Sun. Dec 22nd, 2024

ABTA Test Paper 2021-22 History Page 228

 

ABTA Test Paper 2021-22 History Page 228

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন –

(ক) রোমিলা থাপার

(খ) সুশোভন সরকার

(গ) সুমিত সরকার

(ঘ) রণজিৎ গুহ

উত্তরঃ (ঘ) রণজিৎ গুহ

 

১.২ ‘কেকেরদেশ’ বলা হয় –

(ক) স্কটল্যান্ডকে

(খ) আয়ারল্যান্ডকে

(গ) পর্তুগালকে

(ঘ) ইংল্যান্ডকে

উত্তরঃ (ক) স্কটল্যান্ডকে

 

১.৩ ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –

(ক) বিপিনচন্দ্র পাল

(খ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ (খ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়

 

১.৪ ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র –

(ক) বিল্বমঙ্গল

(খ) জামাইষষ্ঠী

(গ) আলম আরা

(ঘ) রাজা হরিশচন্দ্র

উত্তরঃ (ঘ) রাজা হরিশচন্দ্র

 

১.৫ বামাবোধিনী ‘বামা’ হলেন আসলে –

(ক) বিধবারা

(খ) বালিকারা

(গ) নব-বিবাহিতারা

(ঘ) সমগ্র নারীজাতি

উত্তরঃ (ঘ) সমগ্র নারীজাতি

 

১.৬ ‘শব্দকল্পদ্রুম’ গ্রন্থ রচনা করেন –

(ক) রামমোহন রায়

(খ) রাধাকান্ত দেব

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (খ) রাধাকান্ত দেব

 

১.৭ ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম –

(ক) স্কটিশ  চার্চ কলেজ

(খ) বিদ্যাসাগর কলেজ

(গ) প্রেসিডেন্সি কলেজ

(ঘ) চিত্তরঞ্জন কলেজ

উত্তরঃ (ক) স্কটিশ  চার্চ কলেজ

 

১.৮ ‘বাউল গানের’ প্রবর্তক হলেন –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) লালন ফকির

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) অ্যালেনগিনস বার্গ

উত্তরঃ (খ) লালন ফকির

 

১.৯ প্রথম “ভারতীয় অরণ্য” আইন পাশ হয়েছিল –

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

 

১.১০ পাবনা কৃষক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন –

(ক) আবু তোরাফ চৌধুরী

(খ) দুর্জন সিংহ

(গ) ঈশানচন্দ্র রায়

(ঘ) নরুলউদ্দিন

উত্তরঃ (গ) ঈশানচন্দ্র রায়

 

১.১১ ভিল বিদ্রোহ হয়েছিল –

(ক) মৈমন সিংহ

(খ) রংপুর

(গ) খান্দেশে

(ঘ) মালদহে

উত্তরঃ (গ) খান্দেশে

 

১.১২ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল –

(ক) ঢাকাতে

(খ) মেদিনীপুরে

(গ) বারাসতে

(ঘ) মুর্শিদাবাদে

উত্তরঃ (ক) ঢাকাতে

 

১.১৩ ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রথম শহীদ হলেন –

(ক) ঈশ্বরী পান্ডে

(খ) মঙ্গল পান্ডে

(গ) নানাসাহেন

(ঘ) কনওয়ার সিংহ

উত্তরঃ (খ) মঙ্গল পান্ডে

 

১.১৪ “বঙ্গভাষা প্রকাশিকা সভা” কে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বলেছিলেন –

(ক) প্রসন্নকুমার ঠাকুর

(খ) দ্বারকানাথ ঠাকুর

(গ) কালীনাথ রায়চৌধুরী

(ঘ) যোগেশচন্দ্র বাগল

উত্তরঃ (ঘ) যোগেশচন্দ্র বাগল

 

১.১৫ নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় –

(ক) নন্দলাল বসুকে

(খ) রামকিঙ্কর বেইজকে

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুরকে

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে

উত্তরঃ (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে

 

১.১৬ জমিদার সভা স্থাপিত হয় –

(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৩৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে

 

১.১৭ ভারতে সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে –

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা

(গ) ওলন্দাজরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ঘ) পর্তুগীজরা

 

১.১৮ ‘বিদ্যাবণিক’ বলা হয় –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

(খ) গঙ্গাকিশোর ভট্টাচার্যকে

(গ) উইলিয়াম কেরিকে

(ঘ) শিবচন্দ্র নন্দীকে

উত্তরঃ (ঘ) শিবচন্দ্র নন্দীকে

ABTA Test Paper 2021-22 History Page 228

 

১.১৯ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় –

(ক) গোলকচন্দ্রকে

(খ) শিবচন্দ্র নন্দীকে

(গ) মহেন্দ্রলাল সরকারকে

(ঘ) শিশিরকুমার মিত্রকে

উত্তরঃ (খ) শিবচন্দ্র নন্দীকে

 

১.২০ পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হন –

(ক) ভারতের রাষ্ট্রপতি

(খ) ভারতের প্রধানমন্ত্রী

(গ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল

(ঘ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

উত্তরঃ (খ) ভারতের প্রধানমন্ত্রী

ABTA Test Paper 2021-22 History Page 228

ABTA Test Paper 2021-22 History Page 228

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ সত্তর বৎসর কার আত্মজীবনী।

উত্তরঃ বিপিনচন্দ্র পাল

২.১.২ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হত?

উতরঃ কুমারখালি এলাকা থেকে

২.১.৩ ‘ব্রহ্মানন্দ কার উপাধি ছিল?

উত্তরঃ কেশবচন্দ্র সেন

২.১.৪ ‘হিন্দুমেলার’ অপর নাম কী?

উত্তরঃ জাতীয় মেলা বা স্বদেশী মেলা

ABTA Test Paper 2021-22 History Page 228

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ মেধা পাটকর “নর্মদা বাঁচাও” আন্দোলনের বিরোধী ছিলেন।

উত্তরঃ ভুল

২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।

উত্তরঃ ঠিক

২.২.৩ আরবি ভাষায় ‘ফরাজি’ শব্দের অর্থ হল ইসলামের নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য।

উত্তরঃ ঠিক

২.২.৪ ঐতিহাসিক আর জি প্রধান ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন স্বামী বিবেকানন্দকে।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 228

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ মেলাও

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ যত মত তত পথ

২.৩.২ দাদাসাহেব ফালকে

২.৩.৩ আনন্দমঠ

২.৩.৪ ব্যঙ্গ চিত্র

(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর

(খ) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস

(গ) চলচ্চিত্র

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ যত মত তত পথ

২.৩.২ দাদাসাহেব ফালকে

২.৩.৩ আনন্দমঠ

২.৩.৪ ব্যঙ্গ চিত্র

(খ) শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস

(গ) চলচ্চিত্র

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(ক) গগনেন্দ্রনাথ ঠাকুর

ABTA Test Paper 2021-22 History Page 228

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

 ২.৪.১ যেখানে ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত

২.৪.২ মুন্ডা বিদ্রোহের এলাকা

২.৪.৩ ১৮৫৭-র বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর

২.৪.৪ শ্রীরামপুর

ABTA Test Paper 2021-22 History Page 228

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আই পাশ করে।

ব্যাখ্যা ১ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।

ব্যাখ্যা ২ : এই আইনের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক সামাজিক সংস্কৃতিক উন্নতি সাধন করা।

ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের বাল্য বিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইন সিদ্ধ করা।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের বাল্য বিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইন সিদ্ধ করা।

 

২.৫.২ বিবৃতি : বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল ধর্ম সংস্কার আন্দোলন।

ব্যাখ্যা ১ : ইসলাম ধর্মের সংস্কার করাই ছিল এই আন্দোলনের উদ্দেশ্য।

ব্যাখ্যা ২ : এই আন্দোলন ছিল হিন্দুধর্ম বিরোধী।

ব্যাখ্যা ৩ : আন্দোলনের নেতারা অ-মুসলিমদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করতে চেয়েছিল।

উত্তরঃ ব্যাখ্যা ১ : ইসলাম ধর্মের সংস্কার করাই ছিল এই আন্দোলনের উদ্দেশ্য।

 

২.৫.৩ বিবৃতি : অবনীন্দ্রনাথের অমর সৃষ্টি হল ‘ভারতমাতা’।

ব্যাখ্যা ১ : এটি একটি সাদা-কালো ছবি।

ব্যাখ্যা ২ : স্বদেশি যুগে স্বদেশপ্রীতি জাগানোর মতো।

ব্যাখ্যা ৩ : তাঁর শ্রেষ্ঠ জল রং ছবি।

উত্তরঃ ব্যাখ্যা ২ : স্বদেশি যুগে স্বদেশপ্রীতি জাগানোর মতো।

 

২.৫.৪ বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।

ব্যাখ্যা ১ : বৈজ্ঞানিক গবেষণা উন্নতির জন্য।

ব্যাখ্যা ২ : কারিগারি শিক্ষার উন্নতির জন্য।

ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষা প্রদানের জন্য।

ABTA Test Paper 2021-22 History Page 228

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 228

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!