Class 12 ABTA Test Paper 2021-22 History page 81
Class 12 ABTA Test Paper 2021-22 History page 81
১। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ঃ
(১) ইতিহাসের জনক বলা হয় –
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) যদুনাথ সরকার
(গ) হেরোডোটাস
(ঘ) ভিনসেন্ট স্মিথ কে
উত্তরঃ (গ) হেরোডোটাস
(২) ইতিহাসমালা রচনা করেন –
(ক) উইলিয়াম কেরি
(খ) মার্শম্যান
(গ) ডড ওয়েল
(ঘ) রামরাম বসু
উত্তরঃ (ক) উইলিয়াম কেরি
(৩) লুভর মিউজিয়ামটি রয়েছে –
(ক) ইংল্যান্ড
(খ) ফ্রান্স
(গ) স্পেন
(ঘ) ইটালীতে
উত্তরঃ (খ) ফ্রান্স
(৪) মুর্শিদাবাদ জেলার হাজার দুয়ারী হলো একটি –
(ক) ঐতিহাসিক গৃহ জাদুঘর
(খ) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
(গ) সামরিক জাদুঘর
(ঘ) বিশ্বকোষ জাদুঘর
উত্তরঃ (ক) ঐতিহাসিক গৃহ জাদুঘর
(৫) পিটের ভারত শাসন আইন পাশ হয় –
(ক) ১৭৭৩
(খ) ১৭৭৪
(গ) ১৭৮৪
(ঘ) ১৯৯৩
উত্তরঃ (গ) ১৭৮৪
Class 12 ABTA Test Paper 2021-22 History page 81
(৬) শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিক হয় –
(ক) মারাঠা ও ইংরেজদের মধ্যে
(খ) হায়দার আলি ও ইংরেজদের মধ্যে
(গ) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে
(ঘ) রঞ্জিৎ সিংহ ও ইংরেজেদের মধ্যে
উত্তরঃ (গ) টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে
(৭) নান কিং এর সন্ধি সম্পাদিত হয় –
(ক) ১৮৩৮
(খ) ১৮৪০
(গ) ১৮৪২
(ঘ) ১৮৪৪
উত্তরঃ (গ) ১৮৪২
(৮) ভারতে শিক্ষাখাতে প্রতিবছর এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করা হয় –
(ক) ১৮১৩-র চার্টার অ্যাক্ট
(খ) ১৮৩৩-র চার্টার অ্যাক্ট
(গ) ১৮৫৮-র ভারত শাসন আইন
(ঘ) ১৯০৯ সংস্কার আইন
উত্তরঃ (ক) ১৮১৩-র চার্টার অ্যাক্ট
(৯) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
(1) স্কুল বুক সোসাইটি | (a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
(2) অ্যাকডেমিক অ্যাসোসিয়েশন | (b) ডেভিড হেয়ার |
(3) জেনারেল অ্যাসেম্বলীজ ইনস্টিটিউশান | (c) ডিরোজিও |
(4) মেট্রোপলিটন ইনস্টিটিউট | (d) আলেকজান্ডার ডাক |
বিকল্প সমূহ ঃ
(ক) 1-c, 2-b, 3-d, 4-a
(খ) 1-a, 2-b, 3-b, 4-c
(গ) 1-b, 2-c, 3-d, 4-a
(ঘ) 1-d, 2-b, 3-c, 4-a
উত্তরঃ (গ) 1-b, 2-c, 3-d, 4-a
(১০) এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন –
(ক) লর্ড ওয়েলেসলী
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) ডিরোজিও
(ঘ) উইলিয়াম জোন্স
উত্তরঃ (ঘ) উইলিয়াম জোন্স
(১১) প্রাচ্যবাদী (Orientalist) গোষ্ঠীভূত ছিলেন –
(ক) এইচ টি প্রিন্সেস
(খ) আলেকজান্ডার ডাফ
(গ) কলভিন
(ঘ) মেকলে
উত্তরঃ (ক) এইচ টি প্রিন্সেস
Class 12 ABTA Test Paper 2021-22 History page 81
(১২) বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) রাজা রামমোহন রায়
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) ডেভিড হেয়ার
(ঘ) উইলিয়াম কেরী
উত্তরঃ (গ) ডেভিড হেয়ার
(১৩) তিন আইন কবে পাশ হয় –
(ক) ১৮৬৫
(খ) ১৮৬৭
(গ) ১৮৭২
(ঘ) ১৮৯১
উত্তরঃ (গ) ১৮৭২
(১৪) ‘গুলামগিরি’ গ্রন্থটির রচয়িতা হলেন –
(ক) দয়ানন্দ সরস্বতী
(খ) জ্যোতিবা ফুলে
(গ) শ্রীনারায়ণ গুরু
(ঘ) বীরসালিঙ্গম
উত্তরঃ (খ) জ্যোতিবা ফুলে
(১৫) অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন –
(ক) হায়দ্রাবাদের নিজাম
(খ) টিপু সুলতান
(গ) রাণী লক্ষীনাঈ
(ঘ) অ্যযাধ্যার নবাব
উত্তরঃ (ক) হায়দ্রাবাদের নিজাম
(১৬) মর্লেমিন্টো সংস্কার আইন অনুযায়ীগঠিত বড়লাটের কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন –
(ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(খ) সত্যেন্দ্রনাথ সিংহ
(গ) কিশোরীলাল গোস্বামী
(ঘ) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
উত্তরঃ (খ) সত্যেন্দ্রনাথ সিংহ
Class 12 ABTA Test Paper 2021-22 History page 81
(১৭) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও ঃ
স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
(1) সাম্প্রদায়িক বাঁটোয়ারা | (a) ১৯০৯ |
(2) রাওলাট আইন | (b) ১৯১৬ |
(3) মর্লেমিন্টো সংস্কার আইন | (c) ১৯১৯ |
(4) লক্ষৌ চুক্তি | (d) ১৯৩২ |
বিকল্প সমূহ ঃ
(ক) 1-a, 2-b, 3-c, 4-d
(খ) 1-d, 2-c, 3-a, 4-b
(গ) 1-c, 2-d, 3-b, 4-a
(ঘ) 1-b, 2-a, 3-c, 4-d
উত্তরঃ (ঘ) 1-b, 2-a, 3-c, 4-d
(১৮) ভাইকম সত্যাগ্রহের সঙ্গে জরিত ছিলেন –
(ক) বি আর আম্বেদকর
(খ) কেশব মেনন
(গ) জ্যোতিবা ফুলে
(ঘ) দয়ানন্দ সরস্বতী
উত্তরঃ (খ) কেশব মেনন
(১৯) ভারতের প্রথম পাটকল ১৮৫৫ তে স্থাপিত হয় –
(ক) রাণীগঞ্জ
(খ) আসানসোল
(গ) দুর্গাপুর
(ঘ) রিষড়াতে
উত্তরঃ (ঘ) রিষড়াতে
(২০) তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন –
(ক) অজয় মুখোপাধ্যায়
(খ) সতীশচন্দ্র সামন্ত
(গ) মাতঙ্গিনী হাজরা
(ঘ) মাস্টারদা সূর্যসেন
উত্তরঃ (খ) সতীশচন্দ্র সামন্ত
(২১) কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয় –
(ক) তলোয়ার
(খ) দ্য প্রিন্স
(গ) কামাগাতামারু
(ঘ) এম ভি আকবর
উত্তরঃ (ক) তলোয়ার
Class 12 ABTA Test Paper 2021-22 History page 81
(২২) গণপরিষদের প্রথম অধিবেশন বসে –
(ক) ১৯৫০, ২৬ জানুয়ারী
(খ) ১৯৪৯, ২৬ নভেম্বর
(গ) ১৮৪৬, ৯ ডিসেম্বর
(ঘ) ১৯৪৭, ২০ ফেব্রুয়ারী
উত্তরঃ ১৯৪৬, ৯ ডিসেম্বর
(২৩) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন –
(ক) ডঃ মহম্মদ হাডা
(খ) ডঃ সুকর্ণ
(গ) জেনারেল সুহার্তো
(ঘ) অঙ সান সু কি
উত্তরঃ (খ) ডঃ সুকর্ণ
(২৪) গিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধে পরাজিত হয় –
(ক) ফ্রান্স
(খ) ইংল্যান্ড
(গ) স্পেন
(ঘ) পর্তুগাল
উত্তরঃ (ক) ফ্রান্স
Class 12 ABTA Test Paper 2021-22 History page 81