Sun. Oct 6th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 271

 

ABTA Test Paper 2021-22 History Page 271

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ভারত অলিম্পিক গেমসে হকি প্রতিযোগিতায় প্রথম যোগদান করে –

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে

(খ) ১৯২৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে

 

১.২ কলকাতায় প্রথম নাটক মঞ্চস্থ হয় –

(ক) বেঙ্গল থিয়েটারে

(খ) মিনার্ভা থিয়েটারে

(গ) স্টার থিয়েটারে

(ঘ) অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ

উত্তরঃ (গ) স্টার থিয়েটারে

 

১.৩ ‘একাত্তরের ডায়েরি’ গ্রন্থটি লিখেছিলেন –

(ক) সুফিয়া কামাল

(খ) সরলাদেবী চৌধুরানী

(গ) মনিকুন্তলা সেন

(ঘ) আশাপূর্ণা দেবী

উত্তরঃ (ক) সুফিয়া কামাল

 

১.৪ প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম –

(ক) বেঙ্গল গেজেট

(খ) সমাচার দর্পন

(গ) দিকদর্শন

(ঘ) সোমপ্রকাশ

উত্তরঃ (খ) সমাচার দর্পন

 

১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলার ছিলেন –

(ক) লর্ড ক্যানিং

(খ) উইলিয়াম কোলভিল

(গ) গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(ঘ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়

উত্তরঃ (ক) লর্ড ক্যানিং

 

১.৬ ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম –

(ক) চন্দ্রমুখী বসু

(খ) কাদম্বিনী গাঙ্গুলী

(গ) সরলাদেবী চৌধুরানী

(ঘ) সরোজিনী নাইডু

উত্তরঃ (খ) কাদম্বিনী গাঙ্গুলী

 

১.৭ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি প্রকাশ করেন –

(ক) হরিশ্চচন্দ্র মুখার্জী

(খ) হরিনাথ মজুমদার

(গ) উমেশচন্দ্র দত্ত

(ঘ) মধুসূদন দত্ত

উত্তরঃ (খ) হরিনাথ মজুমদার

 

১.৮ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৮৫৫ খ্রিস্টব্দে

(খ) ১৮৯৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯৯৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৮৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৯৭ খ্রিস্টাব্দে

 

১.৯ ‘হুল’ কথাটির অর্থ হল –

(ক) ঈশ্বর

(খ) স্বাধীনতা

(গ) অস্ত্র

(ঘ) বিদ্রোহ

উত্তরঃ (ঘ) বিদ্রোহ

 

১.১০ চুয়াড় বিদ্রোহ সংগঠিত হয়েছিল –

(ক) দক্ষিণবঙ্গে

(খ) উত্তরবঙ্গে

(গ) জঙ্গলমহলে

(ঘ) নেপালে

উত্তরঃ (গ) জঙ্গলমহলে

ABTA Test Paper 2021-22 History Page 271

 

১.১১ তিতুমির যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন তা হল –

(ক) পাবনা বিদ্রোহ

(খ) বারাসাত বিদ্রোহ

(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

(ঘ) চুয়াড় বিদ্রোহ

উত্তরঃ (খ) বারাসাত বিদ্রোহ

 

১.১২ ‘দাদন’ কথার অর্থ হল –

(ক) অগ্রিম অর্থ

(খ) বেগার শ্রম

(গ) কর

(ঘ) বিদ্রোহ

উত্তরঃ (ক) অগ্রিম অর্থ

 

১.১৩ সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন –

(ক) মঙ্গল পান্ডে

(খ) নানা সাহেব

(গ) তাঁতিয়া তোপি

(ঘ) দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তরঃ (ক) মঙ্গল পান্ডে

 

১.১৪ “Discovery of India’ গ্রন্থের রচয়িতা হলেন –

(ক) জওহরলাল নেহেরু

(খ) বিনায়ক দামোদর সাভারকর

(গ) রমেশচন্দ্র মজুমদার

(ঘ) রোমিলা থাপার

উত্তরঃ (ক) জওহরলাল নেহেরু

ABTA Test Paper 2021-22 History Page 271

 

১.১৫ ভাইসরয় হলেন –

(ক) রাজপ্রতিনিধি

(খ) রাজদূত

(গ) রাজ্যপাল

(ঘ) প্রধানমন্ত্রী

উত্তরঃ (ক) রাজপ্রতিনিধি

 

১.১৬ ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় –

(ক) ঋষি অরবিন্দকে

(খ) স্বামী বিবেকানন্দকে

(গ) ক্ষুদিরাম বসুকে

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে

উত্তরঃ (খ) স্বামী বিবেকানন্দকে

 

১.১৭ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাযার্য হলেন –

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) রথীন্দ্রনাথ ঠাকুর

(গ) আশুতোষ মুখোপাধ্যায়

(ঘ) সুবোধচন্দ্র মল্লিক

উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর

ABTA Test Paper 2021-22 History Page 271

 

১.১৮ পদার্থ বিদ্যায় নোবেল পুরষ্কার পান –

(ক) মেঘনাদ সাহা

(খ) মহেন্দ্রলাল সরকার

(গ) সি ভি রমন

(ঘ) জগদীশচন্দ্র বসু

উত্তরঃ (গ) সি ভি রমন

 

১.১৯ ‘বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট’ যে নামে পরিচিত ছিল তা হল –

(ক) কলকাতা বিশ্ববিদ্যালয়

(খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

(গ) কল্যানী বিশ্ববিদ্যালয়

(ঘ) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (খ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

 

১.২০ শ্রীরামপুর ছাপাখানা স্থাপিত হয় –

(ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে

(খ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮১৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে

ABTA Test Paper 2021-22 History Page 271

 

ABTA Test Paper 2021-22 History Page 271

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে?

উত্তরঃ রনজিৎ গুহ

২.১.২ ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়।

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে

২.১.৩ ভারতে রেলপথের জনক কে ছিলেন?

উত্তরঃ লর্ড ডালহৌসি

২.১.৪ সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ কৃষ্ণ কুমার মিত্র

ABTA Test Paper 2021-22 History Page 271

 

উপবিভাগ : ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

২.২.১ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন জেমস লঙ।

উত্তরঃ ঠিক

২.২.২ ‘ওয়াহবি’ শব্দের অর্থ হল নবজাগরণ।

উত্তরঃ ঠিক

২.২.৩ সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ভুল

২.২.৪ ‘বন্দেমাতরম’ পত্রিকার সম্পাদক ছিলেন – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

উত্তরঃ ভুল

ABTA Test Paper 2021-22 History Page 271

 

উপবিভাগ : ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ ডাঃ মহেন্দ্রলাল সরকার (১) শান্তিনিকেতন ও বিশ্বভারতী
২.৩.২ জগদীশচন্দ্র বসু (২) কলকাতা বিশ্ববিদ্যালয়
২.৩.৩ আশুতোষ মখোপাধ্যায় (৩) বসু বিজ্ঞান মন্দির
২,৩,৪ রবীন্দ্রনাথ ঠাকুর (৪) আই এ সি এস

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ ডাঃ মহেন্দ্রলাল সরকার (৪) আই এ সি এস
২.৩.২ জগদীশচন্দ্র বসু (৩) বসু বিজ্ঞান মন্দির
২.৩.৩ আশুতোষ মখোপাধ্যায় (২) কলকাতা বিশ্ববিদ্যালয়
২,৩,৪ রবীন্দ্রনাথ ঠাকুর (১) শান্তিনিকেতন ও বিশ্বভারতী

ABTA Test Paper 2021-22 History Page 271

 

উপবিভাগ : ২.৪

প্রদত্ত ভাররবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :

২.৪.১ কলকাতা

২.৪.২ মুন্ডা বিদ্রোহের প্রাণকেন্দ্র রাঁচি

২.৪.৩ চুয়াড় বিদ্রোহের এলাকা মেদিনীপুর

২.৪.৪ কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর

ABTA Test Paper 2021-22 History Page 271

 

উপবিভাগ : ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো :

২.৫.১ বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ‘ব্রিটিশ সরকার’ তিন আইন পাশ করে।

ব্যাখ্যা ১ : ব্রাহ্মসমাজ আন্দোলনের ফলে সরকার এই আইন পাশ করে।

ব্যাখ্যা ২ : এর আগে দুটি আইন পাশ হয়েছিল।

ব্যাখ্যা ৩ : প্রতি বছর সরকারকে তিনটি আইন পাশ করতে হয়।

উত্তরঃ ব্যাখ্যা ১ : ব্রাহ্মসমাজ আন্দোলনের ফলে সরকার এই আইন পাশ করে।

 

২.৫.২ বিবৃতি : ইংল্যান্ডে তথা ইউরোপের বাজারে নীলের দারুণ চাহিদা ছিল।

ব্যাখ্যা ১ : নীল রঙ থেকে ওষুধ তৈরি হয়।

ব্যাখ্যা ২ : শিল্পীরা ছবি আঁকার জন্য নীল ব্যবহার করতেন।

ব্যাখ্যা ৩ : কাপর রঙ করার জন্য রঞ্জক পদার্থ হিসাবে নীল ব্যবহৃত হয়।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : কাপর রঙ করার জন্য রঞ্জক পদার্থ হিসাবে নীল ব্যবহৃত হয়।

 

২.৫.৩ বিবৃতি : উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলা হয়।

ব্যাখ্যা ১ : উনিশ শতকে সভাসমিতিগুলি দেশের চালিকাশক্তি ছিল।

ব্যাখ্যা ২ : ব্রিটিশ সরকার সভাসমিতিগুলির মতাদর্শ অনুযায়ী দেশ শাসন করত।

ব্যাখ্যা ৩ : উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে।

উত্তরঃ ব্যাখ্যা ৩ : উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে।

 

২.৫.৪ বিবৃতি : ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে ভারত সভার ভূমিকা অনস্বীকার্য।

ব্যাখ্যা ১ : ভারত সভার সর্বভারতীয় চরিত্র ছিল।

ব্যাখ্যা ২ : ভারত সভার সদস্যরা নিয়মিত বন্দেমাতরম গান গাইতেন।

ব্যাখ্যা ৩ : ভারত সভার সদস্যরা অত্যাচারী ইংরেজ শাসকদের হত্যা করত।

উত্তরঃ ব্যাখ্যা ১ : ভারত সভার সর্বভারতীয় চরিত্র ছিল।

 

ABTA Test Paper 2021-22 History Page 271

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 271

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!