Koshe dekhi 16.1 class 6
Koshe dekhi 16.1 class 6
1. সংখ্যারেখা তৈরি করে নীচের সংখ্যাগুলাে সংখ্যারেখায় দেখাই ও নাম দিই।
+ 5, − 2, + 3, − 6, + 2, − 5, – এ যথাক্রমে A, B, C, D, E ও F নাম দিই।
(a) B থেকে E -এর দূরত্ব কত ঘর মাপি।
সমাধানঃ
B(−2) থেকে E(+2) -এর দূরত্ব
= (−2) − (+2)
= −2 − 2
= − 4
= 4 ঘর (উত্তর)
1. সংখ্যারেখা তৈরি করে নীচের সংখ্যাগুলাে সংখ্যারেখায় দেখাই ও নাম দিই।
+ 5, − 2, + 3, − 6, + 2, − 5, – এ যথাক্রমে A, B, C, D, E ও F নাম দিই।
(b) A, B -এর থেকে কত ঘর ডানদিকে মাপি।
সমাধানঃ
A(+ 5), B(− 2) -এর থেকে ডানদিকে অবস্থিত
= (− 2) − (+ 5)
= − 2 − 5
= − 7
= 7 ঘর (উত্তর)
1. সংখ্যারেখা তৈরি করে নীচের সংখ্যাগুলাে সংখ্যারেখায় দেখাই ও নাম দিই।
+ 5, − 2, + 3, − 6, + 2, − 5, – এ যথাক্রমে A, B, C, D, E ও F নাম দিই।
(c) D, E -এর থেকে কত ঘর বামদিকে মাপি।
সমাধানঃ
D(−6), E (+2) -এর থেকে বামদিকে অবস্থিত
= (+2) − (−6)
= + 2 + 6
= + 8
= 8 ঘর (উত্তর)
1. সংখ্যারেখা তৈরি করে নীচের সংখ্যাগুলাে সংখ্যারেখায় দেখাই ও নাম দিই।
+ 5, − 2, + 3, − 6, + 2, − 5, – এ যথাক্রমে A, B, C, D, E ও F নাম দিই।
(d) D, F -এর থেকে কত ঘর বামদিকে মেপে লিখি।
সমাধানঃ
D(−6), F(− 5) -এর থেকে বামদিকে অবস্থিত
= (− 5) − (−6)
= − 5 + 6
= + 1
= 1 ঘর (উত্তর)
1. সংখ্যারেখা তৈরি করে নীচের সংখ্যাগুলাে সংখ্যারেখায় দেখাই ও নাম দিই।
+ 5, − 2, + 3, − 6, + 2, − 5, – এ যথাক্রমে A, B, C, D, E ও F নাম দিই।
(e) A ও F -এর ঘরে যে সংখ্যাটি আছে তাদের মধ্যে সম্পর্ক কী?
সমাধানঃ
A =+5 , F =− 5
+5 ও −5 এর মধ্যে সম্পর্ক হল, এরা পরস্পর বিপরীত সংখ্যা। (উত্তর)
1. সংখ্যারেখা তৈরি করে নীচের সংখ্যাগুলাে সংখ্যারেখায় দেখাই ও নাম দিই।
+ 5, − 2, + 3, − 6, + 2, − 5, – এ যথাক্রমে A, B, C, D, E ও F নাম দিই।
(f) B ও E -এর ঘরে যে সংখ্যাদুটি আছে তাদের পরম মান কী?
সমাধানঃ
B = −2, E = + 2
∴ B ও E -এর ঘরের সংখ্যাদুটির পরম মান 2 (উত্তর)
2. নীচের রাশিগুলাে কী বােঝায় লিখি –
(a) – 10 টাকা লাভ
সমাধানঃ
– 10 টাকা লাভ অর্থাৎ,
10 টাকা ক্ষতি (উত্তর)
2. নীচের রাশিগুলাে কী বােঝায় লিখি –
(b) – 15 মিটার উপরে
সমাধানঃ
– 15 মিটার উপরে অর্থাৎ,
15 মিটার নিচে (উত্তর)
2. নীচের রাশিগুলাে কী বােঝায় লিখি –
(c) – 36 গ্রাম কম
সমাধানঃ
– 36 গ্রাম কম অর্থাৎ,
36 গ্রাম বেশি (উত্তর)
2. নীচের রাশিগুলাে কী বােঝায় লিখি –
(d) – 18 মিটার পূর্বদিকে
সমাধানঃ
– 18 মিটার পূর্বদিকে
অর্থাৎ,
18 মিটার পশ্চিমদিকে (উত্তর)
2. নীচের রাশিগুলাে কী বােঝায় লিখি –
(e) – 23 টাকা জমা
সমাধানঃ
– 23 টাকা জমা
অর্থাৎ,
23 টাকা খরচ (উত্তর)
2. নীচের রাশিগুলাে কী বােঝায় লিখি –
(f) – 5 কিমি. দক্ষিণ দিকে
সমাধানঃ
– 5 কিমি. দক্ষিণ দিকে
অর্থাৎ,
5 কিমি. উত্তরদিকে (উত্তর)
3. নীচের সংখ্যাগুলির পরম মান লিখি –
(a) − 12
সমাধানঃ
− 12 এর পরম মান 12 (উত্তর)
3. নীচের সংখ্যাগুলির পরম মান লিখি –
(b) + 13
সমাধানঃ
+ 13 এর পরম মান 13 (উত্তর)
Koshe dekhi 16.1 class 6
3. নীচের সংখ্যাগুলির পরম মান লিখি –
(c) − 22
সমাধানঃ
− 22 এর পরম মান 22 (উত্তর)
3. নীচের সংখ্যাগুলির পরম মান লিখি –
(d) − 61
সমাধানঃ
− 61 এর পরম মান 61 (উত্তর)
3. নীচের সংখ্যাগুলির পরম মান লিখি –
(e) + 17
সমাধানঃ
+ 17 এর পরম মান 17 (উত্তর)
Koshe dekhi 16.1 class 6
4. নীচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি –
(a) 10 টাকা ব্যয়
সমাধানঃ
10 টাকা ব্যয় এর বিপরীত রাশিটি হল
10 টাকা জমা / −10 টাকা ব্যয়। (উত্তর)
4. নীচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি –
(b) − 15 মিটার উপরে ওঠা
সমাধানঃ
− 15 মিটার উপরে ওঠা এর বিপরীত রাশিটি হল
15 মিটার উপরে ওঠা / − 15 মিটার নিচে নামা । (উত্তর)
4. নীচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি –
(c) 81 টাকা লাভ
সমাধানঃ
81 টাকা লাভ এর বিপরীত রাশিটি হল
81 টাকা ক্ষতি / − 81 টাকা লাভ । (উত্তর)
Koshe dekhi 16.1 class 6
4. নীচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি –
(d) − 35 মিটার নীচে নামা
সমাধানঃ
− 35 মিটার নীচে নামা এর বিপরীত রাশিটি হল
35 মিটার নীচে নামা / − 35 মিটার উপরে ওঠা । (উত্তর)
4. নীচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি –
(e) − 24 কিলােগ্রাম ওজন বৃদ্ধি
সমাধানঃ
− 24 কিলােগ্রাম ওজন বৃদ্ধি এর বিপরীত রাশিটি হল
24 কিলােগ্রাম ওজন বৃদ্ধি / − 24 কিলােগ্রাম ওজন হ্রাস । (উত্তর)
4. নীচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি –
(f) 28 মিটার ডানদিকে
সমাধানঃ
28 মিটার ডানদিকে এর বিপরীত রাশিটি হল
28 মিটার বামদিকে / − 28 মিটার ডানদিকে । (উত্তর)
Koshe dekhi 16.1 class 6
4. নীচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি –
(g) 9 কিগ্রা. ওজন হ্রাস
সমাধানঃ
9 কিগ্রা. ওজন হ্রাস এর বিপরীত রাশিটি হল
9 কিগ্রা. ওজন বৃদ্ধি / − 9 কিগ্রা. ওজন হ্রাস । (উত্তর)
5. সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে < বা > চিহ্ন বসাই –
(i) 0 5
সমাধানঃ
0 < 5
5. সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে < বা > চিহ্ন বসাই –
(ii) 0 − 6
সমাধানঃ
0 > −6
Koshe dekhi 16.1 class 6
5. সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে < বা > চিহ্ন বসাই –
(iii) 6 − 6
সমাধানঃ
6 > −6
5. সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে < বা > চিহ্ন বসাই –
(iv) − 8 − 10
সমাধানঃ
−8 > −10
5. সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে < বা > চিহ্ন বসাই –
(v) − 1 − 11
সমাধানঃ
−1 > −11
5. সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে < বা > চিহ্ন বসাই –
(vi) 11 15
সমাধানঃ
11 < 15
5. সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে < বা > চিহ্ন বসাই –
(vii) − 10 2
সমাধানঃ
−10 < 2
5. সংখ্যারেখার সাহায্যে ফাঁকা ঘরে < বা > চিহ্ন বসাই –
(viii) − 100 − 50
সমাধানঃ
− 100 < − 50
Koshe dekhi 16.1 class 6
6. (i) − 12 এর চেয়ে ছােটো 4 টি ঋণাত্মক পূর্ণসংখ্যা লিখি।
সমাধানঃ
− 12 এর চেয়ে ছােটো 4 টি ঋণাত্মক পূর্ণসংখ্যা হল
− 13, − 14, − 15, ও − 16
Koshe dekhi 16.1 class 6
6. (ii) − 8 এর চেয়ে বড়াে 4 টি ঋণাত্মক পূর্ণসংখ্যা লিখি।
সমাধানঃ
− 8 এর চেয়ে বড়াে 4 টি ঋণাত্মক পূর্ণসংখ্যা হল
− 7, − 6, − 5, ও − 4
Koshe dekhi 16.1 class 6
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)