koshe dekhi 14 class 6
koshe dekhi 14 class 6
1. নীচের ছবির মধ্যে ছেদবিন্দু খুঁজি ও লিখি –
(i)
উত্তরঃ উপরের চিত্রে তিনটি ছেদবিন্দু আছে। তারা যথাক্রমে D, E, F
(ii)
উত্তরঃ উপরের চিত্রে পাঁচটি ছেদবিন্দু আছে। তারা যথাক্রমে P, Q, R, S, T
(iii)
উত্তরঃ উপরের চিত্রে চারটি ছেদবিন্দু আছে। তারা যথাক্রমে A, B, C, D
(iv)
উত্তরঃ উপরের চিত্রে পাঁচটি ছেদবিন্দু আছে। তারা যথাক্রমে K, L, M, N, O
koshe dekhi 14 class 6
2. নীচের প্রতি ছবিতে সরলরেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি –
(i)
উত্তরঃ
উপরের চিত্রে 2 টি সরলরেখাংশ আছে। তারা যথাক্রমে
এবং 2 টি রশ্মি আছে। তারা যথাক্রমে
(ii)
উত্তরঃ
উপরের চিত্রে 3 টি সরলরেখাংশ আছে। তারা যথাক্রমে
এবং 2 টি রশ্মি আছে। তারা যথাক্রমে
(iii)
উত্তরঃ
উপরের চিত্রে 4 টি সরলরেখাংশ আছে। তারা যথাক্রমে
এবং 2 টি রশ্মি আছে। তারা যথাক্রমে
(iv)
উত্তরঃ
উপরের চিত্রে 2 টি সরলরেখাংশ আছে। তারা যথাক্রমে
এবং 4 টি রশ্মি আছে। তারা যথাক্রমে
3.
(i) X, Y ও Z বিন্দুকে কি বলবো?
(ii) এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ তৈরি হয়?
উত্তরঃ
(i) সমরেখ
(ii) তিনটি (XY,YZ,XZ)
4.
ছবি থেকে
(i) তিন জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে লিখি।
উত্তরঃ
1) AB//CD
2) CD//EF
3) AB//EF
ছবি থেকে
(ii) তিন জোড়া পরস্পরছেদি সরলরেখা খুঁজে লিখি।
উত্তরঃ
1) (PQ, MN)
2) (PQ, GH)
3) (MN, RS)
ছবি থেকে
(iii) ছয়টি সরলরেখাংশ খুঁজে লিখি।
উত্তরঃ
AC, CE, BD, DF, AB, CD
5.
(i) এই ছবি থেকে ছেদবিন্দুগুলি লিখি।
উত্তরঃ
উপরের চিত্রে 7 টি ছেদবিন্দু আছে। তারা যথাক্রমে A, B, C, D, E, F, O
5.
(ii) সমরেখ বিন্দু আলাদা করি ও লিখি।
উত্তরঃ
1) A, F, B
2) A, O, D
3) A, E, C
4) B, D, C
5) B, O, E
6) C, O, F
5.
(iii) সরলরেখাংশগুলি আলাদা করে লিখি।
উত্তরঃ
AB, BC, CA, AF, FB, BD, DC, CE, EA, AO, OD, BO, OE, CO, OF
5.
(iv) সমবিন্দু সরলরেখাংশগুলি লিখি।
উত্তরঃ
OA, OB, OC, OD, OE, OF
6. ঠিক হলে (√) দিই ও ভুল হলে (×) দিই :
(i) সরলরেখাংশের উপরে Y, Z ও W বিন্দু তিনটি সমরেখ।
উত্তরঃ ঠিক (√)
6. ঠিক হলে (√) দিই ও ভুল হলে (×) দিই :
(ii) ও একই রশ্মি।
উত্তরঃ ঠিক (√)
6. ঠিক হলে (√) দিই ও ভুল হলে (×) দিই :
(iii) ও একই রশ্মি।
উত্তরঃ ভুল (×)
6.
(iv) রশ্মির উপরে Z একটি বিন্দু।
উত্তরঃ ভুল (×)
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(i) একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি।
উত্তরঃ অসংখ্য
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(ii) দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি।
উত্তরঃ একটি
koshe dekhi 14 class 6
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(iii) তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি দেখি।
উত্তরঃ তিনটি
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(iv) সরলরেখাংশর কতগুলি প্রান্তবিন্দু আছে ও কী কী লিখি।
উত্তরঃ দুটি , A ও B
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(v) রশ্মির প্রান্তবিন্দু কটি লিখি।
উত্তরঃ একটি
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(vi) সরলরেখা, সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে লিখি।
উত্তরঃ সরলরেখাংশ
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(vii) ও রশ্মি একই কিনা লিখি।
উত্তরঃ একই নয়
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(viii) ও সরলরেখাংশ দুটি কী সমান? কোন দিক থেকে সমান?
উত্তরঃ হ্যাঁ , ও এর দৈর্ঘ্য সমান
koshe dekhi 14 class 6
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(ix) দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে?
উত্তরঃ একটি
7. উত্তর খোঁজার চেষ্টা করি –
(x) একই সমতলে অবস্থিত তিনটি অসমাপাতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে?
উত্তরঃ তিনটি
koshe dekhi 14 class 6
8. নিজে আঁকার চেষ্টা করি –
(i) ও দুটি পরস্পরছেদি সরলরেখাংশ আঁকি যারা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে।
সমাধানঃ
8. নিজে আঁকার চেষ্টা করি –
(ii) স্কেলের সাহায্যে ও দুটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি।
সমাধানঃ
8. নিজে আঁকার চেষ্টা করি –
(iii) একটি রশ্মি আঁকি যার মধ্যে S একটি বিন্দু থাকবে।
সমাধানঃ
8. নিজে আঁকার চেষ্টা করি –
(iv) ও দুটি সরলরেখাংশ আঁকি যারা C বিন্দুতে মিলিত হয়েছে।
সমাধানঃ
koshe dekhi 14 class 6
9. নীচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি –
(i) সেমি. =
সমাধানঃ
9. নীচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি –
(ii) সেমি. =
সমাধানঃ
9. নীচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি –
(iii) = + +
সমাধানঃ
9. নীচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি –
(iv) সেমি. =
সমাধানঃ
9. নীচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি –
(v) সেমি.
সমাধানঃ
9. নীচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি –
(vi) সেমি.
সমাধানঃ
9. নীচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি –
(vii) সেমি.
সমাধানঃ
koshe dekhi 14 class 6
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)