Skip to content

HS ABTA Test Paper 2023 Geography Page AC 237

HS ABTA Test Paper 2023 Geography Page AC 237

HS ABTA Test Paper 2023 Geography Page AC 237

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (সকল প্রশ্ন আবশ্যিক) :

(i) যে প্রক্রিয়ায় ভূ-পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে – আরোহণ প্রক্রিয়া

(ii) পাললিক শিলা গঠিত হওয়ায় সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এ ধরনের জলকে বলা
হয় – সহজাত জল

(iii) সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট ‘বাঁধের’ একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্যপ্রান্ত স্থলভাগের সাথে যুক্ত থাকে, তাকে বলে – স্পিট

(iv) ক্যালফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত, তা হলো- ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

(v) গম্বুজাকৃতি পাহাড়ে কোন্ ধরনের নদী-নকশার সৃষ্টি হয়? – কেন্দ্রাবিমুখ

(vi) মৃত্তিকা পরিলেখ ‘A’ স্তর থেকে ‘B’ স্তরে পদার্থের অপসারনের পদ্ধতিকে বলে – এলুভিয়েশান

(vii) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে – রেড ডেটা বুক

(viii) একটি ‘মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো – ভূপাল গ্যাস বিপর্যয়

(ix) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো – নাইট্রোজেন

(x) ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত, তা হল – হ্যারিকেন

(xi) যে কৃষিব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রী করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজীর চাষ করা হয়, তাকে বলে- উদ্যান কৃষি

 

(xii) পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো- দ্বিতীয় ক্ষেত্র

(xiii) ভারতের প্রথম কার্পাস-বয়ন শিল্প স্থাপিত হয় – ঘুসুড়িতে

(xiv) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সাথে জড়িত, তা হলো – মাছ

(xv) ভারতের বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো – HS ABTA Test Paper 2023 Geography Page AC 237

(xvi) ‘সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত, তা হলো – পরামর্শদান

(xvii) কোনো শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলে – মহানগর

(xviii) আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত – মোটরগাড়ি নির্মাণ শিল্পের জন্য

(xix) ‘ওজোন স্তর’ ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী, তা হলো- ক্লোরোফ্লোরোকার্বন

(xx) ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো – দল্লি-রাজহারা

(xxi) সুয়েজ খাল সংযুক্ত করেছে – ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে

 

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

HS ABTA Test Paper 2023 Geography Page AC 237,HS ABTA Test Paper 2023 Geography Page AC 237

2 thoughts on “HS ABTA Test Paper 2023 Geography Page AC 237”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!