Sun. Sep 8th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 185

 

ABTA Test Paper 2021-22 History Page 185

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘ইতিহাসের জনক’ বলা হয় –

(ক) হেরোডোটাস কে

(খ) ট্রাভেলিয়ন কে

(গ) থুকিডিডিস কে

(ঘ) ই এইচ কার কে

উত্তরঃ (ক) হেরোডোটাস কে

 

১.২ নতুন সামাজিক ইতিহাসচর্চার আলোচ্য বিষয় হল –

(ক) রাজা ও রাজবংশ

(খ) অভিজাত ও জমিদার

(গ) কৃষক ও শ্রমিক

(ঘ) সাধারণ মানুষ

উত্তরঃ (ঘ) সাধারণ মানুষ

 

১.৩ ‘লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার’ – গ্রন্থের হিন্দি অনুবাদ করেন –

(ক) খুশবন্ত সিং

(খ) কৃষ্ণন চন্দ্র

(গ) মুন্সি প্রেমচাঁদ

(ঘ) নারায়ণী গুপ্তা

উত্তরঃ (গ) মুন্সি প্রেমচাঁদ

 

১.৪ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বৎসর’ প্রথম প্রকাশিত হয় –

(ক) প্রবাসী পত্রিকায়

(খ) সোমপ্রকাশ পত্রিকায়

(গ) বঙ্গদর্শন পত্রিকায়

(ঘ) দেশ পত্রিকায়

উত্তরঃ (ক) প্রবাসী পত্রিকায়

 

১.৫ ‘হুতোম প্যাঁচার নকশা’ -র রচয়িতা ছিলেন –

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) উমেশ্চন্দ্র দত্ত

(গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) হরিনাথ মজুমদার

উত্তরঃ (গ) কালীপ্রসন্ন সিংহ

 

১.৬ ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় –

(ক) উডের ডেসপ্যাচ

(খ) মেকলে মিনিটকে

(গ) চার্টার আইন ১৮১৩ কে

(ঘ) হান্টার কমিশন রিপোর্ট কে 

উত্তরঃ (ক) উডের ডেসপ্যাচ

 

১.৭ ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন –

(ক) রাজা রামমোহন রায়

(খ) ডিরোজিও

(গ) উইলিয়াম বেন্টিক

(ঘ) রাধাকান্ত দেব

উত্তরঃ (খ) ডিরোজিও

 

১.৮ ‘নব্যবেদান্ত’ – এর প্রবর্তক হলেন –

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (ঘ) স্বামী বিবেকানন্দ

 

১.৯ বাংলার প্রথম উপজাতি বিদ্রোহ হল –

(ক) চুয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তরঃ (খ) কোল বিদ্রোহ

 

১.১০ খঁৎকাঠি প্রথা প্রচলিত ছিল –

(ক) সাঁওতাল সমাজে

(খ) মুন্ডা সমাজে

(গ) কোল সমাজে

(ঘ) ভিল সমাজে

উত্তরঃ (খ) মুন্ডা সমাজে

 

১.১১ যে উপন্যাস থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা জানা যায় –

(ক) আনন্দমঠ

(খ) দূর্গেশনন্দিনী

(গ) দেবী চৌধুরানী

(ঘ) গোরা

উত্তরঃ (ক) আনন্দমঠ

 

১.১২ বাঁশের কেল্লা তৈরি করেছিলেন –

(ক) শরিয়ৎ উল্লাহ

(খ) দুদুমিঞাঁ

(গ) নোয়ামিঞাঁ

(ঘ) তিতুমির

উত্তরঃ (ঘ) তিতুমির

 

১.১৩ মিরাটে সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল –

(ক) ২৯শে মার্চ ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১০ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দে

(গ) ১১ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ৩০শে মে ১৮৫৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১০ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দে

 

১.১৪ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন –

(ক) লর্ড উইলিয়াম বেন্টিক

(খ) লর্ড ডালহৌসী

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড কার্জন

উত্তরঃ (গ) লর্ড ক্যানিং

 

১.১৫ ভারত সভা কর্তৃক পরিচালিত প্রথম রাজনৈতিক আন্দোলনটি হল –

(ক) সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত

(খ) ইলবার্ট বিলের সমর্থনে

(গ) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আতিলের দাবীতে

(ঘ) প্রজাসত্ত্ব আইন প্রবর্তনের দাবীতে

উত্তরঃ (খ) ইলবার্ট বিলের সমর্থনে

 

১.১৬ অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা শ্রেষ্ঠ চিত্রটি হল –

(ক) খল ব্রাহ্মণ 

(খ) প্রচন্ড মমতা

(গ) জাঁতাসুর

(ঘ) ভারতমাতা

উত্তরঃ (ঘ) ভারতমাতা

ABTA Test Paper 2021-22 History Page 185

 

১.১৭ ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে –

(ক) ইংরেজরা

(খ) ফরাসীরা

(গ) পর্তুগিজরা

(ঘ) ওলন্দাজরা

উত্তরঃ (গ) পর্তুগিজরা

 

১.১৮ প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন –

(ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য 

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য 

ABTA Test Paper 2021-22 History Page 185

 

১.১৯ কোন্‌ প্রতিষ্ঠানকে ‘গোলদিঘির গোলামখানা’ বলে ব্যঙ্গ করা হত –

(ক) জেনারাল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন

(খ) কলকাতা মেডিক্যাল কলেজ

(গ) কলকাতা বিশ্ববিদ্যালয়

(ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (গ) কলকাতা বিশ্ববিদ্যালয়

 

১.২০ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন –

(ক) ১৯০১ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯২১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২১ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 185

ABTA Test Paper 2021-22 History Page 185

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী?

উত্তরঃ জীবনের ঝড়াপাতা

২.১.২ আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী?

উত্তরঃ জেনারেল এসেম্বলিজ ইনস্টিটিউটশন

২.১.৩ ‘ধরতি আবা’ নামে কে পরিচিত ছিলেন?

উত্তরঃ বিরসা মুন্ডা

২.১.৪ জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই নভেম্বর কলকাতায়

ABTA Test Paper 2021-22 History Page 185

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা হল সোমপ্রকাশ।

উত্তরঃ ভুল

২.২.২ ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ ভুল

 ২.২.৩ কার্ল মার্কস মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রিস্টাব্দ) কে সামন্ত বিদ্রোহ বলেছিলেন।

উত্তরঃ ভুল

২.২.৪ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ঠিক

ABTA Test Paper 2021-22 History Page 185

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ ইলবার্ট বিল

২.৩.২ বেঙ্গল গেজেট

২.৩.৩ গোরা

২.৩.৪ ছেলেদের রামায়ণ

(ক) অগাস্টাস হিকি

(খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(গ) লর্ড রিপন

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ ইলবার্ট বিল

২.৩.২ বেঙ্গল গেজেট

২.৩.৩ গোরা

২.৩.৪ ছেলেদের রামায়ণ

(গ) লর্ড রিপন

(ক) অগাস্টাস হিকি

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

ABTA Test Paper 2021-22 History Page 185

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি

২.৪.২ ভারতের ওয়াহাবি আন্দোলনের সূচনাকেন্দ্র

২.৪.৩ যে স্থান থেকে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যাত্রা করেন

২.৪.৪ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন স্থল

ABTA Test Paper 2021-22 History Page 185

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ উপাধান।

ব্যাখ্যা ১ : এগুলি থেকে লেখকের ব্যক্তিগত জীবনের কথা জানা যায়।

ব্যাখ্যা ২ : এগুলিতে বর্ণিত তথ্য সম্পূর্ণুরূপে সত্য।

ব্যাখ্যা ৩ : এগুলি থেকে সমসাময়িককালের বহু তথ্য পাওয়া যায়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : এগুলি থেকে সমসাময়িককালের বহু তথ্য পাওয়া যায়।

 

২.৫.২ বিবৃতি : রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে পত্র পেরণ করেছিলেন।

ব্যাখ্যা ১ : সতীদাহ প্রথা বন্ধ করার জন্য।

ব্যাখ্যা ২ : ভারতে দেশীয় শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য।

ব্যাখ্যা ৩ : ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য।

 

২.৫.৩ বিবৃতি : ১৮৭৮ খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয়।

ব্যাখ্যা ১ : অরণ্যে বসবাসকারী উপজাতির মানুষদের অরণ্যের অধিকারের অবলুপ্তি ঘটিয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করা।

ব্যাখ্যা ২ : এই আইনের মধ্য দিয়ে বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চেয়েছিল।

ব্যাখ্যা ৩ : এই আইনের মধ্য দিয়ে ব্রিটিশরা অরণ্য ধ্বংস করে কাঠ রপ্তানি শুরু করেছল।

উত্তরঃ ব্যাখ্যা ১ : অরণ্যে বসবাসকারী উপজাতির মানুষদের অরণ্যের অধিকারের অবলুপ্তি ঘটিয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করা।

 

২.৫.৪ বিবৃতি : ভারতে উনিশ শতকে বিকল্প শিক্ষানীতির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

ব্যাখ্যা ১ : পাশ্চাত্য শিক্ষার ব্যাপক প্রসার ঘটাতে।

ব্যাখ্যা ২ : অবহেলিত প্রাচ্য শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটাতে।

ব্যাখ্যা ৩ : ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন সভা-সমিতি গড়ে তোলার উদ্দেশ্যে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন সভা-সমিতি গড়ে তোলার উদ্দেশ্যে।

 

ABTA Test Paper 2021-22 History Page 185

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 185

One thought on “ABTA Test Paper 2021-22 History Page 185”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!