Sat. Dec 21st, 2024

HS ABTA Test Paper 2023 Geography Page AC 237

HS ABTA Test Paper 2023 Geography Page AC 237

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (সকল প্রশ্ন আবশ্যিক) :

(i) যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে – আরোহণ প্রক্রিয়া

(ii) পাললিক শিলা গঠিত হওয়ায় সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এ ধরনের জলকে বলা
হয় – সহজাত জল

(iii) সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট ‘বাঁধের’ একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্যপ্রান্ত স্থলভাগের সাথে যুক্ত থাকে, তাকে বলে – স্পিট

(iv) ক্যালফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত, তা হলো- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

(v) গম্বুজাকৃতি পাহাড়ে কোন্ ধরনের নদী-নকশার সৃষ্টি হয়? – কেন্দ্রাবিমুখ

(vi) মৃত্তিকা পরিলেখ ‘A’ স্তর থেকে ‘B’ স্তরে পদার্থের অপসারনের পদ্ধতিকে বলে – এলুভিয়েশান

(vii) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে – রেড ডেটা বুক

(viii) একটি ‘মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো – ভূপাল গ্যাস বিপর্যয়

(ix) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো – নাইট্রোজেন

(x) ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত, তা হল – হ্যারিকেন

(xi) যে কৃষিব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রী করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজীর চাষ করা হয়, তাকে বলে- উদ্যান কৃষি

 

(xii) পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো- দ্বিতীয় ক্ষেত্র

(xiii) ভারতের প্রথম কার্পাস-বয়ন শিল্প স্থাপিত হয় – ঘুসুড়িতে

(xiv) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সাথে জড়িত, তা হলো – মাছ

(xv) ভারতের বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো – HS ABTA Test Paper 2023 Geography Page AC 237

(xvi) ‘সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত, তা হলো – পরামর্শদান

(xvii) কোনো শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলে – মহানগর

(xviii) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত – মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য

(xix) ‘ওজোন স্তর’ ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী, তা হলো- ক্লোরোফ্লোরোকার্বন

(xx) ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো – দল্লি-রাজহারা

(xxi) সুয়েজ খাল সংযুক্ত করেছে – ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

 

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

HS ABTA Test Paper 2023 Geography Page AC 237,HS ABTA Test Paper 2023 Geography Page AC 237

2 thoughts on “HS ABTA Test Paper 2023 Geography Page AC 237”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!