Fri. Apr 19th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 291

 

ABTA Test Paper 2021-22 History Page 291

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৭৯১ খ্রিস্টাব্দে

(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে

(গ) ১৭৯৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৯৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে

 

১.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন –

(ক) চলচ্চিত্রের সঙ্গে

(খ) ক্রীড়া জগতের সঙ্গে

(গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে

(ঘ) পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে

উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে

 

১.৩ ‘মানুষ ও পরিবেশ’ বইটির লেখক হলেন –

(ক) ইরফান হাবিব

(খ) র‍্যাচেল কারসন

(গ) রামচন্দ্র গুহ

(ঘ) মহেশ রঙ্গরাজন

উত্তরঃ (ক) ইরফান হাবিব

 

১.৪ সামরিক ইতিহাস চর্চা শুরু হয় –

(ক) ফ্রান্সে

(খ) জার্মানিতে

(গ) ইংল্যান্ডে

(ঘ) হল্যান্ডে

উত্তরঃ (গ) ইংল্যান্ডে

 

১.৫ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ

(খ) উমেশচন্দ্র দত্ত

(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার

(ঘ) শিশিরকুমার ঘোষ

উত্তরঃ (খ) উমেশচন্দ্র দত্ত

 

১.৬ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন –

(ক) গিরিশচন্দ্র ঘোষ

(খ) হরিশচন্দ্র মুখার্জী

(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(ঘ) অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ (ক) গিরিশচন্দ্র ঘোষ

 

১.৭ বেন্টিঙ্কের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন –

(ক) কলভিল

(খ) ট্মাস মেকলে

(গ) কোলব্রুক

(ঘ) উইলসন

উত্তরঃ (খ) ট্মাস মেকলে

 

১.৮ ‘ব্রহ্মনন্দ’ নামে পরিচিত ছিলেন –

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) রাধাকান্ত দেব

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেন

 

১.৯ রংপুরের ইজারাদার ছিলেন –

(ক) নুরুলউদ্দিন

(খ) দেবী সিংহ

(গ) দয়ারাম শীল

(ঘ) জগন্নাথ সিংহ

উত্তরঃ (ক) নুরুলউদ্দিন

 

১.১০ ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন –

(ক) চিরাগ আলি

(খ) করিম শাহ

(গ) গয়া মুন্ডা

(ঘ) শিউরাম

উত্তরঃ (ঘ) শিউরাম

 

১.১১ জমি ‘আল্লাহ-র দান’ – কথাটি বলেছিলেন –

(ক) তিতুমির

(খ) শরিয়ত উল্লাহ

(গ) মইনউদ্দিন

(ঘ) মহম্মদ মহসিন

উত্তরঃ (ঘ) মহম্মদ মহসিন

 

১.১২ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন –

(ক) তিতুমির

(খ) বিরসা মুন্ডা

(গ) টিপু শাহ

(ঘ) মজনু শাহ

উত্তরঃ (ক) তিতুমির

 

১.১৩ ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি –

(ক) বিহার

(খ) উত্তরপ্রদেশ

(গ) মধ্যপ্রদেশ

(ঘ) পাঞ্জাব

উত্তরঃ (ঘ) পাঞ্জাব

 

১.১৪ মহারানীর ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিয়ুক্ত হন –

(ক) লর্ড ডালহৌসি

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড বেন্টিঙ্ক

(ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন

উত্তরঃ (খ) লর্ড ক্যানিং

 

১.১৫ ‘সভা-সমিতির যুগ’ হিসেবে পরিচিত –

(ক) অষ্টাদশ শতক

(খ) ঊনবিংশ শতক

(গ) বিশ শতক

(ঘ) একবিংশ শতক

উত্তরঃ (খ) ঊনবিংশ শতক

 

১.১৬ ‘খলব্রাহ্মণ’ চিত্রটি এঁকেছেন –

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) নন্দলাল বসু

(গ) সরলাদেবী চৌধুরানী

(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

ABTA Test Paper 2021-22 History Page 291

 

১.১৭ ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব হলো –

(ক) ফরাসিদের

(খ) ইংরেজদের

(গ) পর্তুগীজদের

(ঘ) ভারতীয়দের

উত্তরঃ (গ) পর্তুগীজদের

 

১.১৮ ইউ এন রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয় –

(ক) ১৮৮৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৯০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে

 

১.১৯ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন –

(ক) মধুসূদন গুপ্ত

(খ) রামমোহন রায়

(গ) তারকনাথ পালিত

(গ) আশুতোষ মুখোপাধ্যায়

উত্তরঃ (গ) আশুতোষ মুখোপাধ্যায়

ABTA Test Paper 2021-22 History Page 291

 

১.২০ ‘রমন এফেক্ট’ আবিষ্কারের জন্য নোবেল পুরষ্কার পান –

(ক) মেঘনাদ সাহা

(খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়

(গ) ডঃ হেমেন্দ্রকুমার সেন

(ঘ) সি ভি রমন

উত্তরঃ (ঘ) সি ভি রমন

ABTA Test Paper 2021-22 History Page 291

ABTA Test Paper 2021-22 History Page 291

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ উদয়শঙ্কর কী ধরনের নৃত্য পরিবেশন করতেন?

উত্তরঃ ধ্রুপদী এবং লোকনৃত্য

২.১.২ ‘নীলদর্পন’ নাটকের ইংরাজী অনুবাদকের নাম কী?

উত্তরঃ মাইকেল মধুসূধন দত্ত

২.১.৩ অযোধ্যায় সিপাহি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?

উত্তরঃ বেগম হজরত মহল

২.১.৪ কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তরঃ ১৯০১ সালে

ABTA Test Paper 2021-22 History Page 291

 

উপবিভাগ ঃ ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো ঃ

২.২.১ হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী।

উত্তরঃ ঠিক

২.২.২ ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস।

উত্তরঃ ভুল

২.২.৩ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সিপাহি বিদ্রোহের সমালোচনা করেন।

উত্তরঃ ভুল

২.২.৪ ‘গোরা’ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করে ছিলেন।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 291

 

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ পোশাকের ইতিহাস (১) ঈশ্বরচন্দ্র গুপ্ত
২.৩.২ সম্বাদ প্রভাকর (২) জেমস অগাস্টাস হিকি
২.৩.৩ কোল বিদ্রোহ (৩) কার্ল কোহলার
২.৩.৪ কলকাতার প্রথম ছাপাখানা (৪) সুই মুন্ডা

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ পোশাকের ইতিহাস (৩) কার্ল কোহলার
২.৩.২ সম্বাদ প্রভাকর (১) ঈশ্বরচন্দ্র গুপ্ত
২.৩.৩ কোল বিদ্রোহ (৪) সুই মুন্ডা
২.৩.৪ কলকাতার প্রথম ছাপাখানা
(২) জেমস অগাস্টাস হিকি

ABTA Test Paper 2021-22 History Page 291

 

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ ভারতের জাতীয় মহাফেজখানায় অবস্থান দিল্লি

২.৪.২ বারাসাত বিদ্রোহের এলাকা

২.৪.৩ নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র – যশোহর

২.৪.৪ ১৮৫৭-র মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র – মিরাট

ABTA Test Paper 2021-22 History Page 291

 

উপবিভাগ ঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি ঃ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতায়’ জাতীয় সংগ্রামের নানা তথ্য ফুটে উঠেছে।

ব্যাখ্যা ১ ঃ এই বই থেকে সরলাদেবী চৌধুরানীর ব্যাক্তিগত জীবনের কথা জানা যায়।

ব্যাখ্যা ২ ঃ এই বই থেকে স্বদেশী আন্দোলনের নানা কথা জানা যায়।

ব্যাখ্যা ৩ ঃ এই বই থেকে ঠাকুরবাড়ির নানা কথা জানা যায়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ এই বই থেকে ঠাকুরবাড়ির নানা কথা জানা যায়।

 

২.৫.২ বিবৃতি ঃ রামমোহন রায় লর্ড আমর্হাস্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩ খ্রিস্টাব্দে)।

ব্যাখ্যা ১ ঃ সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে।

ব্যাখ্যা ২ ঃ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

ব্যাখ্যা ৩ ঃ ভারতে সংস্কৃত শিক্ষা বিস্তারের জন্য।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে।

 

২.৫.৩ বিবৃতি ঃ বাংলার জমিদাররা ‘জমিদার সভা’ গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়।

ব্যাখ্যা ১ ঃ জমিদাররা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে চেয়েছিল।

ব্যাখ্যা ২ ঃ জমিদাররা নিজেদের স্বার্থরক্ষার প্রয়োজন অনুভব করে।

ব্যাখ্যা ৩ ঃ দরিদ্র কৃষকদের দুর্দশা দূর করার জন্য জমিদারকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ দরিদ্র কৃষকদের দুর্দশা দূর করার জন্য জমিদারকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল।

 

২.৫.৪ বিবৃতি ঃ শিশুশিক্ষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অসামান্য।

ব্যাখ্যা ১ ঃ শিশুশিক্ষার জন্য বিদ্যাসাগর সরকারের কাছে আবেদন জানান।

ব্যাখ্যা ২ ঃ শিশুশিক্ষার জন্য বিদ্যাসাগর অকাতরে অর্থ ব্যয় করতেন।

ব্যাখ্যা ৩ ঃ শিশুশিক্ষার বিষয়ে বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ ঃ শিশুশিক্ষার বিষয়ে বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ABTA Test Paper 2021-22 History Page 291

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 291

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!