Class 7 Koshe Dekhi 10
Class 7 Koshe Dekhi 10
1. 3 টাকা 7 জন ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে । (দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে) এবার 7 জনের মােট টাকা হিসাব করে দেখি মােট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়।
সমাধানঃ 3 টাকা 7 জন ছেলেমেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে, প্রত্যেকে পাবে = 3 ÷ 7 = 0.428571 উত্তরঃ প্রত্যেকে 0.428571 পয়সা করে পাবে । সমাধানঃ 0.428571 পয়সার দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান = 0.43 পয়সা 0.43 × 7 = 3.01 ∴ মােট টাকা 3 টাকার = 3.01 − 3 = 0.01 বেশি উত্তরঃ মােট টাকা 3 টাকার 0.01 বেশি। |
2. আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে । (দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে)
আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মােট কত টাকা পেল ও 7 জন মেয়ে মােট কত টাকা পেল। 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মােট কত টাকা পেল হিসাব করি ও দেখি এই মােট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। সমাধানঃ 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে, প্রত্যেকে পাবে = 22 ÷ 15 = 1.46666666 = 1.47 টাকা (দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে) (উত্তর)
∴ 8 জন ছেলে মােট টাকা পেল = 1.47 × 8 = 11.76 টাকা ∴ 7 জন মেয়ে মােট টাকা পেল = 1.47 × 7 = 10.29 টাকা ∴ 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মােট টাকা পেল = 11.76 টাকা + 10.29 টাকা = 22.05 টাকা (উত্তর)
এই মােট টাকা 22 টাকার = 22.05 টাকা − 22 টাকা = 0.05 টাকা বেশি (উত্তর) উত্তরঃ |
3. আলাে 1 সেকেণ্ডে যায় 186000 মাইল। আবার 1 মাইল = 1.6093 কিমি.। আলাে 1 সেকেণ্ডে যতদূর যায় তা কিলােমিটারে আসন্নমানে প্রকাশ করি। (তিন দশমিক স্থান পর্যন্ত আসন্নমানে)
সমাধানঃ আলাে 1 সেকেণ্ডে যায় 186000 মাইল 1 মাইল = 1.6093 কিমি. ∴ 186000 মাইল = 186000 × 1.6093 কিমি. = 299329.8 কিমি. = 299330 কিমি. (উত্তর) |
4. 0.997-এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান লিখি।
সমাধানঃ 0.997-এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান = 1.00 (উত্তর) |
সমাধানঃ
(উত্তর) |
6. নীচের ভগ্নাংশগুলির দুই, তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান লিখি —
সমাধানঃ
উত্তরঃ |
7. নীচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি –
সমাধানঃ
উত্তরঃ |
8. আসন্নমানের ব্যবহারিক প্রয়ােগ –
i) 11 টা 9 মিনিট 40 সেকেণ্ডকে আসন্নমানে কত বলি [মিনিটে]?
সমাধানঃ 11 টা 9 মিনিট 40 সেকেণ্ড = (11 টা × 60) মিনিট + 9 মিনিট 40 সেকেণ্ড = 660 মিনিট + 9 মিনিট 40 সেকেণ্ড = 669 মিনিট 40 সেকেণ্ড = 669 মিনিট + (40 সেকেণ্ড ÷ 60) মিনিট = 669 মিনিট + 0.666666 মিনিট = 669 মিনিট + 0.67 মিনিট = 669.67 মিনিট (উত্তর) |
ii) জুতাের দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্নমানে জুতাের দাম কত ধরি ?
সমাধানঃ জুতাের দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্নমানে জুতাের দাম 100 টাকা (উত্তর) |
iii) একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি. হলে আসন্নমানে রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি ?
সমাধানঃ কটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি. হলে আসন্নমানে রেখাংশটির দৈর্ঘ্য = 1.6 সেমি. (উত্তর) |
iv) মুদির দোকানে পােস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্নমানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা লিখি।
সমাধানঃ দোকানদার আসন্নমানে 100গ্রাম জিনিসের দাম নেয় (উত্তর) |
Class 7 Koshe Dekhi 10
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)
Class 7 Koshe Dekhi 10,Class 7 Koshe Dekhi 10,Class 7 Koshe Dekhi 10,Class 7 Koshe Dekhi 10,Class 7 Koshe Dekhi 10