Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 53
Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 53
১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ
(১) ‘The Prince’ গ্রন্থটি কার লেখা –
(ক) প্লেটো
(খ) অ্যারিস্ট্যাটল
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) কান্ট
উত্তরঃ (গ) ম্যাকিয়াভেলি
(২) উড্রো উইলিসন কে ছিলেন? –
(ক) মার্কিন প্রধানমন্ত্রী
(খ) মার্কিন রাষ্ট্রপতি
(গ) ব্রিটিশ প্রধানমন্ত্রী
(ঘ) ভারতীয় রাষ্ট্রপতি
উত্তরঃ (খ) মার্কিন রাষ্ট্রপতি
(৩) ‘রাষ্ট্র হল শ্রেণি শোষণের যন্ত্র’ – একথা বলেছেন –
(ক) মার্কস
(খ) গেটেল
(গ) বার্কার
(ঘ) লেনিন
উত্তরঃ (ক) মার্কস
(৪) নয়া উদারনীতিবাদের প্রবক্তা হলেন –
(ক) মিল
(খ) প্লেটো
(গ) মার্কস
(ঘ) নোজিক
উত্তরঃ (ঘ) নোজিক
(৫) ‘দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা’ – একথা বলেছেন –
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড অ্যাক্টন
(গ) গ্রীণ
(ঘ) লক
উত্তরঃ (খ) লর্ড অ্যাক্টন
(৬) ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলনে –
(ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(খ) ডঃ আম্বেদকর
(গ) রামনাথ কোবিন্দ
(ঘ) রাজীব গান্ধী
উত্তরঃ (ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(৭) এক কক্ষবাদ-এর সমর্থক হলেন –
(ক) ল্যাস্কি
(খ) লর্ড অ্যাক্টন
(গ) জে এস মিল
(ঘ) ব্রাইস
উত্তরঃ (ক) ল্যাস্কি
(৮) মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? –
(ক) রাজ্যপাল
(খ) রাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) উপরাষ্ট্রপতি
উত্তরঃ (ক) রাজ্যপাল
(৯) প্রকৃত শাসন হলেন –
(ক) ভারতের রাষ্ট্রপতি
(খ) ভারতের প্রধানমন্ত্রী
(গ) ব্রিটেনের রানী
(ঘ) এদের কেউই নন
উত্তরঃ (খ) ভারতের প্রধানমন্ত্রী
Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 53
(১০) রাজ্যপালকে ‘সোনার খাঁচায় বন্দি পাখি’ বলেছেন –
(ক) নেহরু
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) পাইলি
(ঘ) সরোজিনী নাইডু
উত্তরঃ (ঘ) সরোজিনী নাইডু
(১১) বহু পরিচালক বিশিষ্ট শাসনব্যবস্থার উদাহরণ হলো –
(ক) গ্রেট বৃটেন
(খ) ভারত
(গ) ফ্রান্স
(ঘ) সুইজ্যারল্যান্ড
উত্তরঃ (ঘ) সুইজ্যারল্যান্ড
(১২) ভারতবর্ষে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরী অবস্থা জারী হয়নি? –
(ক) জাতীয় জরুরী অবস্থা
(খ) রাজ্যে অচলাবস্থা জনিত জরুরী অবস্থা
(গ) আর্থিক সঙ্কটাবস্থা জনিত জরুরী অবস্থা
(ঘ) অধ্যাদেশ
উত্তরঃ (গ) আর্থিক সঙ্কটাবস্থা জনিত জরুরী অবস্থা
(১৩) রাজ্যসভার সভাপতি কে? –
(ক) রাষ্ট্রপতি
(খ) উপরাষ্ট্রপতি
(গ) প্রধানমন্ত্রী
(ঘ) অধ্যক্ষ
উত্তরঃ (খ) উপরাষ্ট্রপতি
(১৪) ভারতের সর্বোচ্চ আদালতের নাম হলো –
(ক) লোক আদালত
(খ) সুপ্রীম কোর্ট
(গ) হাই কোর্ট
(ঘ) ক্রেতা আদালত
উত্তরঃ (খ) সুপ্রীম কোর্ট
(১৫) ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়েছিল –
(ক) ১৯৮৫
(খ) ১৯৮৬
(গ) ১৯৮৭
(ঘ) ১৯৮৮
উত্তরঃ (খ) ১৯৮৬
(১৬) ভারতের সংসদ গঠিত হয় –
(ক) রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা
(খ) রাজ্যসভা এবং লোকসভা
(গ) প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি
(ঘ) উপরাষ্ট্রপতি, রাজ্য এবং লোকসভা
উত্তরঃ (ক) রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা
Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 53
(১৭) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো –
(ক) বিধানসভা
(খ) বিধান পরিষদ
(গ) লোকসভা
(ঘ) রাজ্যসভা
উত্তরঃ (খ) বিধান পরিষদ
(১৮) লোক আদালতের প্রতিষ্ঠাতা –
(ক) পি এন ভগবতী
(খ) অনিল দে
(গ) নেহরু
(ঘ) ইন্দিরা গান্ধী
উত্তরঃ (ক) পি এন ভগবতী
(১৯) বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় –
(ক) ১৮ বছর
(খ) ২৫ বছর
(গ) ৩০ বছর
(ঘ) ৩৫ বছর
উত্তরঃ (খ) ২৫ বছর
(২০) কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন –
(ক) ৫ বছরের জন্য
(খ) ৬ বছরের জন্য
(গ) ৩ বছরের জন্য
(ঘ) ৪ বছরের জন্য
উত্তরঃ (ক) ৫ বছরের জন্য
(২১) জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন –
(ক) BDO
(খ) SDO
(গ) DM
(ঘ) সভাধিপতি
উত্তরঃ (গ) DM
Class 12 ABTA Test Paper 2021-22 Political Science page 53
(২২) ভারতের সুপ্রীম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন –
(ক) রাজ্যপাল
(খ) রাষ্ট্রপতি
(গ) উপরাষ্ট্রপতি
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তরঃ (খ) রাষ্ট্রপতি
(২৩) পঞ্চায়েত ব্যবস্থার __________ স্তর হলো গ্রাম পঞ্চায়েত –
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তরঃ (ক) প্রথম
(২৪) কোলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় –
(ক) সদস্য
(খ) মেয়র
(গ) কমিশনার
(ঘ) কাউন্সিলার
উত্তরঃ (ঘ) কাউন্সিলার