Sat. Jul 27th, 2024

ABTA Test Paper 2021-22 Geography Page 681

 

ABTA Test Paper 2021-22 Geography Page 681

বিভাগ – ‘ক’

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 

১.১ যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে –

(ক) আরোহণ

(খ) অবরোহণ

(গ) পর্যায়ণ

(ঘ) নগ্নীভবন

উত্তরঃ (ক) আরোহণ

 

১.২ ক্যানিয়ন দেখা যায় –

(ক) শুষ্ক অঞ্চলে

(খ) আর্দ্র অঞ্চলে

(গ) সমতল অঞ্চলে

(ঘ) শীতল অঞ্চলে

উত্তরঃ (ক) শুষ্ক অঞ্চলে

 

১.৩ নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় –

(ক) পুল

(খ) বিন্দুবার

(গ) প্লাঞ্চপুল

(ঘ) প্রপাতকুপ

উত্তরঃ (খ) বিন্দুবার

 

১.৪ পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত হল –

(ক) সম্বর

(খ) পুষ্কর

(গ) কাতারা

(ঘ) প্লায়া

উত্তরঃ (গ) কাতারা

 

১.৫ মরু সমপ্রায় ভূমিতে কঠিন, শিলাগঠিত অনুচ্চ পাহাড়কে বলে –

(ক) ইয়ার্দাং

(খ) জুইগেন

(গ) ইনসেলবার্জ

(ঘ) মোনাডনক

উত্তরঃ (গ) ইনসেলবার্জ

 

১.৬ মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে –

(ক) মালাবার

(খ) কোঙ্কন

(গ) করমন্ডল

(ঘ) উত্তর সরকার উপকূল

উত্তরঃ (খ) কোঙ্কন

 

১.৭ ভারতে পশ্চিমী ঝামেলার প্রাদুর্ভাব দেখা যায় –

(ক) গ্রীষ্মকালে

(খ) বর্ষাকালে

(গ) শরৎকালে

(ঘ) শীতকালে

উত্তরঃ (ঘ) শীতকালে

 

১.৮ দক্ষিণভারতে সর্বাধিক জলসেচের মাধ্যম –

(ক) জলাশয়

(খ) কূপ

(গ) খাল

(ঘ) নদী

উত্তরঃ (ক) জলাশয়

 

১.৯ শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত –

(ক) কৃষ্ণা

(খ) কাবেরী

(গ) গোদাবরী

(ঘ) মহানদীর উপর

উত্তরঃ (খ) কাবেরী

 

১.১০ নদী তীরের নবীন পলিমাটিকে বলে –

(ক) ভাঙ্গর

(খ) ভাবর

(গ) খাদার

(ঘ) বেট

উত্তরঃ (গ) খাদার

 

১.১১ ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষেণা কেন্দ্রটি অবস্থিত –

(ক) যোদপুরে

(খ) দেরাদুনে

(গ) দিল্লীতে

(ঘ) নাগপুরে

উত্তরঃ (খ) দেরাদুনে

 

১.১২ ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে –

(ক) সালেম

(খ) জামসেদপুর

(গ) দুর্গাপুর

(ঘ) ভিলাইয়ে

উত্তরঃ (ক) সালেম

 

১.১৩ ভারতে সর্বাধিক জন ঘনত্বপূর্ণ রাজ্য হল –

(ক) বিহার

(খ) পশ্চিমবঙ্গ

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ক) বিহার

 

১.১৪ স্বল্প দূরত্বের পরিবহণের উপযোগী পথটি হলো –

(ক) সড়কপথ

(খ) রেলপথ

(গ) জলপথ

(ঘ) আকাশপথ

উত্তরঃ (ক) সড়কপথ

ABTA Test Paper 2021-22 Geography Page 681

ABTA Test Paper 2021-22 Geography Page 681

 

বিভাগ – ‘খ’

২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :

২.১.১ কৃষ্ণা নদীর ব-দ্বীপ পাখির মতো দেখতে।

উত্তরঃ ‘শু’

২.১.২ হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয়।

উত্তরঃ ‘অ’

২.১.৩ জলপ্রপাতের তলদেশে মন্থকূপের সৃষ্টি হয়।

উত্তরঃ ‘অ’

২.১.৪ কার্পাস বয়ন শিল্প ‘শেকড় আলগা শিল্প’।

উত্তরঃ ‘শু’

২.১.৫ কফি উৎপাদনে প্রথম রাজ্যটি হলো উত্তরপ্রদেশ।

উত্তরঃ ‘অ’

২.১.৬ অরুণাচল প্রদেশ একটি অতি জনবিরল জনসতিযুক্ত অঞ্চল।

উত্তরঃ ‘অ’

২.১.৭ কৃষ্ণ মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম।

উত্তরঃ ‘শু’

ABTA Test Paper 2021-22 Geography Page 681

 

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছটি)ঃ

২.২.১ দুটি করির মধ্যবর্তী অংশকে __________ বলে।

উত্তরঃ এরিটি

২.২.২ ভারতের মরু গবেষণাগারটি __________ তে অবস্থিত।

উত্তরঃ যোধপুরে

২.২.৩ ভারতের দক্ষিণতম মূল ভূ-খন্ডের অংশ __________।

উত্তরঃ কন্যামুকারিকা অন্তরীপ

২.২.৪ কার্পাস গাছ আক্রমণকারী কীট হলো ___________।

উত্তরঃ বল উইভিল পোকা

২.২.৫ কারেওয়া মাটি __________ চাষের জন্য বিখ্যাত।

উত্তরঃ জাফরান

২.২.৬ ভারতের __________ শহরে প্রথম পাতালরেল চালু হয়।

উত্তরঃ কলকাতায়

২.২.৭ কৃষ্ণ মৃত্তিকাকে __________ মৃত্তিকা বলে।

উত্তরঃ রেগুর

ABTA Test Paper 2021-22 Geography Page 681

 

২.৩ নীচের প্রশ্নগুলির দু’এক কথায় উত্তর দাও (যে কোনো ছটি)ঃ

২.৩.১ পৃথিবীর গভীরতম গিরিখাত কোন্‌টি?

উত্তরঃ পেরুর কলকা নদীর এল ক্যানন দ্য কলকা

২.৩.২ সার্ককে নরওয়েতে কী বলে?

উত্তরঃ বন

২.৩.৩ সাহারায় শিলাময় মরুভূমি কে নামে পরিচিত?

উত্তরঃ হামাদা

২.৩.৪ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোন্‌টি?

উত্তরঃ গোদাবরী

২.৩.৫ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোন্‌টি?

উত্তরঃ সুন্দরবন

২.৩.৬ ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ দিল্লির পুষায়

২.৩.৭ ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর কোন্‌টি?

উত্তরঃ মহানদী

ABTA Test Paper 2021-22 Geography Page 681

 

২.৪ বাম দিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো ঃ

বামদিক

ডানদিক

২.৪.১ অশোক লেল্যান্ড কোম্পানী

(১) কেরালা

২.৪.২ সর্বাধিক শিক্ষিত রাজ্য

(২) চেন্নাই

২.৪.৩ ভারতের সিলিকন ভ্যালি

(৩) গুরগাঁও

২.৪.৪ বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্র

(৪) ব্যাঙ্গালোর

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.৪.১ অশোক লেল্যান্ড কোম্পানী

(২) চেন্নাই

২.৪.২ সর্বাধিক শিক্ষিত রাজ্য

(১) কেরালা

২.৪.৩ ভারতের সিলিকন ভ্যালি

(৪) ব্যাঙ্গালোর

২.৪.৪ বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্র

(৩) গুরগাঁও

ABTA Test Paper 2021-22 Geography Page 681

Thank You

ABTA Test Paper 2021-22 Geography Page 681

2 thoughts on “ABTA Test Paper 2021-22 Geography Page 681”
  1. It’s very amazing website.and it’s website is very important for the all west bengal students.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!