Class 12 ABTA Test Paper 2021-22 History page 88
Class 12 ABTA Test Paper 2021-22 History page 88
১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
(১) ‘রূপকথা বা কল্পকাহিনীর দেশ’ বলা হয় –
(ক) ভারতবর্ষকে
(খ) কোরিয়াকে
(গ) চিনকে
(ঘ) জাপানকে
উত্তরঃ (গ) চিনকে
(২) ফ্রান্সের লোক ইতিহাসে চারণ কবিদের বলা হয় –
(ক) মিনেসিংগার
(খ) সুইট সিংগার
(গ) ট্রুবেইদার
(ঘ) ইলুমিনেটর
উত্তরঃ (গ) ট্রুবেইদার
(৩) ‘ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ’ – উক্তিটি করেন –
(ক) ই এইচ কার
(খ) থুকিডিডিস
(গ) আয়েষা জালাল
(ঘ) যদুনাথ সরকার
উত্তরঃ (খ) থুকিডিডিস
(৪) সালারজাং মিউজিয়াম অবস্থিত –
(ক) কলকাতায়
(খ) মুম্বাইতে
(গ) চেন্নাইতে
(ঘ) হায়দারাবাদে
উত্তরঃ (ঘ) হায়দারাবাদে
Class 12 ABTA Test Paper 2021-22 History page 88
(৫) মোট কয়টি চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয় –
(ক) ৪টি
(খ) ৬টি
(গ) ৮টি
(ঘ) ১০টি
উত্তরঃ (ক) ৪টি
(৬) কোহং হল একটি –
(ক) সামাজিক সংগঠন
(খ) বাণিজ্যিক সংগঠন
(গ) রাজনৈতিক সংগঠন
(ঘ) সাংস্কৃতিক সংগঠন
উত্তরঃ (খ) বাণিজ্যিক সংগঠন
(৭) ওয়ালচাঁদ হীরাচাঁদ যুক্ত ছিলেন _________ শিল্পের সঙ্গে। –
(ক) জাহাজ নির্মান
(খ) চা
(গ) লৌহ ইস্পাত
(ঘ) বস্ত্র
উত্তরঃ (ক) জাহাজ নির্মান
Class 12 ABTA Test Paper 2021-22 History page 88
(৮) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
(1) এশিয়াটিক সোসাইটি | (a) ১৮৫৬ |
(2) হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা | (b) ১৭৮৪ |
(3) বিধবা বিবাহ আইন পাশ | (c) ১৯১৯ |
(4) চীনে ৪ঠা মে আন্দোলন | (d) ১৮৪৯ |
বিকল্প সমূহ ঃ
(ক) 1-b, 2-d, 3-a, 4-c
(খ) 1-c, 2-b, 3-d, 4-a
(গ) 1-d, 2-c, 3-b, 4-b
(ঘ) 1-a, 2-b, 3-c, 4-d
উত্তরঃ (ক) 1-b, 2-d, 3-a, 4-c
(৯) ভারতবর্ষে শিক্ষার ইতিহাসে ১৮১৩ সালটি গুরুত্বপূর্ণ কারণ –
(ক) শিক্ষাখাতে কোম্পানী ১ লক্ষ টাকা ব্যায়ের কথা বলে
(খ) শিক্ষাখাতে কোম্পানী ৬০ হাজার টাকা ব্যয়ের কথা বলে
(গ) শিক্ষাখাতে ৩০ হাজার টাকা ব্যয়ের কথা বলে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (ক) শিক্ষাখাতে কোম্পানী ১ লক্ষ টাকা ব্যায়ের কথা বলে
(১০) কেশব চন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন –
(ক) স্তব্ধ হয়ে যায়
(খ) সীমিত হয়ে পড়ে
(গ) স্থিতাবস্থা
(ঘ) গতিশীল হয়ে ওঠে
উত্তরঃ (ঘ) গতিশীল হয়ে ওঠে
(১১) ১৮৩৩ খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজী –
(ক) অন্যান্য ধর্মের অসারতাকে তুলে ধরেন
(খ) অন্য ধর্মকে আক্রমণ করেন
(গ) হিন্দু ধর্মের মহত্ব ও উদারতাকে প্রতিষ্ঠা করেন
(ঘ) হিন্দু ধর্মের সংকীর্ণতাকে তুলে ধরেন
উত্তরঃ (গ) হিন্দু ধর্মের মহত্ব ও উদারতাকে প্রতিষ্ঠা করেন
(১২) আইন জারি করে সতীদাহ প্রথা রদ করেন –
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) বেন্টিঙ্ক
(গ) ডালহৌসি
(ঘ) ক্যানিং
উত্তরঃ (খ) বেন্টিঙ্ক
Class 12 ABTA Test Paper 2021-22 History page 88
(১৩) বিদ্রোহের ডাক দেওয়ার জন্য সিধো কানহোর নেতৃত্বে ১০ হাজার সাঁওতাল সমবেত হয়েছিল –
(ক) ডুমকার মাঠে
(খ) রামগড়ের মাঠে
(গ) সরাইকেলার মাঠে
(ঘ) ভাগনাডিহির মাঠে
উত্তরঃ (ঘ) ভাগনাডিহির মাঠে
(১৪) চিনে শত সিবসের সংস্কার শুরু হয়েছিল __________ খ্রীষ্টাব্দে। –
(ক) ১৯৩৬
(খ) ১৮৮৭
(গ) ১৮৯৮
(ঘ) ১৮৯৯
উত্তরঃ (গ) ১৮৯৮
(১৫) মন্টেগু চেমসফোর্ড আইন আনুযায়ী __________ কক্ষ বিশিষ্ট আইন গঠিত হয় –
(ক) এককক্ষ
(খ) দুইকক্ষ
(গ) তিনকক্ষ
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (খ) দুইকক্ষ
(১৬) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের নায়ক ছিলেন –
(ক) মাইকেল ও ডায়ার
(খ) নিকলসন
(গ) উইলসন
(ঘ) ক্যাম্বেল
উত্তরঃ (ক) মাইকেল ও ডায়ার
(১৭) কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি ওঠে –
(ক) অমৃতসর কংগ্রেসে
(খ) কলকাতা কংগ্রেসে
(গ) বোম্বাই কংগ্রেসে
(ঘ) লাহোর কংগ্রেসে
উত্তরঃ (ঘ) লাহোর কংগ্রেসে
(১৮) মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় –
(ক) দিল্লিতে
(খ) ঢাকায়
(গ) লখনউতে
(গ) মাদ্রাজে
উত্তরঃ (খ) ঢাকায়
(১৯) ভারতের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি স্থাপিত হয় __________ খ্রিষ্টাব্দে।
(ক) ১৮২৪
(খ) ১৯২৫
(গ) ১৯২৬
(ঘ) ১৯২৭
উত্তরঃ (খ) ১৯২৫
Class 12 ABTA Test Paper 2021-22 History page 88
(২০) ক্রীপস প্রস্তাবকে সমর্থন করেছিল –
(ক) মুসলিম লীগ
(খ) জাতীয় কংগ্রেস
(গ) হিন্দুমহাসভা
(ঘ) র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল
উত্তরঃ (ঘ) র্যাডিক্যাল ডেমোক্রেটিক দল
(২১) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
(1) ভারত ছাড়ো আন্দোলন | (a) রশিদ আলি |
(2) আজাদ হিন্দ বাহিনী | (b) বল্লভভাই প্যাটেল |
(3) নৌবিদ্রোহ | (c) অরুণা আসফ আলি |
(4) দেশীয় রাজ্যগুলির সংযুক্তি | (d) এম এফ খান |
বিকল্প সমূহ ঃ
(ক) 1-b, 2-a, 3-d, 4-c
(খ) 1-b, 2-d, 3-a, 4-c
(গ) 1-c, 2-a, 3-d, 4-b
(ঘ) 1-c, 2-d, 3-a, 4-b
উত্তরঃ (গ) 1-c, 2-a, 3-d, 4-b
(২২) সি আর ফর্মুলা পরিচিত __________ সূত্র নামে। –
(ক) নেতাজী
(খ) গান্ধীজী
(গ) রাজাজী
(ঘ)প্যাটেল
উত্তরঃ (গ) রাজাজী
(২৩) জেনেভা সম্মেলন __________ খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়।
(ক) ১৯৫২
(খ) ১৯৫৩
(গ) ১৯৫৪
(ঘ) ১৯৯৫
উত্তরঃ (গ) ১৯৫৪
(২৪) ইন্দোনেশিয়ার জাতীয়বাদী নেতা ছিলেন –
(ক) হো-চি-মিন
(খ) সান-ইয়াৎ-সেন
(গ) ঠিয়া কাই শেক
(ঘ) ডঃ সুকর্ণ
উত্তরঃ (ঘ) ডঃ সুকর্ণ
Class 12 ABTA Test Paper 2021-22 History page 88
Thanks
Thank you
You are always welcome.
You are always welcome.
Thanks and Regards
Tnx 🔥🔥
You are always welcome.