Thu. Mar 13th, 2025

    ABTA Test Paper 2021-22 History Page 937

     

    ABTA Test Paper 2021-22 History Page 937

    বিভাগ – ‘ক’

    ১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

    ১.১ ‘সত্তর বৎসর’ কার অসম্পূর্ণ আত্মজীবনী –

    (ক) রবীন্দ্রনাথ ঠাকুর

    (খ) সরলাদেবী চৌধুরানী

    (গ) চিত্তরঞ্জন দাশ

    (ঘ) বিপিনচন্দ্র পাল

    উত্তরঃ (ঘ) বিপিনচন্দ্র পাল

     

    ১.২ ‘নতুন সামাজিক ইতিহাসচর্চা’ শুরু হয় –

    (ক) ১৯৪০-এর দশকে

    (খ) ১৯৫০ -এর দশকে

    (গ) ১৯৬০ -এর দশকে

    (ঘ) ১৯৯০ -এর দশকে

    উত্তরঃ (গ) ১৯৬০ -এর দশকে

     

    ১.৩ এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় –

    (ক) ১৭৮০ খ্রিস্টাব্দে

    (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

    (গ) ১৭৫৭ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৭৬৫ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (খ) ১৭৮৪ খ্রিস্টাব্দে

     

    ১.৪ হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

    (ক) ১৮১৫ খ্রিস্টাব্দে

    (খ) ১৮১৬ খ্রিস্টাব্দে

    (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮১৮ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে

     

    ১.৫ ‘ভারতের প্রথম সংবাদপত্র’ হিকি সাহেবের –

    (ক) সমাচার দর্পন

    (খ) বিগদর্শন

    (গ) বেঙ্গল গেজেট

    (ঘ) অমৃতিবাজার পত্রিকা

    উত্তরঃ (গ) বেঙ্গল গেজেট

     

    ১.৬ ‘কলকাতা মেডিক্যাল কলেজ’ স্থাপিত হয় –

    (ক) ১৮৩৩ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

     

    ১.৭ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে –

    (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

    (গ) ১৭৫৭ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (ক) ১৮৫৮ খ্রিস্টাব্দে

    ১.৮ ‘বাঁশের কেল্লা’ তৈরি করেন –

    (ক) দুদুমিঁয়া

    (খ) তিতুমির

    (গ) সৈয়দ আহমেদ

    (ঘ) করম শাহ

    উত্তরঃ (খ) তিতুমির

     

    ১.৯ ‘খুঁৎকাঠি’ প্রথা যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল –

    (ক) রঙপুর বিদ্রোহ

    (খ) সন্ন্যাসী বিদ্রোহ

    (গ) মুন্ডা বিদ্রোহ

    (ঘ) পাবনা বিদ্রোহ

    উত্তরঃ (গ) মুন্ডা বিদ্রোহ

     

    ১.১০ মহাবিদ্রোহ হয়েছিল –

    (ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৫৭ খ্রিস্টাব্দে

    (গ) ১৯৫৭ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে

     

    ১.১১ ‘ভারত সভা’ প্রতিষ্ঠিত হয় –

    (ক) ১৮৭৫ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৭৭ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

    উত্তরঃ (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে

     

    ১.১২ ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন –

    (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

    (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

    (গ) নন্দলাল বসু

    (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর

    উত্তরঃ (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

     

    ১.১৩ ‘হিন্দুমেলা’ প্রতিষ্ঠা করেন –

    (ক) নবগোপাল মিত্র

    (খ) রাজনারায়ণো বসু

    (গ) বিনায়ক দামোদর সাভারকর

    (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

    উত্তরঃ (ক) নবগোপাল মিত্র

    ABTA Test Paper 2021-22 History Page 937

     

    ABTA Test Paper 2021-22 History Page 937

    বিভাগ – ‘খ’

    ২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

    উপবিভাগ : ২.১

    একটি বাক্যে উত্তর দাও :

    ২.১.১ ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনীমূলক গ্রন্থ?

    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

     

    ২.১.২ কলকাতা মাদ্রাসা কবে স্থাপিত হয়?

    উত্তরঃ ১৭৮১ খ্রিস্টাব্দে

     

    ২.১.৩ রঙপুর বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

    উত্তরঃ নুরুলউদ্দিন

     

    ২.১.৪ ‘জমিদার সভা’ কবে পরিষ্ঠিত হয়?

    উত্তরঃ ১৮৩৮ খ্রিস্টাব্দে

    ABTA Test Paper 2021-22 History Page 937

     

    উপবিভাগঃ ২.২

    সত্য বা মিথ্যা নির্ণয় করো ঃ

    ২.২.১ হুতোম প্যাঁচা ছদ্মনামে লিখতেন কালীপ্রসন্ন সিংহ।

    উত্তরঃ সত্য

     

    ২.২.২ সতীদাহ প্রথা রদ করেন লর্ড ডালহৌসি।

    উত্তরঃ মিথ্যা

     

    ২.২.৩ ‘বর্তমান ভারত’ রচনা করেন স্বামী বিবেকানন্দ।

    উত্তরঃ সত্য

    ABTA Test Paper 2021-22 History Page 937

     

     উপবিভাগ ঃ ২.৩

    ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো ঃ

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    ২.৩.১ বসু বিজ্ঞান মন্দির(১) রবীন্দ্রনাথ ঠাকুর
    ২.৩.২ ইন্ডিয়ান লিগ(২) জগদীশচন্দ্র বসু
    ২.৩.৩ গোরা(৩) মেঘনাদ সাহা
    (৪) ১৮৭৫ খ্রিস্টাব্দে

    উত্তরঃ

     

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ
    ২.৩.১ বসু বিজ্ঞান মন্দির(২) জগদীশচন্দ্র বসু
    ২.৩.২ ইন্ডিয়ান লিগ(৪) ১৮৭৫ খ্রিস্টাব্দে
    ২.৩.৩ গোরা(১) রবীন্দ্রনাথ ঠাকুর

    ABTA Test Paper 2021-22 History Page 937

     

    উপবিভাগ ঃ ২.৪

    প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

    ২.৪.১ দিল্লি

    ২.৪.২ সিপাহী বিদ্রোহের একটি স্থান

    ২.৪.৩ বারাসাত

    ABTA Test Paper 2021-22 History Page 937

     

    উপবিভাগ ঃ ২.৫

    নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো ঃ

    ২.৫.১ বিবৃতি ঃ ব্রিটিশ শাসনকালে সরকারি গোয়েন্দা বিভাগ নিয়মিত প্রতিবেদন তৈরি করা তা সরকারকে জমা দিতো।

    ব্যাখ্যা ১ঃ এই প্রতিবেদনগুলির সাহায্যে সহজেই বিপ্লবীদের ধরা যেত।

    ব্যাখ্যা ২ঃ এর সাহায্যে সরকারি শাসনব্যবস্থা সহজ ও সাবলীল হতো।

    ব্যাখ্যা ৩ঃ প্রতিবেদনগুলি নানা সংবাদপত্রে ছাপা হতো।

    উত্তরঃ ব্যাখ্যা ২ঃ এর সাহায্যে সরকারি শাসনব্যবস্থা সহজ ও সাবলীল হতো।

     

    ২.৫.২ বিবৃতিঃ ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে।

    ব্যাখ্যা ১ঃ ইংরেজরা কম খরচে কেরানিকুল তৈরি করতে চেয়েছিলেন।

    ব্যাখ্যা ২ঃ ইংরেজরা ভারতীয় শিক্ষা ব্যবস্থা উন্নতি ঘটাতে চেয়েছিলেন।

    ব্যাখ্যা ৩ঃ ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষালাভের জন্য আন্দোলন করেছিল।

    উত্তরঃ ব্যাখ্যা ৩ঃ ভারতীয়রা পাশ্চাত্য শিক্ষালাভের জন্য আন্দোলন করেছিল।

     

    ২.৫.৩ বিবৃতি ঃ সিপাহী বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।

    ব্যাখ্যা ১ঃ বিদ্রোহীরা সভায় পতাকা নিয়ে বিদ্রোহ করেছিল।

    ব্যাখ্যা ২ঃ বিদ্রোহীরা মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে তাদের সম্রাট বলে ঘোষনা করেছিল।

    ব্যাখ্যা ৩ঃ এই বিদ্রোহের নেতাদের অনেকেই সামন্ত ছিলেন।

    উত্তরঃ ব্যাখ্যা ১ঃ বিদ্রোহীরা সভায় পতাকা নিয়ে বিদ্রোহ করেছিল।

     

    ABTA Test Paper 2021-22 History Page 937

    Thank You

    ABTA Test Paper 2021-22 History Page 937

    4 thoughts on “ABTA Test Paper 2021-22 History Page 937”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!