Mon. May 20th, 2024

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159

1. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

(i) ‘Logos’ শব্দটির অর্থ হলো- চিন্তা

 

(ii) একটি বচন সর্বদা – সত্য / মিথ্যা

 

(iii) শর্ত অনুসারে বচন – দুই প্রকার

 

(iv) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধীতার সম্বন্ধ তা হলো – বিপরীত বিরোধিতা

 

(v) অমাধ্যম অনুমানে কয়টি বচন থেকে সিন্ধান্ত পাওয়া যায়- একটি বচন থেকে

 

(vi) অসম বিরোধীতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে – অনিশ্চিত

 

(vii) যে বচনের আবর্তন সম্ভব নয় সেটি হলো – O বচন

 

(viii) রবীন্দ্রনাথ হয় বিশ্বকবি, বিশ্বকবি হয় রবীন্দ্রনাথ, এটি হলো – সম আবর্তন

 

(ix) নিরপেক্ষ ন্যায়ে সংস্থানের সংখ্যা হলো – চারটি

 

(x) BARBARA মূর্তিটি বৈধ হয় – প্রথম সংস্থানে

 

(xi) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তর প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো – পূর্বগ ও অনুগ

 

(xii) যদি p তাহলে q, নয় p নয় – এই যুক্তি আকারটি হলো – বৈধ MT

 

(xiii) শূন্য শ্রেণির বুলীয় ভাষ্যটি হলো – S=O

 

(xiv) কোনো মানুষ নয় শূণ্য সত্তা – বচনটির ভেনচিত্র হলো –

 

(xv) কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে – অঙ্গবচন ও যোজকের উপর

 

(xvi) যে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে – স্বতঃ মিথ্যা বচন

(xvii) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো – প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি

(xviii) আরোহ অনুমানের সমস্যাটি হলো- সামান্যীকরণ

(xix) সাদৃশ্য কীসের ভিত্তি – উপমা যুক্তি

(xx) “পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান” – একথা বলে – কার্ভেথ রীড়

(xxi) বহুকারণ বাদের একজন সমর্থক হলেন- মিল

(xxii) দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো – অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি

(xxiii) নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো

পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা
ABC abc
ADE ade
AFQ afq

সুতরাং A হল a এর কারণ – অন্বয়ী পদ্ধতি

(xxiv) “অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ” – বাক্যটিতে ‘কারণ’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো – অব্যশিক শর্ত

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159,HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159,HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!