ABTA Test Paper 2021-22 Physical Science Page 81
ABTA Test Paper 2021-22 Physical Science Page 81
বিভাগ – ‘ক’
1. প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :
1.1 ক্লোরোফ্লুওরোকার্বন দ্বারা বায়ুমন্ডলের যে স্তর ক্ষতিগ্রস্থ হয় সেটি হল
(ক) মেসোস্ফিয়ার
(খ) থার্মোস্ফিয়ার
(গ) ওজনোস্ফিয়ার
(ঘ) এক্সোস্ফিয়ার
উত্তরঃ (গ) ওজনোস্ফিয়ার
1.2 চার্লসের সূত্রে v-t লেখোচিত্রটি তাপমাত্রা অক্ষকে কোন্ তাপমাত্রায় (०C) ছেদ করে?
(ক) 0
(খ) 273
(গ) -273
(ঘ) 373
উত্তরঃ (গ) -273
1.3 কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 22 হলে সেটির আণবিক সংকেত নীচের কোন্টি হতে পারে?
(ক) CO₂
(খ) CH₄
(গ) C₂H₄
(ঘ) SO₂
উত্তরঃ (ক) CO₂
ABTA Test Paper 2021-22 Physical Science Page 81
1.4 কোন্ আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়?
(ক) 0⁰
(খ) 45⁰
(গ) 60⁰
(ঘ) 90⁰
উত্তরঃ (ক) 0⁰
1.5 কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয় যে বর্ণের আলোর ক্ষেত্রে সেটি হল
(ক) লাল
(খ) নীল
(গ) বেগুনী
(ঘ) সবুজ
উত্তরঃ (গ) বেগুনী
1.6 কোন্টির তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন?
(ক) মাইক্রোওয়েভ
(খ) অবলোহিত তরঙ্গ
(গ) ץ রশ্মি
(ঘ) X রশ্মি
উত্তরঃ (গ) ץ রশ্মি
1.7 একটি অ-ওহমীয় পরিবাহী হল
(ক) তামা
(খ) দস্তা
(গ) কার্বন
(ঘ) সিলিকন
উত্তরঃ (ঘ) সিলিকন
ABTA Test Paper 2021-22 Physical Science Page 81
1.8 ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম কাজে লাগিয়ে তৈরি হয়েছে
(ক) ইস্ত্রি
(খ) বৈদ্যুতিক মোটর
(গ) জেনারেটর
(ঘ) হিটার
উত্তরঃ (খ) বৈদ্যুতিক মোটর
1.9 উত্তর ও দক্ষিণে বিস্তৃত কোনো পরিবাহীর নীচে একটি চুম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎপ্রবাহ পাঠালে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে
(ক) পূর্বদিকে
(খ) পশ্চিমদিকে
(গ) উত্তরদিকে
(ঘ) দক্ষিণদিকে
উত্তরঃ (ক) পূর্বদিকে
1.10 পর্যায় সারণির কোন্ শ্রেণিতে ক্ষারধাতুগুলি অবস্থিত?
(ক) শ্রেণি ১৭
(খ) শ্রেণি ১
(গ) শ্রেণি ২
(ঘ) শ্রেণি ১৮
উত্তরঃ (খ) শ্রেণি ১
ABTA Test Paper 2021-22 Physical Science Page 81
1.11 মেন্ডেলিভের পর্যায়সূত্রের ভিত্তি হল মৌলের
(ক) পারমাণবিক ভর
(খ) আণবিক ভর
(গ) পারমাণবিক সংখ্যা
(ঘ) পরমাণুর ব্যাসার্ধ
উত্তরঃ (ক) পারমাণবিক ভর
1.12 প্রদত্ত কোন্ যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য?
(ক) লিথিয়াম হাইড্রাইড
(খ) ক্যালসিয়াম অক্সাইড
(গ) সোডিয়াম ক্লোরাইড
(ঘ) হাইড্রোজেন ক্লোরাইড
উত্তরঃ (ঘ) হাইড্রোজেন ক্লোরাইড
1.13 N₂ অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা
(ক) 2
(খ) 4
(গ) 6
(ঘ) 8
উত্তরঃ (গ) 6
1.14 তড়িদ্বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়
(ক) গ্রাফাইট
(খ) প্লাটিনাম
(গ) স্টিল
(ঘ) কপার
উত্তরঃ (ক) গ্রাফাইট
ABTA Test Paper 2021-22 Physical Science Page 81
1.15 তড়িদ্বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে
(ক) জারণ
(খ) বিজারণ
(গ) বিয়োজন
(ঘ) সংযোজন
উত্তরঃ (খ) বিজারণ
ABTA Test Paper 2021-22 Physical Science Page 81
বিভাগ- ‘খ’
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
2.1 মিথেন হাইড্রেটের প্রধান উপাদান কী?
উত্তরঃ মিথেন
অথবা, শূণ্যস্থান পূরণ করো : মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা __________।
উত্তরঃ হ্রাস পায়
2.2 একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও।
উত্তরঃ মিথেন
2.3 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : গ্যাসীয় পদার্থের অণুগুলির গড় গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক।
উত্তরঃ সত্য
2.4 কোন্ শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে?
উত্তরঃ নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
2.5 আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
উত্তরঃ রামধনু
অথবা, কোন্ প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ্ ও খর্বাকার হয়?
উত্তরঃ উত্তল দর্পন
2.6 উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো।
উত্তরঃ গাড়ির ভিউফাইন্ডারে
2.7 আলোকরশ্মি বায়ু থেকে কাচে প্রবেশ করার আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোন্টি বড় হবে?
উত্তরঃ আপতন কোণ
অথবা, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন্ বর্ণের বিচ্যুতি সর্বাধিক?
উত্তরঃ বেগুনী
2.8 ফিউজ তারের বর্তনীর সাথে শ্রেণি না সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়?
উত্তরঃ শ্রেণি সমবায়ে
2.9 তড়িৎ ক্ষমতার এককটি লেখো।
উত্তরঃ ওয়াট
2.10 সত্য না মিথ্যা লেখো : বাড়িতে বিদ্যুৎশক্তি খরচের ব্যবহারিক এককটি হল BOT একক।
উত্তরঃ সত্য
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
বামস্তম্ভ |
ডানস্তম্ভ |
2.11.1 একটি হ্যালোজেন মৌল |
Cu |
2.11.2 যে মৌলটি কখনোই সমযোজী বন্ধন গঠন করে না |
N |
2.11.3 দীর্ঘ পর্যায় সারণির ১৫নং শ্রেণির মৌল |
F |
2.11.4 একটি সন্ধিগত মৌল |
Na |
উত্তরঃ
বামস্তম্ভ |
ডানস্তম্ভ |
2.11.1 একটি হ্যালোজেন মৌল |
F |
2.11.2 যে মৌলটি কখনোই সমযোজী বন্ধন গঠন করে না |
Na |
2.11.3 দীর্ঘ পর্যায় সারণির ১৫নং শ্রেণির মৌল |
N |
2.11.4 একটি সন্ধিগত মৌল |
Cu |
2.12 HCl গ্যাসে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
উত্তরঃ সমযোজী
2.13 O₂ অণুর লুইস ডটস চিত্র অঙ্কন করো।
উত্তরঃ
2.14 অষ্টক পূর্তি হয়নি এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও।
উত্তরঃ LiH
অথবা, Na ও Na+ এর মধ্যে কোন্টি বেশি সুস্থিত?
উত্তরঃ Na+
2.15 Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO₄ এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়?
উত্তরঃ কিউপ্রিক আয়ন
2.16 তামার ওপর নিকেলের তড়িৎ লেপন করতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়?
উত্তরঃ নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিড
অথবা, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
উত্তরঃ NaCl
2.17 কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা?
উত্তরঃ আয়ন
2.18 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন্ আয়নটি ক্যাথোডে যায়?
উত্তরঃ H+
অথবা, তড়িৎ বিশ্লেষণে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে
ABTA Test Paper 2021-22 Physical Science Page 81
thanks
most welcome
It’s helpful
thank you
Thank you
Thanks for your valuable comment.
Please keep visiting our website learningscience.co.in and also visit our youtube channel youtube.com/c/scienceduniyainbangla.