্দাজরা

(গ) ফরাসীরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ক) ইংরেজরা

 

১.৪ ‘মানুষ ও পরিবেশ’ বইটির লেখক হলেন –

(ক) ইরফান হাবিব

(খ) র‍্যাচেল কারসন

(গ) রামচন্দ্র গুহ

(ঘ) মহেশ রঙ্গরাজন

উত্তরঃ (ক) ইরফান হাবিব

 

১.৫ ‘বামাবোধিনী’ পত্রিকা ছিল –

(ক) দৈনিক পত্রিকা

(খ) সাপ্তাহিক পত্রিকা

(গ) মাসিক পত্রিকা

(ঘ) ত্রৈমাসিক পত্রিকা

উত্তরঃ (গ) মাসিক পত্রিকা

 

১.৬ সতীদাহ প্রথা রদ হয় –

(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

 

১.৭ ‘নববিধান’ পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন –

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) কেশবচন্দ্র সেন

 

১.৮ সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেন –

(ক) শিবনাথ শাস্ত্রী

(খ) স্বামী বিবেকানন্দ 

(গ) শ্রীরামকৃষ্ণ দেব

(ঘ) রাজা রামমোহন রায়

উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ দেব

 

১.৯ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছলেন –

(ক) চুয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তরঃ (খ) কোল বিদ্রোহ

 

১.১০ ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় –

(ক) দুটি স্তরে

(খ) তিনটি স্তরে

(গ) চারটি স্তরে

(ঘ) পাঁচটি স্তরে

উত্তরঃ (খ) তিনটি স্তরে

 

১.১১ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের নেতা ছিলেন –

(ক) তিতুমির

(খ) দিগম্বর বিশ্বাস

(গ) নুরুলউদ্দীন

(ঘ) ভবানী পাঠক

উত্তরঃ (ঘ) ভবানী পাঠক

 

১.১২ ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয় –

(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে

(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

 

১.১৩ সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন –

(ক) নানা সাহেব

(খ) কুনওয়ার সিং

(গ) মঙ্গল পান্ডে

(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তরঃ (গ) মঙ্গল পান্ডে

 

১.১৪ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল –

(ক) ভারত সভা

(খ) ভারতের জাতীয় কংগ্রেস

(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

(ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি

উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

ABTA Test Paper 2021-22 History Page 658

 

১.১৫ রবীন্দ্রনাথ রচিত ‘গোরা’ হল একটি –

(ক) কাব্যগ্রন্থ

(খ) নাটক

(গ) উপন্যাস

(ঘ) ধর্মগ্রন্থ

উত্তরঃ (গ) উপন্যাস

 

১.১৬ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন –

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নন্দলাল বসু

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

 

১.১৭ ‘ইতিহাস মেলা’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) রমেশচন্দ্র দত্ত

(খ) যদুনাথ সরকার

(গ) উইলিয়াম কেরি

(ঘ) রাধাকান্ত দেব

উত্তরঃ (গ) উইলিয়াম কেরি

 

১.১৮ ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি চালু করেন –

(ক) সুকুমার রায়

(খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(গ) পঞ্চানন কর্মকার

(ঘ) চার্লস উইলকিন্স

উত্তরঃ (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

১.১৯ ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৯১৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯১৭ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 658

 

১.২০ ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) স্বামী বিবেকানন্দ 

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

ABTA Test Paper 2021-22 History Page 658

ABTA Test Paper 2021-22 History Page 658

 

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ সরকারী নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তরঃ জাতীয় মহাফেজখানা

২.১.২ বাংলার কোন্‌ শতককে নবজাগরণের শতক বলা হয়?

উত্তরঃ উনিশ শতককে

২.১.৩ চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

উত্তরঃ দুর্জন সিং

২.১.৪ কোন্‌ বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 658

 

উপবিভাগ ঃ ২.২

ঠিক বা ভুল নির্ণয় করোঃ

২.২.১ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।

উত্তরঃ ভুল

২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন লর্ড ক্যানিং।

উত্তরঃ ভুল

২.২.৩ সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

উত্তরঃ ঠিক

২.২.৪ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 658

 

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ রামমোহন রায় (১) শান্তিনিকেতন ও বিশ্বভারতী
২.৩.২ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২) কলকাতা বিশ্ববিদ্যালয়
২.৩.৩ রবীন্দ্রনাথ ঠাকুর (৩) কঠোপনিষদ
২.৩.৪ আশুতোষ মুখোপাধ্যায় (৪) বেতাল পঞ্চবিংশতি

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ রামমোহন রায় (৩) কঠোপনিষদ
২.৩.২ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (৪) বেতাল পঞ্চবিংশতি
২.৩.৩ রবীন্দ্রনাথ ঠাকুর (১) শান্তিনিকেতন ও বিশ্বভারতী
২.৩.৪ আশুতোষ মুখোপাধ্যায় (২) কলকাতা বিশ্ববিদ্যালয়

ABTA Test Paper 2021-22 History Page 658

 

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা

২.৪.২ মুন্ডা বিদ্রোহের এলাকা

২.৪.৩ সাঁওতাল বিদ্রোহের এলাকা

২.৪.৪ বারাসাত বিদ্রোহের এলাকা

ABTA Test Paper 2021-22 History Page 658

 

উপবিভাগ ঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো ঃ

২.৫.১ বিবৃতি ঃ স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন।

ব্যাখ্যা ১ ঃ ইংরেজ শাসনের সমালোচনা করার জন্য।

ব্যাখ্যা ২ ঃ দেশপ্রেম ও মানবপ্রেম সৃষ্টির জন্য।

ব্যাখ্যা ৩ ঃ ইংরেজদের গুণগান করার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ দেশপ্রেম ও মানবপ্রেম সৃষ্টির জন্য।

 

২.৫.২ বিবৃতি ঃ একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তর প্রদেশে।

ব্যাখ্যা ১ ঃ এটি ছিল ব্যক্তিগত আন্দোলন।

ব্যাখ্যা ২ ঃ এটি ছিল একটি কৃষক আন্দোলন।

ব্যাখ্যা ৩ ঃ এটি ছিল একটি শ্রমিক আন্দোলন।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ এটি ছিল একটি কৃষক আন্দোলন।

 

২.৫.৩ বিবৃতি ঃ উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত।

ব্যাখ্যা ১ ঃ কারণ শুধুমাত্র গ্রামবাংলায় নবজাগরণ হয়েছিল।

ব্যাখ্যা ২ ঃ কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে।

ব্যাখ্যা ৩ ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল।

 

২.৫.৪ বিবৃতি ঃ রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।

ব্যাখ্যা ১ ঃ সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।

ব্যাখ্যা ২ ঃ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

ব্যাখ্যা ৩ ঃ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

 

ABTA Test Paper 2021-22 History Page 658

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 658

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!