ABTA Test Paper 2021-22 Geography Page 608
ABTA Test Paper 2021-22 Geography Page 608
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ নীচের কোন্টি বহির্জাত প্রক্রিয়া নয়?
(ক) ভূমিকম্প
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) বায়ু
(ঘ) আবহবিকার
উত্তরঃ (ক) ভূমিকম্প
১.২ মন্থকূপ সৃষ্টি হয় –
(ক) অবঘর্ষ
(খ) ঘর্ষণ
(গ) দ্রবণ
(ঘ) জলপ্রবাহ ক্ষয়ের ফলে
উত্তরঃ (ক) অবঘর্ষ
১.৩ মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গগুলিকে বলে –
(ক) ইরাটিক
(খ) সিরাক
(গ) ক্লেভাস
(ঘ) নুনাটকস
উত্তরঃ (ঘ) নুনাটকস
১.৪ অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলা হয় –
(ক) অ্যাকলে
(খ) বার্খান
(গ) সিফ
(ঘ) বাজাদা
উত্তরঃ (খ) বার্খান
১.৫ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতায় ন্যায় ভূমিরূপকে বলে –
(ক) ইয়ার্দাঙ
(খ) ভেন্টিফ্যাক্ট
(গ) গৌর
(ঘ) ইলসেলবার্গ
উত্তরঃ (গ) গৌর
১.৬ পূর্ব হিমালয়ে অবস্থিত গিরিপথটি হল –
(ক) নাথুলা
(খ) জোজিলা
(গ) বানিহাল
(ঘ) রোটাং
উত্তরঃ (ক) নাথুলা
১.৭ ভারতে সেচখাল সবচেয়ে বেশি
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) উত্তর প্রদেশ
(ঘ) বিহার রাজ্যে
উত্তরঃ (গ) উত্তর প্রদেশ
১.৮ Break of Monsoon দেখা যায় –
(ক) গ্রীষ্ম
(খ) বর্ষা
(গ) শরৎ
(ঘ) শীতকালে
উত্তরঃ (খ) বর্ষা
১.৯ বর্তমান ভারতের মোট অঙ্গ রাজ্যের সংখ্যা –
(ক) ২৭টি
(খ) ২৪ টি
(গ) ২৮ টি
(ঘ) ২৯ টি
উত্তরঃ (ঘ) ২৯ টি
১.১০ ভারতের বৃহতম লবণাক্ত জলের উপহ্রদ হল –
(ক) কোলেরু
(খ) উলার
(গ) চিল্কা
(ঘ) ভেমবানাদ
উত্তরঃ (গ) চিল্কা
১.১১ মিলেট হল –
(ক) খাদ্য
(খ) পানীয়
(গ) তন্তু
(ঘ) বাণিজ্যিক শস্য
উত্তরঃ (ক) খাদ্য
১.১২ তথ্যপ্রযুক্তি শিল্পের মূল কাঁচামাল হল –
(ক) লোহা ও ইস্পাত
(খ) কয়লা
(গ) মানুষের মেধা
(ঘ) বিদ্যুৎ
উত্তরঃ (গ) মানুষের মেধা
১.১৩ ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটি হল –
(ক) TISCO
(খ) IISCO
(গ) ভিলাই
(ঘ) বোকারো
উত্তরঃ (ক) TISCO
১.১৪ জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্যটি হল –
(ক) পশ্চিমবঙ্গ
(খ) উত্তর প্রদেশ
(গ) রাজস্থান
(ঘ) মধ্য প্রদেশ
উত্তরঃ (খ) উত্তর প্রদেশ
ABTA Test Paper 2021-22 Geography Page 608
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ করি ভূমিরূপ ফ্রান্সের সার্ক নামে পরিচিত।
উত্তরঃ ‘শু’
২.১.২ ইডেন খাল বিহারে অবস্থিত।
উত্তরঃ ‘অ’
২.১.৩ ইক্ষু একটি পানীয় ফসল।
উত্তরঃ ‘অ’
২.১.৪ নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয়।
উত্তরঃ ‘শু’
২.১.৫ কাংড়া উপত্যকা হিমাচলপ্রদেশে অবস্থিত।
উত্তরঃ ;শু’
২.১.৬ ভারতের নবীনতম রাজ্যটি হল ঝাড়খণ্ড।
উত্তরঃ ‘অ’
২.১.৭ লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু।
উত্তরঃ ‘অ’
ABTA Test Paper 2021-22 Geography Page 608
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ নদীর ক্ষয়চক্রের শেষ সীমা __________।
উত্তরঃ সমুদ্রতল
২.২.২ ‘U’ আকৃতির হিমবাহ উপত্যকাকে __________ বলে।
উত্তরঃ হিমদ্রোনী
২.২.৩ দুটি সিফ বালিয়াড়ির মাঝের অংশকে __________ বলে।
উতরঃ করিডর
২.২.৪ রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় __________ সালে।
উত্তরঃ ১৯৫৩ সালে
২.২.৫ __________ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
উত্তরঃ শিলং
২.২.৬ রাজস্থানের ধূলিঝড় __________ নামে পরিচিত।
উত্তরঃ আঁধি
২.২.৭ ঝুমচাষ __________ ভারতে বেশি দেখা যায়।
উত্তরঃ উত্তর-পূর্ব ভারতে
ABTA Test Paper 2021-22 Geography Page 608
২.৩ একটি বা দুটি উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃকথ করে তার নাম লেখো।
উত্তরঃ জলবিভাজিকা
২.৩.২ ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম লেখো।
উত্তরঃ সিয়াচেন
২.৩.৩ ভারতের বৃহত্তম নদী-দ্বীপ কোন্টি?
উত্তরঃ মাজুলী
২.৩.৪ উপকূলীয় অঞ্চলে কি জাতীয় উদ্ভিদ জন্মায়?
উত্তরঃ লবণাম্বু বা ম্যানগ্রোভ
২.৩.৫ ভারতের কোন্ মৃত্তিকাতে কার্পাস চাষ হয়?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকাতে
২.৩.৬ ভারতের সিলিকন ভ্যালি কোন্ শহরকে বলা হয়?
উত্তরঃ বেঙ্গালুরু
২.৩.৭ সর্বশেষ জনগণনা হয়েছে কোন্ সালে?
উত্তরঃ ২০১১ সালে
ABTA Test Paper 2021-22 Geography Page 608
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ পেট্রোলিয়াম উপজাত দ্রব্য |
(১) কার্পাস |
২.৪.২ মারুতি উদ্যোগ লিমিটেড |
(২) বারানসী |
২.৪.৩ ডিজেল ইঞ্জিন কারখানা |
(৩) ন্যাপথা |
২.৪.৪ রেগুর মৃত্তিকা |
(৪) গুরগাঁও |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ পেট্রোলিয়াম উপজাত দ্রব্য |
(৩) ন্যাপথা |
২.৪.২ মারুতি উদ্যোগ লিমিটেড |
(৪) গুরগাঁও |
২.৪.৩ ডিজেল ইঞ্জিন কারখানা |
(২) বারানসী |
২.৪.৪ রেগুর মৃত্তিকা |
(১) কার্পাস |
ABTA Test Paper 2021-22 Geography Page 608