Skip to content

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 64

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 64

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 64

 

১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ

(১) বিশ্বায়নকে ‘কার্যকলাপ, মিথস্ক্রিয়া ও ক্ষমতার আন্তঃ মহাদেশীয় কিংবা আন্তঃ আঞ্চলিক প্রবাহ ও নেটওয়ার্ক’ বলে বর্ণনা করেছেন –

(ক) পিটার মারকাস

(খ) জোসফে স্টিগালিৎস

(গ) নোয়াম চমস্কি

(ঘ) ডেভিড হেল্ড

উত্তরঃ (ঘ) ডেভিড হেল্ড

 

(২) কূটনীতিকে নিজ নিজ দেশের চক্ষু ও কর্ণ বলে চিহ্নিত করেছেন –

(ক) মর্গেনথাউ

(খ) পামার ও পারকিনস

(গ) নিকলসন

(ঘ) ডেভিড

উত্তরঃ (খ) পামার ও পারকিনস

 

(৩) জনকল্যাণবাদের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা হলনে – 

(ক) কেইনস

(খ) হেগেল

(গ) জন

(ঘ) ডয়োফিন

উত্তরঃ (গ) জন

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 64

 

(৪) কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয় –

(ক) ১৮০০ সালে

(খ) ১৮৪০ সালে

(গ) ১৮৪৫ সালে

(ঘ) ১৮৪৮ সালে

উত্তরঃ (ঘ) ১৮৪৮ সালে

 

(৫) বহু-পরিচালক শাসন ব্যবস্থার উদাহরণ হল –

(ক) গ্রেট ব্রিটেন

(খ) ভারত

(গ) ফ্রান্স

(ঘ) সুইজারল্যান্ড

উত্তরঃ (ঘ) সুইজারল্যান্ড

 

(৬) ‘ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার’ – একথা বলেছেন –

(ক) মার্কস

(খ) গেটেল

(গ) লর্ড ব্রাইস

(ঘ) গার্নার

উত্তরঃ (গ) লর্ড ব্রাইস

 

(৭) তত্ত্বগত ভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে –

(ক) মার্কিন যক্তরাষ্ট্রে

(খ) ভারতে

(গ) জাপানে

(ঘ) ব্রিটেনে

উত্তরঃ (ক) মার্কিন যক্তরাষ্ট্রে

 

(৮) আইন সভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে –

(ক) মার্কিন যুক্তরাষ্ট্রে

(খ) বিট্রেনে

(গ) ভারতে

(ঘ) ফ্রান্সে

উত্তরঃ (খ) বিট্রেনে

 

(৯) রাজ্যপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি’ বলেছেন –

(ক) নেহরু

(খ) পাইলি

(গ) সরোজিনী নাইডু

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) সরোজিনী নাইডু

 

(১০) রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র পেশ করেন __________ কাছে –

(ক) প্রধানমন্ত্রী

(খ) মুখ্যমন্ত্রী

(গ) রাজ্যপাল

(ঘ) উপরাষ্ট্রপতি

উত্তরঃ (ঘ) উপরাষ্ট্রপতি

 

(১১) ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন –

(ক) সরোজিনী নাইডু

(খ) জওহরলাল নেহরু

(গ) রাজেন্দ্র প্রসাদ

(ঘ) গান্ধিজি

উত্তরঃ (খ) জওহরলাল নেহরু

 

(১২) ভারতের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন –

(ক) প্রধানমন্ত্রী

(খ) রাষ্ট্রপতি

(গ) রাজ্যপাল

(ঘ) এদের কেউই না

উত্তরঃ (গ) রাজ্যপাল

 

(১৩) রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হল –

(ক) লোকসভা

(খ) বিধানসভা

(গ) রাজ্যসভা

(ঘ) বিধানপরিষদ

উত্তরঃ (ঘ) বিধানপরিষদ

 

(১৪) বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে –

(ক) ২৫ বছর

(খ) ৩০ বছর

(গ) ৩৫ বছর

(ঘ) ২১ বছর

উত্তরঃ (ক) ২৫ বছর

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 64

 

(১৫) রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা –

(ক) ২০০

(খ) ২৫০

(গ) ২৯৪

(ঘ) ৫৫০

উত্তরঃ (খ) ২৫০

 

(১৬) অর্থবিল প্রথম উপস্থাপিত হয় –

(ক) লোকসভায়

(খ) রাজ্যসভায়

(গ) বিধানপরিষদে

(ঘ) এদের কোনটাই নয়

উত্তরঃ (ক) লোকসভায়

 

(১৭) সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন –

(ক) রাষ্ট্রপতি

(খ) উপরাষ্ট্রপতি

(গ) প্রধানমন্ত্রী

(ঘ) রাজ্যপাল

উত্তরঃ (ক) রাষ্ট্রপতি

 

(১৮) হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রণের বয়স হল –

(ক) ৬০ বছর

(খ) ৬২ বছর

(গ) ৬৫ বছর

(ঘ) ৬৬ বছর

উত্তরঃ (খ) ৬২ বছর

 

(১৯) ‘ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোন সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী’ – একথা বলেছেন –

(ক) হবস

(খ) ডি ডি বসু

(গ) আম্বেদকর

(ঘ) এ কে আয়ার

উত্তরঃ (ঘ) এ কে আয়ার

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 64

 

(২০) ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় –

(ক) ১৯৮৫ সালে

(খ) ১৯৮৭ সালে

(গ) ১৯৮৬ সালে

(ঘ) ১৯৮৮ সালে

উত্তরঃ (খ) ১৯৮৭ সালে

 

(২১) পঞায়েত সমিতির সভা পরিচালনা করেন –

(ক) সভাপতি

(খ) সভাধিপতি

(গ) প্রধান

(ঘ) বিডিও

উত্তরঃ (ক) সভাপতি

 

(২২) কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হল –

(ক) ১০০

(খ) ১২৫

(গ) ১৪০

(ঘ) ১৪৪

উত্তরঃ (ঘ) ১৪৪

 

(২৩) ক্ষুদে জেলাশাসক বলা হয় –

(ক) BDO কে

(খ) DM কে

(গ) প্রধানকে

(ঘ) SDO কে

উত্তরঃ (ঘ) SDO কে

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 64

 

(২৪) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন তৈরি হয় –

(ক) ১৯৭০ সালে

(খ) ১৯৭৩ সালে

(গ) ১৯৭৭ সালে

(ঘ) ১৯৭৮ সালে

উত্তরঃ (খ) ১৯৭৩ সালে

 

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 64

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 64

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!