ABTA Test Paper 2021-22 History Page 206
ABTA Test Paper 2021-22 History Page 206
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন –
(ক) রণজিৎ গুহ
(খ) অমলেশ ত্রিপাঠী
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) সুমিত সরকার
উত্তরঃ (ক) রণজিৎ গুহ
১.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন –
(ক) ক্রীড়া জগতের সঙ্গে
(খ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
(গ) চলচ্চিত্রের সঙ্গে
(ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে
উত্তরঃ (গ) চলচ্চিত্রের সঙ্গে
ABTA Test Paper 2021-22 History Page 206
১.৩ বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল –
(ক) ১২ই জানুয়ারি ১৯৮৯
(খ) ৫ই জুন ১৯৭৪
(গ) ১লা মে ১৯২৩
(ঘ) ৫ই সেপ্টেম্বর ১৯৮৭
উত্তরঃ (খ) ৫ই জুন ১৯৭৪
১.৪ “জীবনের ঝরাপাতা” গ্রন্থটি হল একটি –
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ) আত্মজীবনী
উত্তরঃ (ঘ) আত্মজীবনী
১.৫ “হিন্দু প্যাট্রিয়ট” পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –
(ক) হারানচন্দ্র মুখোপাধ্যায়
(খ) মধুসূদন দত্ত
(গ) গিরীশচন্দ্র ঘোষ
(ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তরঃ (গ) গিরীশচন্দ্র ঘোষ
১.৬ “নীলদর্পন” নাটক প্রকাশিত হয় –
(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
ABTA Test Paper 2021-22 History Page 206
১.৭ কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন –
(ক) ডঃ এম কে ব্রামলি
(খ) ডঃ এইচ এইচ গুডিব
(গ) ডঃ এন ওয়ালিশ
(ঘ) ডঃ জে গ্রান্ট
উত্তরঃ (ক) ডঃ এম কে ব্রামলি
১.৮ সতীদাহ প্রথা রদ হয় –
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
১.৯ দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন –
(ক) সিধু
(খ) তিতুমীর
(গ) বিরসা মুন্ডা
(ঘ) দুর্জন সিং
উত্তরঃ (ঘ) দুর্জন সিং
১.১০ সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীকি রূপ ছিল –
(ক) শাল গাছ
(খ) সেগুন গাছ
(গ) শিমুল গাছ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) শাল গাছ
১.১১ “ডিং খরচা” নামে চাঁদা সংগ্রহ করা হত –
(ক) কোল বিদ্রোহে
(খ) ভিল বিদ্রোহে
(গ) রংপুর বিদ্রোহে
(ঘ) পাবনা বিদ্রোহে
উত্তরঃ (গ) রংপুর বিদ্রোহে
১.১২ “বাংলার নানাসাহেব” বলা হয় –
(ক) রামরতন মল্লিককে
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে
(গ) দিগম্বর বিশ্বাসকে
(ঘ) দীনবন্ধু মিত্রকে
উত্তরঃ (ক) রামরতন মল্লিককে
ABTA Test Paper 2021-22 History Page 206
১.১৩ Eighteen Fifty Seven’ গ্রন্থটির রচয়িতা –
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) তারাচাঁদ
(গ) সুরেন্দ্রনাথ সেন
(ঘ) শশীভূষণ চৌধুরী
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ সেন
১.১৪ “ভাইসরয়” কথাটির অর্থ হল –
(ক) রাজপ্রতিনিধি
(খ) রাজদূত
(গ) রাজ্যপাল
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তরঃ (ক) রাজপ্রতিনিধি
১.১৫ দেশকে ‘মা বলে কল্পনা করা হয়েছে –
(ক) পথের দাবী উপন্যাসে
(খ) আনন্দমঠ উপন্যাসে
(গ) গোরা উপন্যাসে
(ঘ) বর্তমান ভারত গ্রন্থে
উত্তরঃ (খ) আনন্দমঠ উপন্যাসে
১.১৬ “বিরূপ বজ্র” ব্যঙ্গ চিত্রের শিল্পী হলেন –
(ক) নন্দলাল বসু
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১৭ “বেঙ্গল গেজেট” প্রকাশিত হয় –
(ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
ABTA Test Paper 2021-22 History Page 206
১.১৮ “জাতীয় শিক্ষা পরিষদ” গঠনের প্রেক্ষাপটে ছিল –
(ক) অসহযোগ আন্দোলন
(খ) ভারত ছাড় আন্দোলন
(গ) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(ঘ) আইন অমান্য আন্দোলন
উত্তরঃ (গ) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
১.১৯ “ফেরিস অ্যান্ড কোম্পানি” হল –
(ক) কলকাতার একটি ছাপাখানা
(খ) হুগলীর প্রথম ছাপাখানা
(গ) শ্রীরামপুর একটি ছাপাখানা
(ঘ) মাদ্রাজের প্রথম ছাপাখানা
উত্তরঃ (ক) কলকাতার একটি ছাপাখানা
১.২০ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার পান –
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯১২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৩ খ্রিস্টব্দে
উত্তরঃ (ঘ) ১৯১৩ খ্রিস্টব্দে
ABTA Test Paper 2021-22 History Page 206
বিভাগ – ‘খ’
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠির হিন্দি অনুবাদ কে করেন?
উত্তরঃ প্রেমচাঁদ মুন্সি
২.১.২ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়?
উত্তরঃ সরকারি মহাফেজখানায়
২.১.৩ ‘তত্ত্ববোধিনী সভা’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
২.১.৪ কোন্ বিদ্রোহের পর দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়।
উত্তরঃ কোল বিদ্রোহের
ABTA Test Paper 2021-22 History Page 206
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ ‘হুতোম প্যাঁচা’ রামমোহন রায়ের ছদ্মনাম।
উত্তরঃ ভুল
২.২.২ ‘ভারতমাতা’ চিত্রটি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ ভুল
২.২.৩ আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স’ এর প্রতিষ্ঠাতা।
উত্তরঃ ভুল
২.২.৪ ‘খুঁৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল মুন্ডাদের মধ্যে।
উত্তরঃ ঠিক
ABTA Test Paper 2021-22 History Page 206
উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ দেশীয় ভাষা সংবাদপত্র আইন
২.৩.২ ইন্ডিয়ান লীগ্ন ২.৩.৩ কোল বিদ্রোহ ২.৩.৪ ইউ রায় এন্ড সন্স |
(ক) জোয়াভগত
(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (ঘ) শিশির ঘোষ |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ দেশীয় ভাষা সংবাদপত্র আইন
২.৩.২ ইন্ডিয়ান লীগ্ন ২.৩.৩ কোল বিদ্রোহ ২.৩.৪ ইউ রায় এন্ড সন্স |
(ক) জোয়াভগত
(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (ঘ) শিশির ঘোষ |
ABTA Test Paper 2021-22 History Page 206
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের এলাকা
২.৪.২ মুন্ডা বিদ্রোহের কেন্দ্র
২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি
২.৪.৪ কানপুর
ABTA Test Paper 2021-22 History Page 206
উপবিভাগ : ২.৫
২.৫.১ বিবৃতি : ইতিহাসে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলোচনা স্থান পেত না।
ব্যাখ্যা ১ : ইতিহাস সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলোচনা গুরুত্বহীন।
ব্যাখ্যা ২ : তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই ইতিহাসকে ব্যাখ্যা করা হত।
ব্যাখ্যা ৩ : তখন সমাজে অর্থনীতি ও সংস্কৃতি বলতে কোনো অস্তিত্ব ছিল না।
উত্তরঃ ব্যাখ্যা ২ : তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই ইতিহাসকে ব্যাখ্যা করা হত।
২.৫.২ বিবৃতি : তিতুমীরের আন্দোলনকে কেউ কেউ ‘ধর্মীয় আন্দোলন’ বলে মনে করেন।
ব্যাখ্যা ১ : তিতুমীর হিন্দুদের আন্দোলনে অংশ নিতে দেননি।
ব্যাখ্যা ২ : তিতুমীর শুধু মুসলিমদের নিয়ে আন্দোলন চালান।
ব্যাখ্যা ৩ : তিতুমীরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : তিতুমীরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল।
২.৫.৩ বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা ১ : বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।
ব্যাখ্যা ২ : কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষাপ্রদানের জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষাপ্রদানের জন্য।
২.৫.৪ বিবৃতি : রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না।
ব্যাখ্যা ১ : কারণ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ।
ব্যাখ্যা ২ : কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছিল মাতৃভাষা।
ব্যাখ্যা ৩ : কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটত না।
Sir agulo likha pathao amake aro annano sabject
ki bolte chaicho bujhlam na.