Thu. Nov 21st, 2024

Koshe dekhi 7.1 class 9

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(i) {\color{Blue} 2x^{6}-4x^{5}+7x^{2}+3}

সমাধানঃ 

2x^{6}-4x^{5}+7x^{2}+3 

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা। 

প্রদত্ত সংখ্যামালাটির মাত্রা = 6

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(ii) {\color{Blue} x^{-2}+2x^{-1}+4}

সমাধানঃ 

x^{-2}+2x^{-1}+4

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয় । 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা নয় । 

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(iii) {\color{Blue} y^{3}-\frac{3}{4}y+\sqrt{7}}

সমাধানঃ 

y^{3}-\frac{3}{4}y+\sqrt{7}

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (y) সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা। 

প্রদত্ত সংখ্যামালাটির মাত্রা = 3

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(iv) {\color{Blue} \frac{1}{x}-x+2}

সমাধানঃ 

\frac{1}{x}-x+2

=x^{-1}-x+2

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয় । 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা নয় । 

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(v) {\color{Blue} x^{51}-1}

সমাধানঃ 

x^{51}-1

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা। 

প্রদত্ত সংখ্যামালাটির মাত্রা = 51

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(vi) {\color{Blue} \sqrt[3]{t}+\frac{t}{27}}

সমাধানঃ 

\sqrt[3]{t}+\frac{t}{27}

=t^{\frac{1}{3}}+\frac{t}{27}

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয় । 

কারণ : সংখ্যামালাটির চলের (t) সূচক অখণ্ড সংখ্যা নয় । 

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(vii) 15

সমাধানঃ 

15

= 15x{\color{Blue} \left [ \because x^{0}=1;x\neq 0 \right ]}

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা। 

প্রদত্ত সংখ্যামালাটির মাত্রা = 0

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(viii) 0

সমাধানঃ 

0

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি শূন্য বহুপদী সংখ্যামালা। 

প্রদত্ত সংখ্যামালাটির মাত্রা = অসজ্ঞাত 

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(ix) {\color{Blue} z+\frac{3}{z}+2}

সমাধানঃ 

z+\frac{3}{z}+2

=z+3z^{-1}+2

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয় । 

কারণ : সংখ্যামালাটির চলের (z) সূচক ধনাত্মক সংখ্যা নয় । 

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(x) {\color{Blue} y^{3}+4}

সমাধানঃ 

y^{3}+4

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (y) সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা। 

প্রদত্ত সংখ্যামালাটির মাত্রা = 3

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

1. নীচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি। যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি।

(xi) {\color{Blue} \frac{1}{\sqrt{2}}x^{2}-\sqrt{2}x+2}

সমাধানঃ

\frac{1}{\sqrt{2}}x^{2}-\sqrt{2}x+2

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা। 

প্রদত্ত সংখ্যামালাটির মাত্রা = 2

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

2. নীচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি।

(i) 2x + 17

সমাধানঃ 

2x + 17

প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সর্বোচ্চ ঘাত 1

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

2. নীচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি।

(ii) {\color{Blue} x^{3}+x^{2}+x+1}

সমাধানঃ 

x^{3}+x^{2}+x+1

প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সর্বোচ্চ ঘাত 3

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

2. নীচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি।

(iii) {\color{Blue} -3+2y^{2}+5xy}

সমাধানঃ 

-3+2y^{2}+5xy

প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (y) সর্বোচ্চ ঘাত 2

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

2. নীচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি।

(iv) {\color{Blue} 5-x-x^{3}}

সমাধানঃ 

5-x-x^{3}

প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সর্বোচ্চ ঘাত 3

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

2. নীচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি।

(v) {\color{Blue} \sqrt{2}+t-t^{2}}

সমাধানঃ 

\sqrt{2}+t-t^{2}

প্রদত্ত বহুপদী সংখ্যামালাটি একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (t) সর্বোচ্চ ঘাত 2

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

2. নীচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচলবিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচলবিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি।

(vi) {\color{Blue} \sqrt{5}x}

সমাধানঃ 

\sqrt{5}x

=\sqrt{5}x^{1}

প্রদত্ত সংখ্যামালাটি একচলবিশিষ্ট একঘাত সংখ্যামালা। 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সর্বোচ্চ ঘাত 1

বহুপদী সংখ্যামালা কষে দেখি 7.1

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

3. নীচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি।

(i) {\color{Blue} 5x^{3}-13x^{2}+2} – এর x3 -এর সহগ 

সমাধানঃ 

5x^{3}-13x^{2}+2 

প্রদত্ত সংখ্যামালাটিতে x3 -এর সহগ  5

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

3. নীচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি।

(ii)  {\color{Blue} x^{2}-x+2} – এর x -এর সহগ 

সমাধানঃ 

x^{2}-x+2

প্রদত্ত সংখ্যামালাটিতে x -এর সহগ −1

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

3. নীচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি।

(iii) 8x − 19  -এর x2 -এর সহগ 

সমাধানঃ 

8x − 19

=0\times x^{2}+8x-19

প্রদত্ত সংখ্যামালাটিতে x2 -এর সহগ 0

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

3. নীচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি।

(iv)  {\color{Blue} \sqrt{11}-3\sqrt{11}x+x^{2}} -এর  x0  -এর সহগ 

সমাধানঃ 

\sqrt{11}-3\sqrt{11}x+x^{2}

=\sqrt{11}x^{0}-3\sqrt{11}x+x^{2} {\color{Blue} \left [ \because x^{0}=1;x\neq 0 \right ]}

প্রদত্ত সংখ্যামালাটিতে x0 -এর সহগ {\color{DarkGreen} \sqrt{11}}

বহুপদী সংখ্যামালা কষে দেখি 7.1

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

4. আমি নীচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি।

(i) {\color{Blue} x^{4}+2x^{3}+x^{2}+x}

সমাধানঃ 

x^{4}+2x^{3}+x^{2}+x

যেহেতু, সংখ্যামালাটির চলের (x) সর্বোচ্চ ঘাত 4

সংখ্যামালাটির মাত্রা = 4

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

4. আমি নীচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি।

(ii) 7x − 5

সমাধানঃ 

7x − 5

যেহেতু, সংখ্যামালাটির চলের (x) সর্বোচ্চ ঘাত 1

সংখ্যামালাটির মাত্রা = 1

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

4. আমি নীচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি।

(iii) 16

সমাধানঃ 

16

= 16x {\color{Blue} \left [ \because x^{0}=1;x\neq 0 \right ]}

যেহেতু, সংখ্যামালাটির চলের (x) সর্বোচ্চ ঘাত 0

সংখ্যামালাটির মাত্রা = 0

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

4. আমি নীচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি।

(iv) {\color{Blue} 2-y-y^{3}}

সমাধানঃ 

2-y-y^{3}

যেহেতু, সংখ্যামালাটির চলের (y) সর্বোচ্চ ঘাত 3

সংখ্যামালাটির মাত্রা = 3

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

4. আমি নীচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি।

(v) 7t

সমাধানঃ 

7t

যেহেতু, সংখ্যামালাটির চলের (t) সর্বোচ্চ ঘাত 1

সংখ্যামালাটির মাত্রা = 1

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

4. আমি নীচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি।

(vi) {\color{Blue} 5-x^{2}+x^{19}}

সমাধানঃ 

5-x^{2}+x^{19}

যেহেতু, সংখ্যামালাটির চলের (x) সর্বোচ্চ ঘাত 19

সংখ্যামালাটির মাত্রা = 19

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

5. আমি দুটি আলাদা একচলবিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17

সমাধানঃ 

দুটি একচলবিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা যাদের মাত্রা 17 :

1) {\color{DarkGreen} t^{3}-t^{17}} [চল = t, পদ = t3t17 , মাত্রা = 17 ]

2) {\color{DarkGreen} x^{17}+17} [চল = x, পদ = x17 ও 17 , মাত্রা = 17 ]

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

6. আমি দুটি আলাদা একচলবিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4

সমাধানঃ 

দুটি একচলবিশিষ্ট একপদী সংখ্যামালা যাদের মাত্রা 4 :

1) 3a[চল = a, পদ = 3a4 , মাত্রা = 4 ]

2) x4 [চল = x, পদ = x4 , মাত্রা = 4 ]

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

7. আমি দুটি আলাদা একচলবিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3

সমাধানঃ 

দুটি একচলবিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা যাদের মাত্রা 3 :

1) {\color{DarkGreen} x^{3}+x+1}  [চল = x, পদ = x3x ও 1 ; মাত্রা = 3]

2) {\color{DarkGreen} 6y^{3}+5y^{2}+y}  [চল = y, পদ = 6y3 , 5y2 y ; মাত্রা = 3]

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

8. নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচলবিশিষ্ট, কোনগুলি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি।

(i) {\color{Blue} x^{2}+3x+2}

সমাধানঃ 

x^{2}+3x+2

প্রদত্ত সংখ্যামালাটি একচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 

[চল = x, পদ = x2 , 3x ও 2]

Koshe dekhi 7.1 class 9

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

8. নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচলবিশিষ্ট, কোনগুলি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি।

(ii) {\color{Blue} x^{2}+y^{2}+a^{2}}

সমাধানঃ 

x^{2}+y^{2}+a^{2}

প্রদত্ত সংখ্যামালাটি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 

[চল = x y (a = ধ্রুবক ), পদ = x2 , y2a2 ]

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

8. নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচলবিশিষ্ট, কোনগুলি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি।

(iii) {\color{Blue} y^{2}-4ax}

সমাধানঃ 

y^{2}-4ax

প্রদত্ত সংখ্যামালাটি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 

[চল = x y (a = ধ্রুবক ), পদ = y2 ও 4ax ]

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

8. নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচলবিশিষ্ট, কোনগুলি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি।

(iv) x + y + 2

সমাধানঃ 

x + y + 2

প্রদত্ত সংখ্যামালাটি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 

[চল = x y, পদ = x, y ও 2]

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

8. নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচলবিশিষ্ট, কোনগুলি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি।

(v) {\color{Blue} x^{8}+y^{4}+x^{5}y^{9}}

সমাধানঃ 

x^{8}+y^{4}+x^{5}y^{9}

প্রদত্ত সংখ্যামালাটি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 

[চল = x y , পদ = x, y4x5 y9  ]

বহুপদী সংখ্যামালা : কষে দেখি - 7.1

8. নীচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচলবিশিষ্ট, কোনগুলি দুইচলবিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি।

(vi) {\color{Blue} x+\frac{5}{x}}

সমাধানঃ 

x+\frac{5}{x}

=x+5x^{-1}

প্রদত্ত বীজগাণিতিক সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালা নয় । 

কারণ : সংখ্যামালাটির চলের (x) সূচক ধনাত্মক অখণ্ড সংখ্যা নয় । 

Koshe dekhi 7.1 class 9

Support Me

If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my Website. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay  on this number 7980608289 or by the link below :

Subscribe my Youtube channel : Science Duniya in Bangla

and    Learning Science

and visit Our website : learningscience.co.in 

গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান

গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান

জীবন বিজ্ঞান  (দশম শ্রেণী) (Life Science)

Thank You

2 thoughts on “Koshe dekhi 7.1 class 9”
  1. এই ওয়েবসাইটের অংক গুলো খুব সহজ তাই আমার খুব ভালো লেগেছে করে অনেক তাড়াতাড়ি বুঝে গেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!