Skip to content

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159

1. নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

(i) ‘Logos’ শব্দটির অর্থ হলো- চিন্তা

 

(ii) একটি বচন সর্বদা – সত্য / মিথ্যা

 

(iii) শর্ত অনুসারে বচন – দুই প্রকার

 

(iv) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধীতার সম্বন্ধ তা হলো – বিপরীত বিরোধিতা

 

(v) অমাধ্যম অনুমানে কয়টি বচন থেকে সিন্ধান্ত পাওয়া যায়- একটি বচন থেকে

 

(vi) অসম বিরোধীতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে – অনিশ্চিত

 

(vii) যে বচনের আবর্তন সম্ভব নয় সেটি হলো – O বচন

 

(viii) রবীন্দ্রনাথ হয় বিশ্বকবি, বিশ্বকবি হয় রবীন্দ্রনাথ, এটি হলো – সম আবর্তন

 

(ix) নিরপেক্ষ ন্যায়ে সংস্থানের সংখ্যা হলো – চারটি

 

(x) BARBARA মূর্তিটি বৈধ হয় – প্রথম সংস্থানে

 

(xi) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তর প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো – পূর্বগ ও অনুগ

 

(xii) যদি p তাহলে q, নয় p নয় – এই যুক্তি আকারটি হলো – বৈধ MT

 

(xiii) শূন্য শ্রেণির বুলীয় ভাষ্যটি হলো – S=O

 

(xiv) কোনো মানুষ নয় শূণ্য সত্তা – বচনটির ভেনচিত্র হলো –

 

(xv) কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে – অঙ্গবচন ও যোজকের উপর

 

(xvi) যে যৌগিক বচনের সত্যসারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে – স্বতঃ মিথ্যা বচন

(xvii) আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো – প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি

(xviii) আরোহ অনুমানের সমস্যাটি হলো- সামান্যীকরণ

(xix) সাদৃশ্য কীসের ভিত্তি – উপমা যুক্তি

(xx) “পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান” – একথা বলে – কার্ভেথ রীড়

(xxi) বহুকারণ বাদের একজন সমর্থক হলেন- মিল

(xxii) দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো – অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি

(xxiii) নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো

পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা
ABC abc
ADE ade
AFQ afq

সুতরাং A হল a এর কারণ – অন্বয়ী পদ্ধতি

(xxiv) “অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ” – বাক্যটিতে ‘কারণ’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো – অব্যশিক শর্ত

আরো পড়ুন :

H.S ABTA Test Paper 2022-2023 All subjects solution

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159,HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159,HS ABTA Test Paper 2023 Philosophy Page AC 159

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!