Skip to content

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

WBBSE Life Science Question Paper 2022 with Answer

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

 

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

বিভাগ – ‘ক’

১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো) :

১.১ কোন্‌ গ্রীন হাউস গ্যাস ভূ উষ্ণায়নের জন্য দ্বিতীয় স্থান দখল করে?

(ক) জলীয় বাষ্প

(খ) CH4

(গ) N2O

(ঘ) CFC

উত্তরঃ (খ) CH4

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

১.২ গড়বেগ ও r m s বেগ

(ক) √T

(খ) T

(গ) T²

(ঘ) 1/√7

– এর সমানুপাতিক।

উত্তরঃ (ক) √T

 

১.৩ 1 মিলিমোল NH₃ তে অণুর সংখ্যা হল

(ক) 6.022 х 10²³

(খ) 6.022 х 10²⁰

(গ) 6.022 х  10²⁴

(ঘ) 12.044 х 10²³

উত্তরঃ (খ) 6.022 х 10²⁰

 

১.৪ একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে?

(ক) সদ্‌ ও অবশীর্ষ

(খ) অসদ্‌ ও অবশীর্ষ

(গ) সদ্‌ ও সমশীর্ষ

(ঘ) অসদ্‌ ও সমশীর্ষ

উত্তরঃ (ঘ) অসদ্‌ ও সমশীর্ষ

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

১.৫ 1μ2 = ?

(ক) μ1 х μ2

(খ) μ1 / μ2

(গ) 1 / μ1 х μ2

(ঘ) μ2 / μ1

উত্তরঃ (ঘ) μ2 / μ1

 

১.৬ একটি গোলাকার আয়নার ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হল

(ক) r/f = 2

(খ) r/f = 1/2

(গ) f = 2r

(ঘ) r/f = 1/4

উত্তরঃ (ক) r/f = 2

 

১.৭ 1JC-¹ হল

(ক) 1W

(খ) 1 Ω

(গ) 1 V

(ঘ) 1 A

উত্তরঃ (গ) 1 V

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

১.৮ ‘সিলিং ফ্যান’ – এর কার্যনীতি কোন্‌ সূত্রটি মেনে চলে?

(ক) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম

(খ) মোটর নিয়ম

(গ) ডায়নামো নিয়ম

(ঘ) লেঞ্জের সূত্র

উত্তরঃ (খ) মোটর নিয়ম

 

১.৯ কোন্‌টি তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ নয়?

(ক) আর্ক ওয়েলডিং

(খ) বৈদ্যুতিক চুল্লি

(গ) চা ও কফি তৈরির যন্ত্র

(ঘ) পরিবর্তনশীল রোধ

উত্তরঃ (ঘ) পরিবর্তনশীল রোধ

 

১.১০ সর্বোচ্চ প্রথম আয়নায়ন বিভব যুক্ত মৌল

(ক) B

(খ) N

(গ) O

(ঘ) Be

উত্তরঃ (খ) N

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

১.১১ প্রদত্ত কোন্‌ জোড়টি হল আইসোইলেকট্রনিক?

(ক) Ne,O²

(খ) Ne, O

(গ) Ne, K+

(ঘ) Ne, Cl

উত্তরঃ (ক) Ne,O²

 

১.১২ কোন্‌ যৌগটি তিন ধরনের রাসায়নিক বন্ধন দেখায়?

(ক) AlCl

(খ) NaCl

(গ) NHCl

(ঘ) CHCl

উত্তরঃ (গ) NHCl

 

১.১৩ অষ্টক সূত্রের সম্প্রসারণ দেখা যায় যে যৌগে সেটি হল

(ক) H2O

(খ) F2

(গ) PCl5

(ঘ) CHCl3

উত্তরঃ (গ) PCl5

 

১.১৪ রূপোর চামচে সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কোন্‌ দ্রবণ ব্যবহার করা হয়?

(ক) NiSO4

(খ) CuSO4

(গ) K[Ag(CN)2]

(ঘ) K[Au(CN)2]

উত্তরঃ (ঘ) K[Au(CN)2]

 

১.১৫ মৃদু তরিৎবিশ্লেষ্য পদার্থ হল

(ক) HCl

(খ) Na₂SO₄

(গ) Ca(OH)₂

(ঘ) NH4OH

উত্তরঃ (ঘ) NH4OH

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

বিভাগ – ‘খ’

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

2.1 বায়ো গ্যাসে উপস্থিত জৈব উপাদানটি কী?

উত্তরঃ মিথেন

2.2 জুবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায় ট্রপোস্ফিয়ারে। (সত্য/মিথ্যা লেখো)

উত্তরঃ সত্য

অথবা, হাইড্রোজেন গ্যাসের চেয়ে LPG-এর তাপীয় মূল্য বেশি। (সত্য/মিথ্যা লেখো)

উত্তরঃ মিথ্যা

2.3 গ্যাস অণুর বেগ কোন্‌ তাপমাত্রায় শূন্য হয়?

উত্তরঃ -273°C

2.4 আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্কের মান __________। (শূন্যস্থান পূরণ করো)।

উত্তরঃ \small {\color{DarkGreen} \frac{1}{273}\, K}

2.5 স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন্‌ ধরনের দর্পন ব্যবহৃত হয়?

উত্তরঃ উত্তল দর্পন

অথবা, অবতল দর্পন দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কী রকম হবে?

উত্তরঃ সদ্‌ ও অবশীর্ষ

2.6 আয়তঘনকাকার একটি কাচের স্ল্যাবের ভেতর দিয়ে সাদা আলো যাওয়ার ফলে ঐ আলোর বিচ্ছুরণ ঘটে। (সত্য/মিথ্যা লেখো)

উত্তরঃ মিথ্যা

2.7 প্রিজমের ভেতর দিয়ে আলোকরশ্মি যাওয়ার ফলে আলোর গতিপথের বিচ্যুতির রাশিমালাটি লেখো।

উত্তরঃ δ = i1 + i2 − A

2.8 কুলম্বের সূত্রটি কি নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে?

উত্তরঃ হ্যাঁ

অথবা, নির্জল কোষের তড়িৎচালক বলের মান কত?

উত্তরঃ 1.8V

2.9 অ্যামমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়?

উত্তরঃ তড়িৎ প্রবাহমাত্রা

2.10 এক ওয়াট – ঘন্টা = কত জুল?

উত্তরঃ ৩৬০০ জুল

 

2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভ

ডানস্তম্ভ

2.11.1 অষ্টক নীতি মান্য হয় না

  1. SiC

2.11.2 অ্যালকোহলে দ্রাব্য

  1. LiH

2.11.3 উচ্চ গলনাঙ্কযুক্ত সমযোজী যৌগ

(c) ন্যাপথালিন

2.11.4 তরল অধাতু

(d) Br₂

উত্তরঃ

বামস্তম্ভ

ডানস্তম্ভ

2.11.1 অষ্টক নীতি মান্য হয় না

(b)LiH

2.11.2 অ্যালকোহলে দ্রাব্য

(c) ন্যাপথালিন

2.11.3 উচ্চ গলনাঙ্কযুক্ত সমযোজী যৌগ

(a)SiC

2.11.4 তরল অধাতু

(d) Br₂

 

2.12 হ্যালোজেনগুলির মধ্যে তীব্র বিজারক ধর্মী মৌল কোন্‌টি?

উত্তরঃ আয়োডিন

অথবা, একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো।

উত্তরঃ অ্যাসিটিলিন

2.13 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহণ কারা করে?

উত্তরঃ আয়ন

2.14 Ar – এর যোজ্যতা কত?

উত্তরঃ শূন্য

অথবা, CaH কি সমযোজী যৌগ?

উত্তরঃ না, তড়িৎযোজী যৌগ।

 

2.15 (সত্য।মিথ্যা লেখো) :

O₂ আয়ন এবং Ne উভয়ই আইসোইলেকট্রনিক।

উত্তরঃ সত্য

অথবা, এমন একটি মৌলের নাম লেখো যার মধ্যে ত্রিবন্ধন দেখা যায়।

উত্তরঃ নাইট্রোজেন

2.16 দুটি অধাতব পরিবাহীর নাম লেখো।

উত্তরঃ গ্রাফাইট ও গ্যাস কার্বন

2.17 তড়িৎ বিশ্লেষণে কোন্‌ ধরণের বিক্রিয়া ঘটে?

উত্তরঃ জারন ও বিজারন

2.18 তড়িৎ বিশোধনে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো।

উত্তরঃ অ্যালুমিনিয়াম

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

Thank You

ABTA Test Paper 2021-22 Physical Science Page 36

13 thoughts on “ABTA Test Paper 2021-22 Physical Science Page 36”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!