Wed. Dec 4th, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 166

Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 166

১। সঠিক বিকল্পটি নির্বাচন করো ঃ

১.১ মেজো আর ছোটোর জন্য বারোমাস যে চাল রান্না হয় –

(ক) মোটা সাপটা চাল

(খ) কনকপানি

(গ) পদ্মজালি

(ঘ) ঝিঙেশাল

উত্তরঃ (গ) পদ্মজালি

 

১.২ ‘ভাত’ গল্পের নদীর নাম

(ক) মধুমতী

(খ) মাতলা

(গ) গঙ্গা

(ঘ) মহানন্দা

উত্তরঃ (খ) মাতলা

 

১.৩ ‘নির্ঘাত মরে গেছে বুড়িটা’ কথাটা বলেছে –

(ক) চাওলা জগা

(খ) ভট্‌চাজমশাই

(গ) মোল্লাসাহেব

(ঘ) নিবারণ

উত্তরঃ (ক) চাওলা জগা

 

১.৪ ‘ভারতবর্ষ’ গল্পের লেখক –

(ক) সৈয়দ আলাওল

(খ) মানিক বন্দ্যোপাধ্যায়

(গ) সৈয়দ মুস্তাফা সিরাজ

(ঘ) আশাপূর্ণা দেবী

উত্তরঃ (গ) সৈয়দ মুস্তাফা সিরাজ

 

১.৫ ‘শ্বশুরের ক্যানসার হয়েছে –

(ক) লিভারে

(খ) রক্তে

(গ) হাড়ে

(ঘ) কিডনিতে

উত্তরঃ (ক) লিভারে

 

১.৬ ‘আকাশের দিকে তাকিয়ে কবি যা চেয়েছেন –

(ক) জল

(খ) ভালোবাসা

(গ) বিধির আশীর্বাদ

(ঘ) বিধির বিচার

উত্তরঃ (ঘ) বিধির বিচার

Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 166

 

১.৭ ‘আমি দেখি’ কবিতায় কবি যেখানে বহুদিন আছেন –

(ক) শহরে

(খ) গ্রামে

(গ) মাঠে ঘাটে

(ঘ) বিদেশে

উত্তরঃ (ক) শহরে

 

১.৮ ‘মহুয়ার দেশ’ – কবিতায় কবি ক্লান্তির উপরে যা ঝরার কথা বলেছেন –

(ক) মহুয়া ফল

(খ) মহুয়া ফুল

(গ) মহুয়া গাছের ছায়া

(ঘ) সূর্যের আলো

উত্তরঃ (খ) মহুয়া ফুল

 

১.৯ ‘পথিক’ নাটকটির রচয়িতা –

(ক) তুলসী লাহিড়ি

(খ) রবীন্দ্রনাথ(গ) ডি এল রায়

(ঘ) বিজন ভট্টাচার্য

উত্তরঃ (ক) তুলসী লাহিড়ি

অথবা

‘সাজাহান’ – নাটকের রচয়িতা –

(ক) ডি এল রায়

(খ) মন্মথ রায়

(গ) সুকুমার রায়

(ঘ) শম্ভু মিত্র

উত্তরঃ (ক) ডি এল রায়

Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 166

 

১.১০ শম্ভু মিত্রের মতানুযায়ী কত ইঞ্চি বুক হলেই পুলিশ হওয়া যায়, –

(ক) ৩১ ইঞ্চি

(খ) ৩২ ইঞ্চি

(গ) ৩৩ ইঞ্চি

(ঘ) ৩৪ ইঞ্চি

উত্তরঃ (খ) ৩২ ইঞ্চি

অথবা

‘মেয়েটি রজনীকান্ত চট্টোপধ্যায়কে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল –

(ক) আলমগিরি

(খ) সাজাহান

(গ) দিলদার

(ঘ) বক্তিয়ার

উত্তরঃ (ক) আলমগিরি

 

১.১১ ‘বিভাব’ নাটকে দাতাকর্ণ বলতে যাকে বোঝানো হয়েছে –

(ক) তৃপ্তি মিত্র

(খ) অমর গাঙ্গুলী

(গ) শম্ভু মিত্র

(ঘ) সার্জেন্ট

উত্তরঃ (খ) অমর গাঙ্গুলী

অথবা

‘রাজনীতি বড় কূট’ – বক্তা –

(ক) রজনী

(খ) মহম্মদ

(গ) কালীনাথ

(ঘ) কিংলিয়র

উত্তরঃ (ক) রজনী

 

১.১২ ‘এই দেখা আবার মিছিল আসছে’ – বক্তা হলেন –

(ক) শম্ভু মিত্র

(খ) অমর গাঙ্গুলী

(গ) তৃপ্তি মিত্র

(ঘ) সার্জেন্ট

উত্তরঃ (ক) শম্ভু মিত্র

অথবা, ‘আর মনটা ছিলো দারুণ ভালো’ – কার কথা বলা হয়েছে? –

(ক) ছেলেটির

(খ) বুড়িটির

(গ) নাতিটির

(ঘ) মেয়েটির

উত্তরঃ (ঘ) মেয়েটির

Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 166

 

১.১৩ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতাটি বাংলা ভাষায় অনুবাদ অরেছেন –

(ক) শঙ্খ ঘোষ

(খ) শম্ভু মিত্র

(গ) শক্তি চট্টোপাধ্যায়

(ঘ) অনিন্দ্য সৌরভ

উত্তরঃ (ক) শঙ্খ ঘোষ

অথবা

‘উনি রীতিমত হতভম্ভ’ – উনি হলেন –

(ক) বলী কান্ধারী

(খ) বলী গান্ধারে

(গ) গুরু নানক

(ঘ) মর্দনা

উত্তরঃ (ক) বলী কান্ধারী

 

১.১৪ ‘অবনীনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি –

(ক) টুয়েলভ ইংক স্কেচেস

(খ) হলকর্ষণ

(গ) শ্বেত অভিসারিকা

(ঘ) উন্ডস

উত্তরঃ (গ) শ্বেত অভিসারিকা

 

১.১৫ ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন করেন –

(ক) সুকুমার রায়

(খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী

(গ) হেমেন্দ্রমোহন বসু

(ঘ) রসিকলাল দত্ত

উত্তরঃ (খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী

 

১.১৬ কুস্তিগির গোবর গুহ এর প্রকৃত নাম –

(ক) রামচরণ গুহ

(খ) অম্বিকাচরন গুহ

(গ) যতীন্দ্রচরণ গুহ

(ঘ) ক্ষেত্রেওমোহন গুহ

উত্তরঃ (গ) যতীন্দ্রচরণ গুহ

 

১.১৭ ফোন শব্দটি হল –

(ক) ক্লিপিংস-এর উদহারণ

(খ) মুন্ডমাল-এর উদাহরণ

(গ) বিকল্পনের উদাহরণ

(ঘ) ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ

উত্তরঃ (ক) ক্লিপিংস-এর উদহারণ

 

১.১৮ অর্থ নিয়ন্ত্রণকারী ধ্বনিকে বলা হয় –

(ক) বাগধ্বনি

(খ) মূল ধ্বনি

(গ) কন্ঠ্যধ্বনি

(ঘ) শব্দ ধ্বনি

উত্তরঃ (ক) বাগধ্বনি

Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 166

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 166

4 thoughts on “Class 12 ABTA Test Paper 2021-22 Bengali page 166”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!