Skip to content

ABTA Test Paper 2021-22 Geography Page 559

WBBSE Life Science Question Paper 2022 with Answer

ABTA Test Paper 2021-22 Geography Page 559

 

ABTA Test Paper 2021-22 Geography Page 559

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতার হ্রাস ঘটে, তা হল –

(ক) আরোহণ 

(খ) অবরোহণ

(গ) পর্যায়ন

(ঘ) আবহবিকার

উত্তরঃ (খ) অবরোহণ

 

১.২ প্রস্তরময় মরুভূমিকে বলে –

(ক) রেগ

(খ) আর্গ

(গ) হামাদা

(ঘ) বাজাদা

উত্তরঃ (ক) রেগ

 

১.৩ ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় –

(ক) ক্যানিয়ন

(খ) মন্থকূপ

(গ) জলপ্রপাত

(ঘ) পলিশঙ্কু

উত্তরঃ (গ) জলপ্রপাত

 

১.৪ শিকড় আলগা শিল্প হল –

(ক) লৌহ-ইস্পাত শিল্প

(খ) কাগজ শিল্প

(গ) চিনি শিল্প

(ঘ) কার্পাস বস্ত্র বয়ন শিল্প

উত্তরঃ (ঘ) কার্পাস বস্ত্র বয়ন শিল্প

 

১.৫ বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল –

(ক) লোয়েস

(খ) বার্খান

(গ) পেডিমেন্ট

(ঘ) ইয়ার্দাং

উত্তরঃ (গ) পেডিমেন্ট

 

১.৬ ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানকারী রাজ্য হল –

(ক) মহারাষ্ট্র

(খ) গুজরাট

(গ) কর্ণাটক

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ক) মহারাষ্ট্র

 

১.৭ হিমসিঁড়িতে জল জমে সৃষ্ট হ্রদকে বলে –

(ক) করি হ্রদ

(খ) কেটল হ্রদ

(গ) প্লায়া হ্রদ

(ঘ) প্যাটারনস্টার হ্রদ

উত্তরঃ (ঘ) প্যাটারনস্টার হ্রদ

 

১.৮ উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলা হয় –

(ক) ভাঙ্গার

(খ) তরাই

(গ) সিয়ং

(ঘ) যমুনা

উত্তরঃ (ক) ভাঙ্গার

 

১.৯ তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম হল –

(ক) দিবং

(খ) সাংপো

(গ) সিয়ং

(ঘ) যমুনা

উত্তরঃ (খ) সাংপো

 

১.১০ পীরপাঞ্জল ও জাস্কর পর্বতের মাঝে অবস্থিত –

(ক) দুন উপত্যকা

(খ) কাংড়া উপত্যকা

(গ) ইম্ফল উপত্যকা

(ঘ) কাশ্মীর উপত্যকা

উত্তরঃ (ঘ) কাশ্মীর উপত্যকা

 

১.১১ ভারতের একক বৃহত্তম শিল্প –

(ক) লৌহ-ইস্পাত

(খ) বস্ত্রবয়ন 

(গ) পাট

(ঘ) পেট্রোরসায়ন

উত্তরঃ (খ) বস্ত্রবয়ন

 

১.১২ ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা –

(ক) দুর্গাপুর 

(খ) সালেম

(গ) জামশেদপুর

(ঘ) ভিলাই

উত্তরঃ (খ) সালেম

 

১.১৩ ভারতের টেকসিটি বলা হয় –

(ক) চেন্নাই

(খ) নাগপুর

(গ) বেঙ্গালুরু

(ঘ) সিমলা

উত্তরঃ (গ) বেঙ্গালুরু

 

১.১৪ ২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার সবচেয়ে কম –

(ক) বিহার

(খ) কেরল

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) মেঘালয়

উত্তরঃ (ক) বিহার

ABTA Test Paper 2021-22 Geography Page 559

ABTA Test Paper 2021-22 Geography Page 559

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ ব্যারেন দ্বীপ হল মৃত আগ্নেয়গিরির উদাহরণ।

উত্তরঃ ‘অ’

২.১.২ মরুভূমির শুষ্ক নদীখাত হল ওয়াদি।

উত্তরঃ ‘শু’

২.১.৩ নর্মদা নদীর ওপর ধুঁইয়াধার জলপ্রপাত অবস্থিত।

উত্তরঃ ‘শু

২.১.৪ ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা যায়।

উত্তরঃ ‘অ’

২.১.৫ ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়।

উত্তরঃ ‘শু’

২.১.৬ চেন্নাই ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র।

উত্তরঃ ‘অ’

২.১.৭ ‘আধুনিক শিল্পদানব’ হল লৌহ-ইস্পাত শিল্প।

উত্তরঃ ‘অ’

ABTA Test Paper 2021-22 Geography Page 559

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরন করো ঃ

২.২.১ একটি ধনুকাকৃতি ব-দ্বীপের উদাহরণ হল __________।

উত্তরঃ গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল

২.২.২ কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে বলে ___________।

উত্তরঃ ভার্ব

২.২.৩ মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গটি হল __________।

উত্তরঃ অমরকন্টক

২.২.৪ ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু __________ বায়ুকে ভারতে আসতে বাধা দেয়।

উত্তরঃ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে

২.২.৫ ভারতের প্রথম মেট্রোরেল চালু হয় __________ শহরে।

উত্তরঃ কলকাতায়

২.২.৬ পডজল মৃত্তিকা একটি __________ মৃত্তিকা।

উত্তরঃ পার্বত্য

২.২.৭ ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার __________ শহরে অবস্থিত।

উত্তরঃ নিউ দিল্লি

ABTA Test Paper 2021-22 Geography Page 559

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও ঃ

২.৩.১ মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফযুক্ত পর্বতের শীর্ষদেশকে কী বলে?

উত্তরঃ নুনাটাকস

২.৩.২ কোন্‌ প্রকার আলোড়ন ভূ-পৃষ্ঠের ওপর উল্লম্বভাবে ক্রিয়া করে।

উত্তরঃ গিরিজনি আলোড়ন

২.৩.৩ প্রস্তরময় অমসৃণ মরুভূমিকে সাহারায় কী বলে?

উত্তরঃ রেগ

২.৩.৪ ভারতের দক্ষিণতম পর্বতের নাম কী?

উত্তরঃ পালনি

২.৩.৫ ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত?

উত্তরঃ ১৯.৪৫%

২.৩.৬ ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী?

উতরঃ হিরাকুঁদ

২.৩.৭ ২০১১ সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত?

উত্তরঃ ১০২৯ বর্গকিমি

ABTA Test Paper 2021-22 Geography Page 559

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ

বামদিক

ডানদিক

২.৪.১ পেডলফার

(১) প্লাবন ভূমি

২.৪.২ রোহি

(২) ভূমির ঢালে ক্ষয়িত পদার্থের অপসারণ

২.৪.৩ পুঞ্জিতক্ষয়

(৩) সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি

২.৪.৪ এল নিনো

(৪) ল্যাটেরাইট

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.৪.১ পেডলফার

(৪) ল্যাটেরাইট

২.৪.২ রোহি

(১) প্লাবন ভূমি

২.৪.৩ পুঞ্জিতক্ষয়

(২) ভূমির ঢালে ক্ষয়িত পদার্থের অপসারণ

২.৪.৪ এল নিনো

(৩) সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি

 

ABTA Test Paper 2021-22 Geography Page 559

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 559

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!