ABTA Test Paper 2021-22 Geography Page 660
ABTA Test Paper 2021-22 Geography Page 660
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে –
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহীভাবক আলড়ন
উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া
১.২ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে –
(ক) আরোহণ প্রক্রিয়া
(খ) অবরোহণ প্রক্রিয়া
(গ) আবহবিকার প্রক্রিয়া
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়া
উত্তরঃ (ক) আরোহণ প্রক্রিয়া
১.৩ পাখির পায়ের মত আকৃতির বদ্বীপ যে নদী মোহনায় গঠিত হয়েছে সেটি হল –
(ক) নীলনদ
(খ) হোয়াংহো
(গ) সিন্ধুনদ
(ঘ) মিসিসিপি-মিসৌরী
উত্তরঃ (ঘ) মিসিসিপি-মিসৌরী
১.৪ মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবিশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে –
(ক) ইয়ার্দাঙ
(খ) জুইগেন
(গ) বালিয়াড়ী
(ঘ) ইনসেল বার্জ
উত্তরঃ (ঘ) ইনসেল বার্জ
১.৫ লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল –
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) ঘর্ষণ ক্ষয়
(গ) জলপ্রবাহ ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়
উত্তরঃ (ঘ) দ্রবণ ক্ষয়
১.৬ গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির প্রভৃতি পাহাড়ে ঘেরা মালভূমি হল –
(ক) তিব্বত
(খ) লাডাক
(গ) মেঘালয়
(ঘ) ছোটনাগপুর
উত্তরঃ (গ) মেঘালয়
১.৭ লাল মাটিতে কীসের পরিমাণ বেশি থাকে?
(ক) পটাশিয়াম
(খ) হিউমাস
(গ) অ্যালুমিনিয়াম
(ঘ) লোহা
উত্তরঃ (ঘ) লোহা
১.৮ ভারতে কোন্ অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি?
(ক)পর্ণমোচী
(খ) মরুউদ্ভিদ
(গ) চিরহরিৎ
(ঘ) ম্যানগ্রোভ
উত্তরঃ (ক)পর্ণমোচী
১.৯ কোন্ রাজ্যকে ভারতের চিনির বাটি বলে? –
(ক) হিমাচল প্রদেশ
(খ) উত্তর প্রদেশ
(গ) হরিয়ানা
(ঘ) পাঞ্জাব
উত্তরঃ (খ) উত্তর প্রদেশ
১.১০ ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম হল –
(ক) ইন্দিরা কল
(খ) ইন্দিরা পয়েন্ট
(গ) কন্যাকুমারিকা অন্তরীপ
(ঘ) ১০⁰ চ্যানেল
উত্তরঃ (খ) ইন্দিরা পয়েন্ট
১.১১ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কোন্ পদ্ধতিতে?
(ক) কূপ ও নলকূপ
(খ) জলাশয়
(গ) খাল
(ঘ) ফোয়ারা
উত্তরঃ (ক) কূপ ও নলকূপ
১.১২ পশ্চিমবঙ্গের প্রধান পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রটির নাম –
(ক) জনপুট
(খ) কলকাতা
(গ) শঙ্করপুর
(ঘ) হলদিয়া
উত্তরঃ (ঘ) হলদিয়া
১.১৩ ভারতের ধান গবেষণাগার অবস্থিত –
(ক) পুষা
(খ) কটক
(গ) ব্যারাকপুর
(ঘ) লক্ষ্ণৌ
উত্তরঃ (খ) কটক
১.১৪ ভারতে প্রথম স্থাপিত কার্পাস বয়নশিল্প কেন্দ্র –
(ক) শ্রীরামপুর
(খ) ঘুসুড়ি
(গ) হিন্দমোটর
(ঘ) কলকাতা
উত্তরঃ (খ) ঘুসুড়ি
ABTA Test Paper 2021-22 Geography Page 660
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়।
উত্তরঃ ‘অ’
২.১.২ অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়।
উত্তরঃ ‘শু’
২.১.৩ বার্খান বালিয়াড়ী থেকে সিক বালিয়াড়ী সৃষ্টি হয়।
উত্তরঃ ‘শু’
২.১.৪ প্যাংগং মিস্টি জলের হ্রদ।
উত্তরঃ ‘অ’
২.১.৫ ভারতের সিলিকন ভ্যালী বলা হয় ব্যাঙ্গালুরুকে।
উত্তরঃ ‘শু’
২.১.৬ ১৯৫০ সালে ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠিত হয়।
উত্তরঃ ‘অ’
২.১.৭ ভারতে অধিকাংশ ধান শীতকালে রবিশস্য হিসাবে চাষ হয়।
উত্তরঃ ‘অ’
ABTA Test Paper 2021-22 Geography Page 660
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.২.১ মরু অঞ্চলে বায়ু ___________ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়।
উত্তরঃ অপবাহন
২.২.২ নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি গর্তগুলিকে __________ বলে।
উত্তরঃ পটহোও বা মন্থকূপ
২.২.৩ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা __________ শহরে অবস্থিত।
উত্তরঃ বেঙ্গালুরু
২.২.৪ পশ্চিমবঙ্গে জনঘনত্ব প্রতি বর্গকিমিতে __________ জন।
উত্তরঃ ১০২৯ জন প্রতি বর্গকিমি
২.২.৫ __________মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ।
উত্তরঃ শিলং
২.২.৬ __________ শহরে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।
উত্তরঃ কোয়েম্বাটুর
২.২.৭ __________ ভারতের সর্বাধিক জনবহুল শহর।
উত্তরঃ মুম্বাই
ABTA Test Paper 2021-22 Geography Page 660
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
উত্তরঃ আলাস্কার হুবার্ড
২.৩.২ কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে?
উত্তরঃ কয়াল
২.৩.৩ ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কী?
উত্তরঃ জোক বা গেরসোপ্পা
২.৩.৪ ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়।
উত্তরঃ কলকাতা
২.৩.৫ ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা
২.৩.৬ ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখ?
উত্তরঃ আউশ ধান
২.৩.৭ কোন্ সড়ক পথের মাধ্যমে দিল্লী, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে।
উত্তরঃ সোনালী চতুর্ভুজ
ABTA Test Paper 2021-22 Geography Page 660
২.৪ বামদিকের সাথে ডানদিকগুলি মিলিয়ে লেখো ঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ উচ্চফলনশীল ধানবীজ |
(১) পাইন |
২.৪.২ সরলবর্গীয় অরণ্য |
(২) মর্মাগাঁও |
২.৪.৩ রেলের বগি নির্মাণকেন্দ্র |
(৩) রত্না |
২.৪.৪ লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর |
(৪) পেরাম্বুর |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ উচ্চফলনশীল ধানবীজ |
(৩) রত্না |
২.৪.২ সরলবর্গীয় অরণ্য |
(১) পাইন |
২.৪.৩ রেলের বগি নির্মাণকেন্দ্র |
(৪) পেরাম্বুর |
২.৪.৪ লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর |
(২) মর্মাগাঁও |