Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ “তা ওরকম একটি মেসো থাকা মন্দ নয়” কথাটি বলেছেন তপনের-
(ক) বাবা
(খ) ছোটোমাসি
(গ) ছোটোকাকু
(ঘ) মেজোকাকু।
উত্তরঃ (ঘ) মেজোকাকু
১.২ গিরীশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল-
(ক) পুলিশ স্টেশনে
(খ) জাহাজ ঘাটায়
(গ) রেলস্টেশনে
(ঘ) বিমান বন্দরে
উত্তরঃ (গ) রেলস্টেশনে
১.৩ স্টেশন থেকে নদীর উপরকার ব্রিজের দূরত্ব হলো-
(ক) পাঁচ মাইল
(খ) এক মাইল
(গ) পাঁচ কিমি
(ঘ) এক কিমি।
উত্তরঃ (খ) এক মাইল
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৪ ‘অসুখী একজন’ কবিতাটির তরজমা করেছেন–
(ক) শঙ্খ ঘোষ
(খ) নবারুণ ভট্টাচার্য
(গ) বিষ্ণু দে
(ঘ) উৎপলকুমার বসু।
উত্তরঃ (খ) নবারুণ ভট্টাচার্য
১.৫ ঋষিবালকের মাথায় গোঁজা রয়েছে-
(ক) ময়ূর পালক
(খ) কাকের পালক
(গ) জবাফুল
(ঘ) বেলপাতা।
উত্তরঃ (ক) ময়ূর পালক
১.৬ “ওই নূতনের কেতন ওড়ে”– ‘কেতন’ শব্দের অর্থ
(ক) শিখা
(খ) জয়টীকা
(গ) ঝড়
(ঘ) পতাকা।
উত্তরঃ (ঘ) পতাকা
১.৭ বাঙালি সাংবাদিকদের ‘বাবুকুইল ড্রাইভারস’ বলেছিলেন-
(ক) লর্ড লিটন
(খ) লর্ড রিপন
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড ক্যানিং।
উত্তরঃ (গ) লর্ড কার্জন
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৮ খাগের কলম দেখা যায় একমাত্র-
(ক) সরস্বতী পুজোর সময়
(খ) পৈতের সময়
(গ) দুর্গাপুজোর সময়
(ঘ) কালী পুজোর সময়।
উত্তরঃ (ক) সরস্বতী পুজোর সময়
১.৯ লেখক রাজশেখর বসুর শৈশবে পঠিত জ্যামিতি বইয়ের লেখক-
(ক) কেশব নাগ
(খ) ব্রহ্মমোহন মল্লিক
(গ) হরিনাথ দে
(ঘ) রাধামোহন মিত্র।
উত্তরঃ (খ) ব্রহ্মমোহন মল্লিক
১.১০ দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায়-
(ক) পূর্বপদ
(খ) পরপদ
(গ) উভয়পদ
(ঘ) অন্যপদ।
উত্তরঃ (গ) উভয়পদ
১.১১ ‘সিংহাসন’ কোন কর্মধারয় সমাসের উদাহরণ-
(ক) মধ্যপদলোপী
(খ) উপমিত
(গ) উপমান
(ঘ) রূপক।
উত্তরঃ (ক) মধ্যপদলোপী
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১২ তুমি এলে আমি যাব— চিহ্নিত পদটি—
(ক) অনুক্ত কর্তা
(খ) উক্তকর্তা
(গ) নিরপেক্ষ কর্তা
(ঘ) উহ্য কর্তা।
উত্তরঃ (গ) নিরপেক্ষ কর্তা
১.১৩ ‘সকলের তরে সকলে আমরা’- চিহ্নিত অংশটি
(ক) কর্মকারক
(খ) নিমিত্তকারক
(গ) করণকারক
(ঘ) অপাদানকারক।
উত্তরঃ (খ) নিমিত্তকারক
১.১৪ “হাতি আকাশে ওড়ে” এখানে লঙ্ঘিত হয়েছে-
(ক) যোগ্যতা
(খ) আসত্তি
(গ) আকাঙ্ক্ষা
(ঘ) সারল্য।
উত্তরঃ (ক) যোগ্যতা
১.১৫ শর্ত সাপেক্ষ বাক্য হলে তা অবশ্যই হবে-
(ক) সরল
(খ) যৌগিক
(গ) জটিল
(ঘ) মিশ্র।
উত্তরঃ (গ) জটিল
১.১৬ যে বাচ্যে কর্তার অর্থ-প্রাধান্য ঘটে তাকে বলে-
(ক) কর্মবাচ্য
(খ) ভাববাচ্য
(গ) কর্মকর্তৃবাচ্য
(ঘ) কর্তৃবাচ্য।
উত্তরঃ (ঘ) কর্তৃবাচ্য
১.১৭ ভাববাচ্যে প্রাধান্য পায়-
(ক) কর্তার ভাব
(খ) কর্মের ভাব
(গ) ক্রিয়ার ভাব
(ঘ) অন্য কোন ভাব।
উত্তরঃ (গ) ক্রিয়ার ভাব
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 523
Thank you 🥰
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards.