Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 419
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 419
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ পোলিটিক্যাল সাসপেক্টের নাম কী?
(ক) নিমাইবাবু
(খ) অপূর্ব রায়
(গ) সব্যসাচী মল্লিক
(ঘ) জগদীশবাবু।
উত্তরঃ (গ) সব্যসাচী মল্লিক
১.২ অমৃতের বয়স ছিল –
(ক) আট বছর
(খ) দশ বছর
(গ) বারো বছর
(ঘ) নয় বছর।
উত্তরঃ (খ) দশ বছর
১.৩ নদেরচাঁদ ক’দিন নদীকে দেখেনি-
(ক) পাঁচদিন
(খ) তিনদিন
(গ) সাতদিন
(ঘ) ছয়দিন।
উত্তরঃ (ক) পাঁচদিন
১.৪ ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’– মূলকাব্য গ্রন্থের নাম-
(ক) মহুয়া
(খ) জলই পাষাণ হয়ে আছে
(গ) ভুতুম ভগবান
(ঘ) প্রথমা।
উত্তরঃ (খ) জলই পাষাণ হয়ে আছে
১.৫ ‘মাভৈঃ’ শব্দটির অর্থ হ’ল–
(ক) ভয়ে লুকিয়ে থাকো
(খ) ভয়ে পালাও
(গ) বিদ্রোহ করো
(ঘ) ভয় পেওনা।
উত্তরঃ (ঘ) ভয় পেওনা
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ ‘রূপে অতি রম্ভা জিনি’- রম্ভা হলেন –
(ক) দেবী
(খ) সখী
(গ) অপ্সরা
(ঘ) দাসী।
উত্তরঃ (গ) অপ্সরা
১.৭ “Sensitized Paper”-এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেন-
(ক) স্পর্শকাতর কাগজ
(খ) সুবেদী কাগজ
(গ) সুগ্রাহী কাগজ
(ঘ) ব্যথাপ্রবণ কাগজ।
উত্তরঃ (গ) সুগ্রাহী কাগজ
১.৮ ‘হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড’— উক্তিটির বক্তা-
(ক) অশ্বঘোষ
(খ) ভবভূতি
(গ) বানভট্ট
(ঘ) কালিদাস।
উত্তরঃ (ঘ) কালিদাস
১.৯ ‘যার পোশাকি নাম স্টাইলাস’– কার পোশাকি নাম?
(ক) কুইল
(খ) নলখাগড়া
(গ) খাগের কলম
(ঘ) ব্রোঞ্জের শলাকার।
উত্তরঃ (ঘ) ব্রোঞ্জের শলাকার
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১০ পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে— নিম্নরেখ পদদ্বয় হ’ল—
(ক) নিরপেক্ষ কর্তা
(খ) ব্যতিহার কর্তা
(গ) প্রযোজ্য কর্তা
(ঘ) সহযোগী কর্তা।
উত্তরঃ (খ) ব্যতিহার কর্তা
১.১১ ‘উপনগরী’ সমাসটি গড়ে উঠেছে—
(ক) সামীপ্য অর্থে
(খ) সাদৃশ্য অর্থে
(গ) পশ্চাৎ অর্থে
(ঘ) বীপ্সা অর্থে।
উত্তরঃ (ক) সামীপ্য অর্থে
১.১২ ‘বহুব্রীহি’ সমাসে প্রধান হয় যে পদের অর্থ তা হ’ল–
(ক) পূর্বপদ
(খ) পরপদ
(গ) উভয়পদ
(ঘ) অন্যপদ।
উত্তরঃ (ঘ) অন্যপদ
১.১৩ ‘পুরুষ সিংহ’ পদটির ব্যাসবাক্য হ’ল–
(ক) পুরুষ সিংহের ন্যায়
(খ) পুরুষ ও সিংহ
(গ) সিংহ পুরুষের ন্যায়
(ঘ) পুরুষরূপ সিংহ।
উত্তরঃ (ক) পুরুষ সিংহের ন্যায়
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১৪ ‘আজকের দিনটা বেশ কাটল’- গঠনগত দিক থেকে বাক্যটি হ’ল-
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) যৌগিক বাক্য।
উত্তরঃ (ক) সরল বাক্য
১.১৫ বনে থাকে- এই বাক্যে গঠনের যে শর্ত পূরণ হয়নি-
(ক) ক্রিয়া
(খ) আকাঙ্ক্ষা
(গ) আসত্তি
(ঘ) যোগ্যতা।
উত্তরঃ (খ) আকাঙ্ক্ষা
১.১৬ কর্মবাচ্যের কর্তাকে বলে-
(ক) উক্ত কর্তা
(খ) অনুক্ত কতা
(গ) সহযোগী কর্তা
(ঘ) ব্যতিহার কর্তা।
উত্তরঃ (খ) অনুক্ত কতা
১.১৭ শূন্য বিভক্তির চিহ্ন হ’ল–
(ক) আ
(খ) ই
(গ) এ
(ঘ) অ।
উত্তরঃ (ঘ) অ
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 419,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 419,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 419, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 419, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 419, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 419
Valo
Thank you for your compliment.
Please visits our website and requested to share the link of our website.
Thanks and Regards.