Skip to content

ABTA Test Paper 2021-22 Geography Page 635

WBBSE Life Science Question Paper 2022 with Answer

ABTA Test Paper 2021-22 Geography Page 635

 

ABTA Test Paper 2021-22 Geography Page 635

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১ কোন্‌ বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়?

(ক) নদী

(খ) হিমবাহ

(গ) বায়ুপ্রবাহ

(ঘ) সমুদ্র তরঙ্গ

উত্তরঃ (ক) নদী

 

১.২ পাখির পায়ের মতো আকৃতির ব-দ্বীপ গঠিত হয়েছে –

(ক) নীলনদের মোহনায়

(খ) হোয়াংহোর মোহনায়

(গ) সিন্ধু নদের মোহনায়

(ঘ) সিমিসিপি-মিসৌরির মোহনায়

উত্তরঃ (ঘ) সিমিসিপি-মিসৌরির মোহনায়

 

১.৩ কোন্‌ প্রকার হিমবাহে নুনাটকস দেখা যায় –

(ক) পার্বত্য

(খ) মহাদেশীয়

(গ) পাদদেশীয়

(ঘ) উপকূলীয়

উত্তরঃ (খ) মহাদেশীয়

 

১.৪ কোন্‌ প্রক্রিয়ায় বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তরের আঁচড়কাটার মতো দাগ পড়ে –

(ক) অবঘর্ষ

(খ) ঘর্ষণ

(গ) অপসারণ

(ঘ) উপলেপন

উত্তরঃ (ক) অবঘর্ষ

 

১.৫ কোন্‌ অংশের উপকূলে ফিয়র্ড দেখা যায় –

(ক) নিম্ন অক্ষাংশ

(খ) মধ্য অক্ষাংশ

(গ) নিম্ন ও মধ্য অক্ষাংশ

(ঘ) উচ্চ অক্ষাংশ

উত্তরঃ (ঘ) উচ্চ অক্ষাংশ

 

১.৬ ভারতের প্রমান দ্রাঘিমারেখা হল –

(ক) ৮২⁰৩০’ পূর্ব

(খ) ৮৮⁰৩০’ পূর্ব

(গ) ৮০⁰৩০’ পূর্ব

(ঘ) ৮৬⁰৩০’ পূর্ব

উত্তরঃ (ক) ৮২⁰৩০’ পূর্ব

 

১.৭ কয়াল বা লেগুণ দেকা যায় –

(ক) করমন্ডল উপকূলে

(খ) উত্তর সরকার উপকূলে

(গ) কোঙ্কন উপকূলে

(ঘ) মালাবার উপকূলে

উত্তরঃ (ঘ) মালাবার উপকূলে

 

১.৮ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায় –

(ক) তামিলনাড়ু

(খ) কর্ণাটক

(গ) কেরল

(ঘ) মহারাষ্ট্রে

উত্তরঃ (গ) কেরল

 

১.৯ ‘Honey Comb’ দেখা যায় যে মৃত্তিকায় –

(ক) ল্যাটেরাইট

(খ) পডসল

(গ) কৃষ্ণ

(ঘ) মরুমাটি

উত্তরঃ (ক) ল্যাটেরাইট

 

১.১০ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ –

(ক) NH19

(খ) NH27

(গ) NH44

(ঘ) NH47A

উত্তরঃ (গ) NH44

 

১.১১ গোয়ার ‘মার্মাগাঁও’ বন্দর বিখ্যাত এই জন্য –

(ক) লোহা রপ্তানিতে

(খ) কফি রপ্তানিতে

(গ) ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর

(ঘ) স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত শুল্কমুক্ত বন্দর

উত্তরঃ (ক) লোহা রপ্তানিতে

 

১.১২ হীরক চতুর্ভুজ বিষয়টি কোন্‌ পরিবহণ ব্যবস্থার সাথে যুক্ত –

(ক) সড়ক

(খ) রেল

(গ) জলপথ

(ঘ) রজ্জুপথ

উত্তরঃ (খ) রেল

ABTA Test Paper 2021-22 Geography Page 635

 

১.১৩ ঠিক জোড়াটি নির্বাচন কর –

(ক) উত্তর-পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল-পর্বত

(খ) দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী – নর্মদা

(গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের – চিরহরিৎ বৃক্ষ

(ঘ) উত্তর – পূর্ব ভারত – কৃষ্ণ মৃত্তিকা

উত্তরঃ (গ) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের – চিরহরিৎ বৃক্ষ

 

১.১৪ ভাকরা-নাঙ্গাল কোন্‌ নদের ওপর নির্মিত পরিকল্পনা –

(ক) শতদ্রু

(খ) ইরাবতী

(গ) চন্দ্রভাগা

(ঘ) বিতস্তা

উত্তরঃ (ক) শতদ্রু

ABTA Test Paper 2021-22 Geography Page 635

 

ABTA Test Paper 2021-22 Geography Page 635

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ বহির্জাত প্রক্রিয়া ধীর গতিতে কাজ করে।

উত্তরঃ ‘শু’

২.১.২ ব্রহ্মপুত্র একটি আদর্শ নদী।

উত্তরঃ ‘অ’

২.১.৩ হিমবাহের বহন কাজের ফলে ড্রামলিন গঠিত।

উত্তরঃ ‘অ’

২.১.৪ রাজস্থানের চলমান বালিয়াড়ি হল ধান্দ।

উত্তরঃ ‘অ’

২.১.৫ লা নিনার প্রভাবে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটে।

উত্তরঃ ‘শু’

২.১.৬ ব্রহ্মপুত্র নদের ‘মাজুলি’ পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ।

উত্তরঃ ‘অ’

২.১.৭ ভারতের উপকূল অঞ্চলে দিনেরবেলায় স্থলবায়ু প্রবাহিত হয়।

উত্তরঃ ‘অ’

ABTA Test Paper 2021-22 Geography Page 635

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ

২.২.১ পর্বতের পাদদেশে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে বলে __________।

উত্তরঃ পেডিমেন্ট

২.২.২ জলপ্রপাতের পাদদেশে তৈরি গর্তের নাম __________।

উত্তরঃ প্রপাত কূপ

২.২.৩ দেশের নবতম দুই কেন্দ্রশাসিত অঞ্চল __________ এবং __________।

উত্তরঃ জম্মু কাশ্মীর এবং লাদাখ

২.২.৪ একটি ইলেকট্রনিক ডক ব্যবস্থা হল __________।

উত্তরঃ ই-মেল

২.২.৫ কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো উঁচু-নীচু ভূভাগ হল __________।

উত্তরঃ মালনাদ

২.২.৬ ‘বাদাবন’ বলা হয় __________ অরণ্যকে।

উত্তরঃ ম্যানগ্রোভ

২.২.৭ তুলা গাছকে নষ্ট করে __________ নামক এক প্রকার পোকা।

উত্তরঃ বল উইভিল

ABTA Test Paper 2021-22 Geography Page 635

 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ

২.৩.১ কোন্‌ জলবায়ুতে বায়ুর কার্য বেশি মাত্রায় ক্রিয়াশীল?

উত্তরঃ উষ্ণ ও শুষ্ক বা মরু জলবায়ুতে

২.৩.২ উত্তর চিনের হোয়াঙ্ঘো নদী অববাহিকায় যে লোয়েশ সমভূমি গঠিত হয়েছে তা কোন মরুভূমির বালুকারাশি ও ধূলিকণা?

উত্তরঃ গোবি

২.৩.৩ ভারতের বৃহত্তম পেট্রোরসায়ণ শিল্পকেন্দ্র কোন্‌টি?

উত্তরঃ জামনগর

২.৩.৪ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোন্‌টি?

উত্তরঃ খারদুংলা

২.৩.৫ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?

উত্তরঃ আর্গ

২.৩.৬ ‘ভারতের ডেট্রয়েট’ কোন্‌ শহরকে বলে?

উত্তরঃ তামিলনাড়ু

২.৩.৭ কোন্‌ চাষ পদ্ধতির মাধ্যমে দ্রুতহারে মৃত্তিকা ক্ষয়ঘটে?

উত্তরঃ ঝুম চাষ

ABTA Test Paper 2021-22 Geography Page 635

 

২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো ঃ

বামদিক

ডানদিক

২.৪.১ কলু উপত্যকা

(১) কেরল

২.৪.২ ভেম্বানাদ

(২) মহাদেব পর্বত

২.৪.৩ আর্মাকোন্ডা

(৩) হিমাচল প্রদেশ

২.৪.৪ পাঁচমারি শৃঙ্গ

(৪) পূর্বঘাট পর্বত

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.৪.১ কলু উপত্যকা

(৩) হিমাচল প্রদেশ

২.৪.২ ভেম্বানাদ

(১) কেরল

২.৪.৩ আর্মাকোন্ডা

(৪) পূর্বঘাট পর্বত

২.৪.৪ পাঁচমারি শৃঙ্গ

(২) মহাদেব পর্বত

ABTA Test Paper 2021-22 Geography Page 635

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 635

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!