Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 128
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 128
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ হরিদার বাড়ি ছিল–
(ক) শহরের ব্যস্ততম এলাকায়
(খ) গ্রামের মধ্যে
(গ) শহরের সবচেয়ে সরু গলির ভিতর
(ঘ) বস্তিতে।
উত্তরঃ (গ) শহরের সবচেয়ে সরু গলির ভিতর
১.২ ‘পথের দাবি’ কাহিনিটি যে উপন্যাসের অংশ-
(ক) বড়দিদি
(খ) বিরাজ বৌ
(গ) পল্লীসমাজ
(ঘ) পথের দাবী।
উত্তরঃ (ঘ) পথের দাবী
১.৩ অমৃতের বয়স—
(ক) আট বছর
(খ) নয় বছর
(গ) দশ বছর
(ঘ) বারো বছর।
উত্তরঃ (গ) দশ বছর
১.৪ “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, আফ্রিকা”– আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল-
(ক) স্রষ্টা
(খ) যুগান্তের কবি
(গ) শ্বেতাঙ্গরা
(ঘ) রুদ্র সমুদ্রের বাহু।
উত্তরঃ (ঘ) রুদ্র সমুদ্রের বাহু
১.৫ পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পেয়েছিলেন–
(ক) ১৯৭০ সালে
(খ) ১৯৭১ সালে
(গ) ১৯৭২ সালে
(ঘ) ১৯৭৯ সালে।
উত্তরঃ (খ) ১৯৭১ সালে
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ “দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের কর”– এখানে ‘শিশুচাঁদ’ বলতে বোঝানো হয়েছে—
(ক) চাঁদের ছেলেকে
(খ) সদ্য উদিত চাঁদ কে
(গ) চাঁদের মতো সুন্দর শিশুকে
(ঘ) চাঁদের কলাকে।
উত্তরঃ (খ) সদ্য উদিত চাঁদ কে
১.৭ নিবের কলমের মানমর্যাদা শেষপর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন–
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
(গ) সত্যজিৎ রায়
(ঘ) নিখিল সরকার।
উত্তরঃ (গ) সত্যজিৎ রায়
১.৮ “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”– উক্তিটি যে বিষয়ের সঙ্গে মানানসই—
(ক) কাব্য
(খ) গণিত
(গ) ভূগোল
(ঘ) বিজ্ঞান।
উত্তরঃ (ক) কাব্য
১.৯ শব্দের আভিধানিক অর্থ প্রকাশ করে-
(ক) অভিধা
(খ) লক্ষণা
(গ) অলংকার
(ঘ) ব্যঞ্জনা।
উত্তরঃ (ক) অভিধা
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১০ পদকে নির্দিষ্ট করে বচন নির্ধারণ করে-
(ক) বিভক্তি
(খ) কারক
(গ) নির্দেশক
(ঘ) সমাস।
উত্তরঃ (গ) নির্দেশক
১.১১ “ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।”— ‘বনে বনে‘ পদটি
(ক) কর্মে বীপ্সা
(খ) করণে বীপ্সা
(গ) অধিকরণে বীপ্সা
(ঘ) বীপ্সা সম্বন্ধ।
উত্তরঃ (গ) অধিকরণে বীপ্সা
১.১২ উপমেয়বাচক পূর্বপদ ও উপমানবাচক উত্তরপদের মধ্যে অভেদ কল্পনা করা হলে তাকে বলা হয়—
(ক) সাধারণ কর্মধারয় সমাস
(খ) উপমান কর্মধারায় সমাস
(গ) উপমিত কর্মধারয় সমাস
(ঘ) রূপক কর্মধারয় সমাস।
উত্তরঃ (ঘ) রূপক কর্মধারয় সমাস
১.১৩ “বিদায় এবে দেহ, বিধুমুখী”– চিহ্নিত পদটি—
(ক) বহুব্রীহি সমাস
(খ) দ্বন্দ্ব সমাস
(গ) দ্বিগু সমাস
(ঘ) নিত্য সমাস।
উত্তরঃ (গ) বহুব্রীহি সমাস
১.১৪ “এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।”- বাক্যটি-
(ক) অনুজ্ঞাসূচক বাক্য
(খ) প্রার্থনাসূচক বাক্য
(গ) নির্দেশক বাক্য
(ঘ) আবেগসূচক বাক্য।
উত্তরঃ (গ) নির্দেশক বাক্য
১.১৫ একাধিক সরলবাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে তাকে বলে-
(ক) স্বাধীন সরলবাক্য
(খ) অধীন খণ্ডবাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) জটিল বাক্য।
উত্তরঃ (গ) যৌগিক বাক্য
১.১৬ বাক্যে ক্রিয়াপদের প্রাধান্য থাকলে হয়-
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য।
উত্তরঃ (গ) ভাববাচ্য
১.১৭ মন্দিরে বাজছিল পূজার ঘন্টা – বাক্যটি
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) কর্মকর্তৃবাচ্য
(ঘ) ভাববাচ্য।
উত্তরঃ (গ) কর্মকর্তৃবাচ্য
আরো পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my Youtube channel : Science Duniya in Bangla
and Learning Science
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 128, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 128, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 128, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 128, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 128, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 128
Thank you
You are welcome.
Please sir aktu Tara tai kore den
We are trying our best.
Thanks and Regards.
সবগুলো বিষয় এর প্রশ্নর উত্তর লিখে দাও
চেষ্টা করবো। আসলে সমস্ত বিষয়ের সমাধান করছি বলে সময় একটু বেশি লাগছে।
আমাদের ওয়েবসাইটটি দেখার জন্য অনেক ধন্যবাদ।
পুরো পেজের উওর তো নেই এখানে
Thanks sir
You are welcome.
Thanks and Regards.
Thanks
You are always welcome here.
Thanks and Regards.
Please sir aktu Tara tari kore den pls
We are trying our best.
Thanks and Regards.
Aii sob theke madhyamik question hobe sir
test paper vlo kore sb page slove korle onk prosno common pabe.
Hello sir please send me ABTA answer please
https://learningscience.co.in/madhyamik-abta-test-paper-2022-23/
সমস্ত বিষয়ের উত্তর পেতে উপরের link এ click করো।
All answers korun sir
১.১৪ নির্দেশক না অনুজ্ঞা হবে