ABTA Test Paper 2021-22 Geography Page 703
ABTA Test Paper 2021-22 Geography Page 703
বিভাগ – ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই বিরাট অংশকে বলে –
(ক) আববাহিকা
(খ) ধারণ অববাহিকা
(গ) জলবিভাজিকা
(ঘ) নদী উপত্যকা
উত্তরঃ (খ) ধারণ অববাহিকা
১.২ হিমবাহের ঝুলন্ত উপত্যকাএ মুখে সৃষ্টি হয় –
(ক) এসকার
(খ) জলপ্রপাত
(গ) ড্রামলিন
(ঘ) ক্রেভাস
উত্তরঃ (খ) জলপ্রপাত
১.৩ মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে –
(ক) নেভে
(খ) নুনাটাক
(গ) বার্গস্রুড
(ঘ) নর
উত্তরঃ (খ) নুনাটাক
১.৪ ইনসেলবার্জ আরও ক্ষয়ে গিয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে তাকে বলে –
(ক) মেসা
(খ) বিউট
(গ) বোর্নহার্ডট
(ঘ) নিডিল
উত্তরঃ (গ) বোর্নহার্ডট
১.৫ গ্রেট গ্রীন ওয়াল ব্যবস্থা করা হয়েছে যে মরুভূমিতে তা –
(ক) সোনেয়ন
(খ) আটকামা
(গ) থর
(ঘ) সাহারা
উত্তরঃ (ঘ) সাহারা
১.৬ ভারতে বর্তমান আয়তনে বৃহত্তম অঙ্গরাজ্য –
(ক) মধ্যপ্রদেশ
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) রাজস্থান
উত্তরঃ (ঘ) রাজস্থান
১.৭ ভারতে প্রাচীন ভঙ্গিল পর্বত
(ক) হিমালয়
(খ) বিন্ধ্য
(গ) আরাবল্লী
(ঘ) মহাকাল
উত্তরঃ (গ) আরাবল্লী
১.৮ ‘শিবসমুদ্রম’ জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে সে নদীতে
(ক) কৃষ্ণা
(খ) কাবেরী
(গ) গোদাবরী
(ঘ) মহানন্দা
উত্তরঃ (খ) কাবেরী
১.৯ কোন্টি স্বাদু জলের হ্রদ নয় –
(ক) প্যাংগং
(খ) উলার
(গ) ডাল
(ঘ) নৈনি হ্রদ
উত্তরঃ (ক) প্যাংগং
১.১০ উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তাকে বলা হয় –
(ক) লু
(খ) পশ্চিমী ঝঞ্ঝা
(গ) আঁধি
(ঘ) কালবৈশাখী
উত্তরঃ (গ) আঁধি
১.১১ উত্তর ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়ে যে শহরকে তা হল –
(ক) কানপুর
(খ) দিল্লি
(গ) কোয়েম্বাটুর
(ঘ) আমেদাবাদ
উত্তরঃ (ক) কানপুর
১.১২ শিকড় আগলা শিল্প বলা হয় –
(ক) পাট শিল্প
(খ) পেট্রোরসায়নিক শিল্প
(গ) চিনি শিল্প
(ঘ) বস্ত্র বয়ন শিল্পকে
উত্তরঃ (ঘ) বস্ত্র বয়ন শিল্পকে
১.১৩ ভারতে কেন্দ্রীয় ধান গবেষণাগার হল –
(ক) দিল্লি
(খ) কটক
(গ) দেরাদুন
(ঘ) লক্ষনৌ
উত্তরঃ (খ) কটক
১.১৪ সোনালি চতুর্ভূজ কটি মেগাসিটিকে যুক্ত করেছে –
(ক) চারটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) কোনটি নয়
উত্তরঃ (ক) চারটি
ABTA Test Paper 2021-22 Geography Page 703
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ নদীতে একটি নির্দিষ্ট স্থানে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে কিউসেক বলে।
উত্তরঃ ‘অ’
২.১.২ পাখির পায়ের মতো ‘ব’ দ্বীপ দেখা যায় কৃষ্ণা নদীতে।
উত্তরঃ ‘শু’
২.১.৩ নিরক্ষরেখা থেকে মেরুদ্বয়ের দিকে হিমরেখার উচ্চতা ক্রমশ বাড়ে।
উত্তরঃ ‘অ’
২.১.৪ আরাবল্লীর পশ্চিমাংশে ছোটো ছোটো নদী বিধৌত উর্বর প্লাবন ভূমিকে রোহি বলে।
উত্তরঃ ‘শু’
২.১.৫ ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বানাদ।
উত্তরঃ ‘শু’
২.১.৬ ভারতের পূর্ব উপকূলে সবচেয়ে বেশি স্বাভাবিক বন্দর গড়ে উঠেছে।
উত্তরঃ ‘অ’
২.১.৭ ভারতে রেলপথকে বলা হয় উন্নয়নের জীবনরেখা।
উত্তরঃ ‘অ’
ABTA Test Paper 2021-22 Geography Page 703
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ৬টি) ঃ
২.২.১ জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে __________ বলে।
উত্তরঃ প্রপ্পাতকূপ
২.২.২ মরুস্থলী কথার অর্থ __________ দেশ।
উত্তরঃ মৃতের
২.২.৩ অতিরিক্ত লবনাক্ত প্লায়া হ্রদকে দক্ষিণ আমেরিকায় __________ বলে।
উত্তরঃ স্যালিনা
২.২.৪ কুমায়ন হিমালয়ে হ্রদগুলিকে __________ বলে।
উত্তরঃ তাল
২.২.৫ গঙ্গা নদীর প্রধান উপনদী __________।
উত্তরঃ যমুনা
২.২.৬ __________ পোকা তুলো গাছকে নষ্ট করে।
উত্তরঃ বল উইভিল
২.২.৭ ___________ বন্দরকে আরবসাগরের রানী বলে।
উত্তরঃ কোচি
ABTA Test Paper 2021-22 Geography Page 703
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কী?
উত্তরঃ ল্যাম্বার্ট
২.৩.২ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কী বলে?
উত্তরঃ দোয়াব
২.৩.৩ থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কী বলা হয়?
উত্তরঃ ধ্রিয়ান
২.৩.৪ আন্দামান দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম কী?
উত্তরঃ নারকোন্ডাম
২.৩.৫ কোন নদীতে মাইথন জলাধার নির্মিত হয়েছে?
উত্তরঃ বরাকর
২.৩.৬ কোন শিলা দিয়ে রেগুর বা কৃষ্ণমৃত্তিকা কোথায়?
উত্তরঃ ব্যাসল্ট
২.৩.৭ পূর্ব ভারতে ইলেকট্রিক চালিত রেলইঞ্জিন তৈরির কারখানাটি কোথায়?
উত্তরঃ চিত্তরঞ্জনে
২.৩.৮ ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায় অবস্থিত?
উত্তরঃ খড়গপুরে
ABTA Test Paper 2021-22 Geography Page 703
২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো ঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ ডেকান ট্র্যাপ |
(১) কারেওয়া |
২.৪.২ নদী বন্দর |
(২) জলাময় দেশ |
২.৪.৩ কচ্ছ |
(৩) কোলকাতা |
২.৪.৪ জাফরান |
(৪) লাভা মালভূমি |
উত্তরঃ
বামদিক |
ডানদিক |
২.৪.১ ডেকান ট্র্যাপ |
(৪) লাভা মালভূমি |
২.৪.২ নদী বন্দর |
(৩) কোলকাতা |
২.৪.৩ কচ্ছ |
(২) জলাময় দেশ |
২.৪.৪ জাফরান |
(১) কারেওয়া |