Skip to content

ABTA Test Paper 2021-22 Physical Science Page 157

WBBSE Life Science Question Paper 2022 with Answer

ABTA Test Paper 2021-22 Physical Science Page 157

 

ABTA Test Paper 2021-22 Physical Science Page 157

বিভাগ – ‘ক’

1. প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :

1.1 

উত্তরঃ (b)

 

1.2 

উত্তরঃ (c)

 

1.3 

উত্তরঃ (b)

 

1.4 

উত্তরঃ (b)

 

1.5 

উত্তরঃ (a)

 

1.6 

উত্তরঃ (c)

 

1.7 

উত্তরঃ (c)

 

1.8 

উত্তরঃ (d)

 

1.9 

উত্তরঃ (b)

 

1.10 

উত্তরঃ (c)

 

1.11 

উত্তরঃ (b)

 

1.12 

উত্তরঃ (b)

 

1.13 

উত্তরঃ (b)

 

1.14 

উত্তরঃ (b)

 

1.15 

উত্তরঃ (d)

ABTA Test Paper 2021-22 Physical Science Page 157

বিভাগ – খ

2) নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে কোন পাঁচটি)

2.1

উত্তরঃ ম্যাগনেটোস্ফিয়ার 

অথবা 

উত্তরঃ কয়লা খনি থেকে যে মিথেন গ্যাস পাওয়া যায় তাতে হাইড্রোজেন সালফাইড থাকে না, বরং কিছুটা পরিমান কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। তাই মিথেনকে সুইট গ্যাস বা মিষ্টি গ্যাস বলা হয়। 

 

2.2

উত্তরঃ মিথেন হাইড্রেট গ্যাস বায়ুর সংস্পর্শে এসে আগুন ধরে যায়, তাই এই গ্যাসকে তুষার জ্বালানী বলা হয়। 

 

2.3

উত্তরঃ মিথ্যা 

 

2.4

উত্তরঃ শূন্য কেলভিন 

 

2.5

উত্তরঃ সদ, বিবর্ধিত এবং অবশীর্ষ 

 

2.6

উত্তরঃ সবুজ 

অথবা 

উত্তরঃ লাল ও বেগুনী 

 

2.7

উত্তরঃ অবতল লেন্স 

 

2.8

উত্তরঃ 3.6 × 106 জুল 

 

2.9

উত্তরঃ সীসা ও টিন 

অথবা 

উত্তরঃ তড়িৎ প্রবাহমাত্রার একক 

 

2.10

উত্তরঃ 2 ওহম 

ABTA Test Paper 2021-22 Physical Science Page 157

 

2.11 বামহস্তের সঙ্গে ডানহস্তের সমতা বিধান করো :

A স্তম্ভ B স্তম্ভ
2.11.1 (a)
2. 11.2 (b)
2.11.3 (c)
2. 11.4 (d)

উত্তরঃ

A স্তম্ভ B স্তম্ভ
2.11.1 (c)
2. 11.2 (d)
2.11.3 (a)
2. 11.4 (b)

 

2.12

উত্তরঃ আয়নীয় যৌগ : খাদ্য লবণ (NaCl) এবং সমযোজী যৌগ : চিনি 

অথবা 

উত্তরঃ 5 টি 

 

2.13

উত্তরঃ হাইড্রোজেন ক্লোরাইড (HCl)

 

2.14

উত্তরঃ YX2

অথবা 

উত্তরঃ LiH

 

2.15

উত্তরঃ সত্য 

 

2.16

উত্তরঃ কপারের তড়িৎ পরিশোধনের সময় অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশে থাকা কিছু মূল্যবান ধাতু (যেমন : সোনা, রূপা, প্লাটিনাম ) অ্যানোডের নিচে কাদার আকারে জমা থাকে, একে অ্যানোড মাড বলে। 

অথবা 

উত্তরঃ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে 

 

2.17

উত্তরঃ গ্রাফাইট 

 

2.18

উত্তরঃ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অধিকতর সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুর ওপর তুলনামূলক কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। 

অথবা 

উত্তরঃ আয়নীয় 

 

ABTA Test Paper 2021-22 Physical Science Page 157

Thank You

ABTA Test Paper 2021-22 Physical Science Page 157

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!