Sat. Jul 27th, 2024

HS ABTA Test Paper 2023 Geography Page AC 235

HS ABTA Test Paper 2023 Geography Page AC 235

1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো (সকল প্রশ্ন আবশ্যিক) :

(i) নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? – অগ্ন্যুৎপাত

(ii) রসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় – আর্দ্র জলবায়ু অঞ্চলে 

(iii) ব্লো-হোলকে স্কটল্যান্ডে বলে – গ্লুপ

(iv) নদীগ্রাস স্বাভাবিক ক্ষয়চক্রের – যৌবন অবস্থায় দেখা যায়

(v) ‘সিনেট’ শব্দটির অর্থ হলো- পাখির পালকের ন্যায়

(vi) মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক হলো – ভূ-প্রকৃতি

(vii) ‘চারনোজেম’ মৃত্তিকা দেখা যায় – নাতিশীতোষ্ণ অঞ্চল

(viii) ‘সাইক্লোন’ শব্দটি প্রথম ব্যবহার করেন – হেনরি পিডিংটন

(ix) গ্রিনল্যান্ডে সারাবছর বিরাজ করে – প্রতীপ ঘূর্ণবাত

(x) ব্রিক ফিল্ডার হলো – স্থানীয় বায়ু

(xi) ‘জীববৈচিত্র্য’ শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় যে সম্মেলনে – রিও-ডি-জেনিরো

(xii) শস্যপ্রগাড়তা বৃদ্ধির প্রধান কারণ – জলসেচের উন্নতি

(xiii) উচ্চফলনশীল সংকর বীজের আবিষ্কর্তা হলেন- নরম্যান বোরলগ

(xiv) লম্ শিল্পস্থাপন তত্ত্ব প্রকাশ করেন – ১৯৫৪ খ্রিস্টাব্দে

(xv) টোকিও-ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো – লৌহ ইস্পাত শিল্প

(xvi) বিশ্ববাণিজ্য সংস্থার পূর্বসূরির নাম – গ্যাট

(xvii) শিল্প বিপ্লব যে ধরনের কাজে অগ্রগতি এনেছে – গবেষণা

(xviii) কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি স্থির হয়ে আছে? – আমেরিকা যুক্তরাষ্ট্রে

(xix) ‘মেধাপ্রবাহ’ শব্দটি যে ধরনের পরিব্রাজনের সঙ্গে যুক্ত তা হল – আন্তর্জাতিক পরিব্রাজন

(xx) পরিকল্পনা অঞ্চলের ক্ষুদ্রতম একক হলো – গ্রাম পঞ্চায়েতে

(xxi) জনসংখ্যা বিস্ফোরণ হলো – মানবীয় দুর্যোগ

 

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

HS ABTA Test Paper 2023 Geography Page AC 235,HS ABTA Test Paper 2023 Geography Page AC 235

3 thoughts on “HS ABTA Test Paper 2023 Geography Page AC 235”
  1. iii) ব্লো হোল কে স্কটল্যান্ড এ গ্লুপ বলে জিও নয়… Reference – আধুনিক ভূগোল — ড. যুধিষ্ঠির হাজরা | অধ্যাপক দুলাল দাস (Book India)
    উচ্চমাধ্যমিক ভূগোল পরিচয় — ড. অনীশ চট্টোপাধ্যায় | শীর্ষেন্দু ঘোষাল (ABS Publishing House)

    1. অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তরটি জানানোর জন্য। এখন উত্তরটি সঠিক করে দেওয়া হয়েছে।

      ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!