Thu. Sep 12th, 2024

ABTA Test Paper 2021-22 History Page 875

 

ABTA Test Paper 2021-22 History Page 875

বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি নির্বাচন করো :

১.১ ‘খেলা যখন ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন –

(ক) বোরিয়া মজুমদার

(খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়

(গ) রিচার্ড হোল্ট

(ঘ) রামচন্দ্র গুহ

উত্তরঃ (খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়

 

১.২ ‘আন্তর্জাতিক নারীবর্ষ’ হলো –

(ক) ১৯৭০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৯৫ খ্রিস্টাব্দে

(ঘ) ২০০৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯৭৫ খ্রিস্টাব্দে

 

১.৩ ‘কোলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস’ অন্তর্গত হবে –

(ক) পরিবেশের ইরিহাস

(খ) খেলাধুলার ইতিহাস

(গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস

(ঘ) স্থাপত্য শিল্পের ইতিহাস

উত্তরঃ (গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস

 

১.৪ ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) বিপিনচন্দ্র পাল

(খ) রামমোহন রায়

(গ) ঈশ্বর গুপ্ত

(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ (গ) ঈশ্বর গুপ্ত

 

১.৫ বিজয়কৃষ্ণ গোস্বামীর ‘যোগসাধনা বিষয়ক’ গ্রন্থটি হলো –

(ক) নিরোগ

(খ) প্রশ্নোত্তর

(গ) যোগাধার

(ঘ) ধ্যানযোগ

উত্তরঃ (খ) প্রশ্নোত্তর

 

১.৬ হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন –

(ক) ডিরোজিও

(খ) আলেকজান্ডার ডাফ

(গ) মেকলে

(ঘ) ডেভিড হেয়ার

উত্তরঃ (ঘ) ডেভিড হেয়ার

 

১.৭ ‘বামাবোধিনী’ পত্রিকা প্রকাশিত হয় –

(ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৬৩ খ্রিস্টাব্দে

 

১.৮ ‘পটলডাঙ্গা অ্যাকাডেমির’ বর্তমান নাম –

(ক) বেথুন স্কুল

(খ) হেয়ার স্কুল

(গ) বিশপ স্কুল

(ঘ) লরেটো স্কুল

উত্তরঃ (খ) হেয়ার স্কুল

ABTA Test Paper 2021-22 History Page 875

 

১.৯ ‘জঙ্গলমহল’ গড়ে ওঠে যে বিদ্রোহের ফলে –

(ক) চূয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তরঃ (গ) সাঁওতাল বিদ্রোহ

 

১.১০ ছিয়াত্তরের মন্বন্তরের সময় সংগঠিত বিদ্রোহ হলো –

(ক) নীল বিদ্রোহ

(খ) মুন্ডা বিদ্রোহ

(গ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ

(ঘ) চূয়াড় বিদ্রোহ

উত্তরঃ (ঘ) চূয়াড় বিদ্রোহ

 

১.১১ মুন্ডা বিদ্রোহকে বলা হয় –

(ক) হুল

(খ) শিঙবোঙ

(গ) দামিন-ই-কোহ

(ঘ) উলগুলান

উত্তরঃ (ঘ) উলগুলান

 

১.১২ ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন –

(ক) তিতুমির

(খ) দুদু মিঞা

(গ) হাজি শরিয়ৎ উল্লাহ

(ঘ) সৈয়দ আহমেদ

উত্তরঃ (গ) হাজি শরিয়ৎ উল্লাহ

 

১.১৩ সমসাময়িক যে পত্রিকাটি সিপাহী বিদ্রোহের সমর্থন করেছিল, সেটি হলো –

(ক) সংবাদ প্রভাকর

(খ) সমাচার সুধাবর্ষণ

(গ) বঙ্গদূত

(ঘ) সোমপ্রকাশ

উত্তরঃ (খ) সমাচার সুধাবর্ষণ

 

১.১৪ ‘বঙ্গভাষা প্রকশিকা সভা’ অবলুপ্ত হয়েছিল –

(ক) সরকারি দমননীতির জন্য

(খ) দলাদলির জন্য

(গ) সদস্যদের পদত্যাগের জন্য

(ঘ) জনস্বার্থবিরোধী কাজের জন্য

উত্তরঃ (খ) দলাদলির জন্য

ABTA Test Paper 2021-22 History Page 875

 

১.১৫ ভারতের Uncle Toms Cabin’ বলা হয় –

(ক) গোরা উপন্যাসকে

(খ) বর্তমান ভারতকে

(গ) নীলদর্পণ নাটককে

(ঘ) আনন্দমঠ উপন্যাসকে

উত্তরঃ (গ) নীলদর্পণ নাটককে

 

১.১৬ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন –

(ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

(খ) আনন্দমোহন বসু

(গ) রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

(ঘ) শিবনাথ শাস্ত্রী

উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

 

১.১৭ বাংলা ভাষায় প্রথম সচিত্র গ্রন্থ প্রকাশের কৃতিত্ব –

(ক) হ্যালহেডের

(খ) উইলিয়াম কেরির

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্যের

উত্তরঃ (ঘ) গঙ্গাকিশোর ভট্টাচার্যের

 

১.১৮ প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন –

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) প্রফুল্লচন্দ্র রায়

(গ) চন্দ্রশেখর ভেঙ্কটরমন

(ঘ) সত্যেন্দ্রনাথ বসু

উত্তরঃ (গ) চন্দ্রশেখর ভেঙ্কটরমন

 

১.১৯ ‘সন্দেশ’ পত্রিকার সম্পাদক ছিলেন –

(ক) মহেন্দ্রলাল সরকার

(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(ঘ) সুকুমার রায়

উত্তরঃ (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

১.২০ প্রথম বাঙালি কারিগর হলেন –

(ক) তারকনাথ পালিত

(খ) গোলকচন্দ্র নন্দী

(গ) শিবচন্দ্র নন্দী

(ঘ) প্রমথনাথ বসু

উত্তরঃ (খ) গোলকচন্দ্র নন্দী

 

ABTA Test Paper 2021-22 History Page 875

 

ABTA Test Paper 2021-22 History Page 875

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :

উপবিভাগ : ২.১

একটি বাক্যে উত্তর দাও :

২.১.১ ‘উইমেন ইন মর্ডান ইন্ডিয়া’ গ্রন্থের লেখক কে?

উত্তরঃ নীরা দেশাই

 

২.১.২ ‘তিন আইন’ কবে পাশ হয়?

উত্তরঃ ১৮৭২ খ্রিস্টাব্দে

 

২.১.৩ কবে বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল?

উত্তরঃ ১৮৩১ খ্রিস্টাব্দে

 

২.১.৪ কোন্‌ পত্রিকায় ‘বর্তমান ভারত’ গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়?

উত্তরঃ উদ্বোধন পত্রিকায়

ABTA Test Paper 2021-22 History Page 875

 

উপবিভাগ ঃ ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো ঃ

২.২.১ দেবেন্দ্রনাথ ঠাকুর ১৯০১ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করেন।

উত্তরঃ ভুল

 

২.২.২ কোলকাতার অ্যালর্বাট হলে ১৮৭৬ খ্রিস্টাব্দে ২৫শে জুলাই ভারত সভার প্রথম অধিবেশনে বসে।

উত্তরঃ ভুল

 

২.২.৩ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা নীল বিদ্রোহের সময় নীলকর সাহেবদের সমর্থন করেছিল।

উত্তরঃ ভুল

 

২.২.৪ ‘শব্দকল্পদ্রুম’ কে রচনা করেন?

উত্তরঃ রাধাকান্ত দেব

ABTA Test Paper 2021-22 History Page 875

 

উপবিভাগ ঃ ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ অরন্য আইন (১) পার্সি ব্রাউন
২.৩.২ স্থাপত্যের ইতিহাস (২) গগনেন্দ্রনাথ ঠাকুর
২.৩.৩ অদ্ভুত লোক (৩) সার্ভেয়ার জেনারেল
২.৩.৪ জেমস রেনেল (৪) ১৮৬৫ খ্রিস্টাব্দ

উত্তরঃ

 

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
২.৩.১ অরন্য আইন (৪) ১৮৬৫ খ্রিস্টাব্দ
২.৩.২ স্থাপত্যের ইতিহাস (১) পার্সি ব্রাউন
২.৩.৩ অদ্ভুত লোক (২) গগনেন্দ্রনাথ ঠাকুর
২.৩.৪ জেমস রেনেল (৩) সার্ভেয়ার জেনারেল

ABTA Test Paper 2021-22 History Page 875

 

উপবিভাগ ঃ ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো ঃ

২.৪.১ পর্তুগীজদের দ্বারা স্থাপিত ভারতের প্রথম ছাপাখানা অবস্থানস্থল ‘গোয়া’।

২.৪.২ সিপাহী বিদ্রোহের কেন্দ্র ঝাঁসি।

২.৪.৩ মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি

২.৪.৪ চূয়াড় বিদ্রোহের ফলে গড়ে ওঠা ‘জঙ্গলমহল’

ABTA Test Paper 2021-22 History Page 875

 

উপবিভাগ ঃ ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন করো ঃ

২.৫.১ বিবৃতি ঃ ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র বাংলা ভাষায় ‘নীলদর্পণ’ নাটক লেখেন।

ব্যাখ্যা ১ ঃ কৃষক প্রজাদের ওপর জমিদাওরদের অত্যাচার ও শোষণ তুলে ধরেন।

ব্যাখ্যা ২ ঃ নীলচাষ সাহেবদের গ্রামীণ উন্নয়নমূলক কার্যাবলীর বিবরণ ধরেন।

ব্যাখ্যা ৩ঃ নীলচাষ ক্ষতিকারক ও তা চাষ করতে গিয়ে কীভাবে কৃষকরা নিঃস্ব হয়েছিল তার বিবরণ।

উত্তরঃ ব্যাখ্যা ৩ঃ নীলচাষ ক্ষতিকারক ও তা চাষ করতে গিয়ে কীভাবে কৃষকরা নিঃস্ব হয়েছিল তার বিবরণ।

 

২.৫.২ বিবৃতি ঃ পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ।

ব্যাখ্যা ১ ঃ পোশাকের সৌন্দর্য ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে।

ব্যাখ্যা ২ ঃ পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান ও রুচির পরিচয় পাওয়া যায়।

ব্যাখ্যা ৩ ঃ পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান ও রুচির পরিচয় পাওয়া যায়।

 

২.৫.৩ বিবৃতি ঃ শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের সরিয়ে রেখেছিল।

ব্যাখ্যা ১ ঃ বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের সরিয়ে রেখেছিল।

ব্যাখ্যা ২ ঃ তারা ব্রিটিশ শাসনের পক্ষে ছিলেন এবং আশা করেছিলেন বিদ্রোহীরা জয়ী হলে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন হবে।

ব্যাখ্যা ৩ ঃ বাঙালিরা সে সময় সংস্কারমূলক কার্যাবলীকে বেশি প্রাধান্য দিয়েছিলেন।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ তারা ব্রিটিশ শাসনের পক্ষে ছিলেন এবং আশা করেছিলেন বিদ্রোহীরা জয়ী হলে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন হবে।

 

২.৫.৪ বিবৃতি ঃ বাংলা তথা ভারতে ছাপাখানার প্রতিষ্ঠা ও বিকাশ সাংস্কৃতিক জগতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে –

ব্যাখ্যা ১ ঃ ছাপাখানার আবিষ্কার ভারতে ব্রিটিশ শাসনের পতন ঘটাতে সাহায্য করছে।

ব্যাখ্যা ২ ঃ ছাপাখানার আবিষ্কার শিক্ষার অগ্রগতি ঘটে।

ব্যাখ্যা ৩ঃ ছাপাখানার আবিষ্কারের পর ব্রিটিশ বিরোধী গতিবিধি বেড়ে যায়।

উত্তরঃ ব্যাখ্যা ২ ঃ ছাপাখানার আবিষ্কার শিক্ষার অগ্রগতি ঘটে।

 

ABTA Test Paper 2021-22 History Page 875

Thank You

ABTA Test Paper 2021-22 History Page 875

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!