Thu. Sep 21st, 2023

Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 80

Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 80

 

1. সঠিক উত্তর নির্বাচন করে লেখো :

গদ্যাংশ

(i) ‘বিংশতিদ্বয়ম্’ মানে কি? – চল্লিশ

(ii) চৌর্যশাস্ত্র লিখেছেন – স্কন্দ

(iii) ‘বাজহার’ পদের অর্থ কী? বলল

(iv) গুহার শিখর কেমন ছিল? – ঋজু

পদ্যাংশ

(v) কল্পলতা কাকে বলা হয়েছে? – গঙ্গা

(vi) শঙ্কর মৌলিবিহারিনী – কোন বিভক্তি? – সম্বোধন

(vii) কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? – সত্ত্ব ও রজঃ

(viii) ‘লোকেষু কিঞ্চন’ লোক কটি? – তিনটি

নাট্যাংশ

(ix) কৌমুদী কাকে বিবাহ করেত চেয়েছিল? – বসন্ত

(x) নাটকের শেষে নেপথ্য কী শোনা গিয়েছিল? – মৃদঙ্গধ্বনি

 

(xi) নাটকে রাজার নাম কি? – ইন্দ্রবর্মা

(xii) ‘উদ্বাহ’ শব্দের অর্থ কী? – বিবাহ

সাহিত্যের ইতিহাস

(xiii) ‘বরাহমিহির কোথায় জন্মগ্রহণ করেন? – পাটলিপুত্র

(xiv) বপ্রক্রীড়া কাদের খেলা? – হাতিদের

(xv) ‘মুদ্রারাক্ষসম্’ কি ধরনের নাটক? – রাজনৈতিক

2. পূর্ণ বাক্যে উত্তর দাও :

গদ্যাংশ (যে কোনো তিনটি)

(i) “ধান্যস্যূতা” পদের অর্থ কি?

উত্তরঃ ধানের বস্তা

(ii) “স্বস্বান্বানারুহ্য” পদের সন্ধি বিচ্ছেদ কর।

উত্তরঃ স্ব+স্ব+অশ্বান্+আরুহ্য

(iii) “চিচ্ছেদ” এখানে কোন ধাতু আছে?

উত্তরঃ √ছিদ

 

(iv) “নিঃশ্রীকঃ” – পদটি কার বিশেষণ?

উত্তরঃ কুটিরের

পদ্যাংশ

(v) নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন কারো নাম পাঠ্যাংশ অনুসারে বলো।

উত্তরঃ জনক এবং অশ্বপতি

(vi) গঙ্গা তালের মহিমা কোথায় বর্ণিত?

উত্তরঃ বেদে বা নিগমে

(vii) শ্রীমৎভগবতগীতাতে কয়টি অধ্যায় আছে?

উত্তরঃ ১৮টি

(viii) মিথ্যাচারী কাকে বলে?

উত্তরঃ যারা কর্মেন্দ্রিয়গুলিতে সংযত রেখে জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে বিষয় ভোগের চিন্তা করে তাদেরই মিথ্যাচারী বলা
হয়।

নাট্যাংশ

(ix) রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন?

উত্তরঃ বিবাহ নিয়ে

(x) রাজার সাথে কার বিবাহ হওয়ার কথা?

উত্তরঃ কনকলেথা

 

(xi) “বাসন্তিকস্বপ্নম্” নাটকে কয়টি অংক আছে?

উত্তরঃ পাঁচটি

(xii) “ইতি প্রণম্য নিষ্ক্রান্তা” – কে নিষ্ক্রান্ত হল?

উত্তরঃ প্রমোদ

সাহিত্যের ইতিহাস

(xiii) একটি সংস্কৃত বিয়োগান্তক নাটকের নাম লেখ?

উত্তরঃ মহাকবি ভাসের লেখা “কর্ণভারম”।

(xiv) ভাসের রামায়ণমূলক নাটকগুলির নাম লেখ।

উত্তরঃ প্রতিমা এবং অভিষেক

(xv) আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট?

উত্তরঃ জ্যোতির্বিদ্যা

 

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 80,Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 80,Higher Secondary ABTA Test Paper 2023 Sanskrit Page AC 80

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!