ABTA Test Paper 2021-22 History Page 312
ABTA Test Paper 2021-22 History Page 312
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন –
(ক) রামচন্দ্র গুহ
(খ) অমলেশ ত্রিপাঠী
(গ) রণজিৎ গুহ
(ঘ) সুমিত সরকার
উত্তরঃ (গ) রণজিৎ গুহ
১.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন –
(ক) চলচ্চিত্রের সঙ্গে
(খ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
(গ) ক্রীড়া জগতের সঙ্গে
(ঘ) নৃত্যশৈলীর সঙ্গে
উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে
১.৩ ‘মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) রমেশচন্দ্র দত্ত
(খ) রমেশচন্দ্র মজুমদার
(গ) রজনীপাম দত্ত
(ঘ) যদুনাথ সরকার
উত্তরঃ (ঘ) যদুনাথ সরকার
১.৪ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ‘সত্তর বৎসর’ প্রথম প্রকাশিত হয় –
(ক) সন্ধ্যা পত্রিকায়
(খ) প্রবাসী পত্রিকায়
(গ) বঙ্গদর্শন পত্রিকায়
(ঘ) সোমপ্রকাশ পত্রিকায়
উত্তরঃ (খ) প্রবাসী পত্রিকায়
ABTA Test Paper 2021-22 History Page 312
১.৫ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হলো –
(ক) দিগদর্শন
(খ) সমাচারদর্পন
(গ) বঙ্গদর্শন
(ঘ) বামাবোধিনী
উত্তরঃ (ক) দিগদর্শন
১.৬ ‘নীলদর্পন’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন –
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) রেভাঃ জেমস লঙ
উত্তরঃ (ঘ) রেভাঃ জেমস লঙ
১.৭ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮০০ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮১৭ খ্রিস্টাব্দে
১.৮ ‘সর্বধর্ম সমন্বয়ের’ আদর্শ প্রচার করেছিলেন –
(ক) রাজা রামমোহন রায়
(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(গ) লালন ফকির
(ঘ) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
উত্তরঃ (ঘ) শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব
১.৯ চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন –
(ক) তিতুমির
(খ) দূর্জন সিং
(গ) সিধু
(ঘ) বুদ্ধ ভগত
উত্তরঃ (খ) দূর্জন সিং
১.১০ বিরসা মুন্ডা মারা যান –
(ক) কলেরা রোগে
(খ) যক্ষ্মা রোগে
(গ) পুলিশের অত্যাচারে
(ঘ) অনাহারে
উত্তরঃ (ক) কলেরা রোগে
ABTA Test Paper 2021-22 History Page 312
১.১১ ভারতে ফরাজি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন –
(ক) আবদুল ওয়াহাব
(খ) করম শাহ
(গ) হাজি শরিয়ৎ উল্লাহ
(ঘ) চিরাগ আলি
উত্তরঃ (গ) হাজি শরিয়ৎ উল্লাহ
১.১২ পাবনা কৃষক বিদ্রোহের খবর প্রকাশিত হত –
(ক) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায়
(খ) ‘বামাবোধিনী’ পত্রিকায়
(গ) ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকায়
(ঘ) ‘সমাচার দর্পন’ পত্রিকায়
উত্তরঃ (ক) ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায়
১.১৩ মহাবিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন –
(ক) লক্ষ্মীবাঈ
(খ) বেগম হজরত মহল
(গ) মঙ্গল পান্ডে
(ঘ) নানাসাহেব
উত্তরঃ (খ) বেগম হজরত মহল
১.১৪ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো –
(ক) জাতীয় কংগ্রেস
(খ) ভারত সভা
(গ) জমিদার সভা
(ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
উত্তরঃ (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১৫ ‘ভারতীয় জাতীয়তাবাদের গীতা’ বলা হয় –
(ক) বর্তমান ভারতকে
(খ) পথের দাবীকে
(গ) আনন্দমঠকে
(ঘ) নীলদর্পন নাটককে
উত্তরঃ (গ) আনন্দমঠকে
১.১৬ নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় –
(ক) অবনীদ্রনাথ ঠাকুরকে
(খ) গগনেন্দ্রনাথ ঠাকুরকে
(গ) নন্দলাল বসুকে
(ঘ) রামকিংকর বেজকে
উত্তরঃ (ক) অবনীদ্রনাথ ঠাকুরকে
১.১৭ বাংলায় উন্নত ‘লাইনোটাইপ’ তৈরি করেন –
(ক) পঞ্চানন কর্মকার
(খ) সুরেশচন্দ্র মজুমদার
(গ) চার্লস উইলকিনস
(ঘ) ব্রাসি হ্যালহেড
উত্তরঃ (খ) সুরেশচন্দ্র মজুমদার
১.১৮ প্রথম ‘সচিত্র বাংলা বই’ হলো –
(ক) অন্নদামঙ্গল
(খ) শিশুশিক্ষা
(গ) ক্ষীরের পুতুল
(ঘ) হিতোপদেশ
উত্তরঃ (ক) অন্নদামঙ্গল
১.১৯ ‘ক্রেসকোগ্রাফ’ যন্ত্রের আবিষ্কারক হলেন –
(ক) ডঃ মহেন্দ্রলাল সরকার
(খ) সি ভি রমন
(গ) তারকনাথ পালিত
(ঘ) জগদীশচন্দ্র বসু
উত্তরঃ (ঘ) জগদীশচন্দ্র বসু
১.২০ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন –
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রথীন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর
ABTA Test Paper 2021-22 History Page 312
বিভাগ – ‘খ’
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেছিলেন?
উত্তরঃ মুন্সি প্রেমচাঁদ
২.১.২ প্রথম বাঙালি নারী চিকিৎসক কে?
উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলী
২.১.৩ দেবী সিংহ কে ছিলেন?
উত্তরঃ পশ্চিম ভারতে পানিপথের কাছে এক গ্রামের বৈশ্য সম্প্রদায়ের নারী ছিলেন। ওয়ারেন হেস্টিংস তাঁকে দেওয়ানী দেন।
২.১.৪ বাংলা মুদ্রন শিল্পের জনক কাকে বলা হয়?
উত্তরঃ চার্লস উইলকিনসকে
ABTA Test Paper 2021-22 History Page 312
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ তামিলনাড়ুর বিখ্যাত নৃত্য হলো ভারতনাট্যম।
উত্তরঃ ঠিক
২.২.২ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা কুষ্ঠিয়া থেকে প্রকাশিত হতো।
উত্তরঃ ঠিক
২.২.৩ ‘ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার’ হলেন গোলকচন্দ্র নন্দী।
উত্তরঃ ভুল
২.২.৪ ‘কলকাতা স্কুলবুক সোসাইটি’ স্থাপিত হয় ১৮১৭ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ঠিক
ABTA Test Paper 2021-22 History Page 312
উপবিভাগ : ২.৩
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ ছেড়ে আসা গ্রাম | (১) বেঙ্গল কেমিক্যাল |
২.৩.২ এশিয়াটিক সোসাইটি | (২) অক্ষয়কুমার দত্ত |
২.৩.৩ তত্ববোধিনী পত্রিকা | (৩) স্যার উইলিয়াম জোনস |
২.৩.৪ প্রফুল্লচন্দ্র রায় | (৪) দক্ষিণারঞ্জন বসু |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ ছেড়ে আসা গ্রাম | (৪) দক্ষিণারঞ্জন বসু |
২.৩.২ এশিয়াটিক সোসাইটি | (৩) স্যার উইলিয়াম জোনস |
২.৩.৩ তত্ববোধিনী পত্রিকা | (২) অক্ষয়কুমার দত্ত |
২.৩.৪ প্রফুল্লচন্দ্র রায় | (১) বেঙ্গল কেমিক্যাল |
ABTA Test Paper 2021-22 History Page 312
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থাঙ্গুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একটি কেন্দ্র
২.৪.২ মুন্ডাবিদ্রোহের এলাকা
২.৪.৩ মহাবিদ্রোহের কেন্দ্র – ব্যারাকপুর
২.৪.৪ শান্তিনিকেতন
ABTA Test Paper 2021-22 History Page 312
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি ঃ ‘সত্তর বৎসর’ বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয়।
ব্যাখ্যা ১ ঃ এটি আত্মজীবনী বলে।
ব্যাখ্যা ২ ঃ বইটিতে বিপিনচন্দ্র পালের জীবনী রয়েছে।
ব্যাখ্যা ৩ ঃ বইটিতে জীবনী ও সমসাময়িক সত্য ঘটনাবলী রয়েছে।
উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ বইটিতে বিপিনচন্দ্র পালের জীবনী রয়েছে।
২.৫.২ বিবৃতি ঃ ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থ তৎকালীন সমাজকে কটাক্ষ করে লেখা।
ব্যাখ্যা ১ ঃ ভালো মানুষকে হুতোম বলে ব্যঙ্গ করা হয়েছে।
ব্যাখ্যা ২ ঃ সমাজ ও রাজনীতিকে ব্যঙ্গ করা হয়েছে।
ব্যাখ্যা ৩ ঃ কলকাতার বাবু সমাজের সমালোচনা করা হয়েছে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ কলকাতার বাবু সমাজের সমালোচনা করা হয়েছে।
২.৫.৩ বিবৃতিঃ ব্রিটিশোরা মুদ্রণ শিল্পের বিকাশের চেষ্টা করেছিল।
ব্যাখ্যা ১ ঃ ভারতীয়দের শিক্ষিত করতে চেয়েছিল।
ব্যাখ্যা ২ ঃ ভারিতীয়দের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করতে চেয়েছিল।
ব্যাখ্যা ৩ ঃ ভারতবর্ষ সম্পর্কে তথ্য জানা ও কোম্পানীর কর্মচারীদের তা জানানোর জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ ভারতবর্ষ সম্পর্কে তথ্য জানা ও কোম্পানীর কর্মচারীদের তা জানানোর জন্য।
২.৫.৪ বিবৃতি ঃ রবীন্দ্রনাথ প্রকৃতি শিক্ষার পক্ষে ছিলেন।
ব্যাখ্যা ১ ঃ প্রকৃতি শিক্ষা ভারত গঠন করতে পারে।
ব্যাখ্যা ২ ঃ প্রকৃতির সঙ্গে মানুষের বিচ্ছেদ বিরোধের রূপ নেয়।
ব্যাখ্যা ৩ ঃ প্রকৃতির কোলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ প্রকৃতির কোলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটে।