Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ “আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আস।’– ‘সবগুলো’ হ’ল-
(ক) ভামো, মিথিলা, ম্যানডালে, প্রোম
(খ) ভামো, মিথিলা, ম্যানডালে, রেঙ্গুন
(গ) ভামো, মিথিলা, মানডালে, বাটাভিয়া
(ঘ) মিক্থিয়া, ম্যানডালে, প্রোম, এনাঞ্জাং।
উত্তরঃ (ক) ভামো, মিথিলা, ম্যানডালে, প্রোম
১.২ ‘পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল।’-
(ক) পাড়া- পড়শিরা
(খ) পাড়া-পড়শি মায়ের দল
(গ) পাড়া-পড়শি ছেলের দল
(ঘ) পাড়া- পড়শি বাবা-মায়ের দল।
উত্তরঃ (খ) পাড়া-পড়শি মায়ের দল
১.৩ নদেরচাঁদ স্টেশন মাস্টার হয়ে এসেছিল-
(ক) ২৫ বছর বয়সে
(খ) ২৭ বছর বয়সে
(গ) ২৮ বছর বয়সে
(ঘ) ৩০ বছর বয়সে।
উত্তরঃ (ঘ) ৩০ বছর বয়সে
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৪ “হৈমবতীসুত যথা নাশিতে তারকে”– হৈমবতীসুত হলেন-
(ক) গণেশ
(খ) ইন্দ্ৰজিৎ
(গ) কার্তিকেয়
(ঘ) মৈনাক।
উত্তরঃ (গ) কার্তিকেয়
১.৫ “বিধি মোরে না কর……”
(ক) হতাশ
(খ) নিরাশ
(গ) নৈরাশ
(ঘ) বিশ্বাস।
উত্তরঃ (গ) নৈরাশ
১.৬ “গানের বর্ম আজ পরেছি—”
(ক) পায়ে
(খ) গায়ে
(গ) বুকে
(ঘ) মাথায়।
উত্তরঃ (খ) গায়ে
১.৭ “তাদের বাহারি সব নাম”-
(ক) কালির
(খ) কলমের
(গ) দোয়াতের
(ঘ) কাগজের।
উত্তরঃ (ক) কালির
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৮ “এ ধরনের ‘ডুয়েল’ বা দ্বৈরথের কাহিনি রয়েছে।”-
(ক) দিল্লিতে
(খ) লক্ষ্ণৌতে
(গ) পাঞ্জাবে
(ঘ) কলকাতায়।
উত্তরঃ (ঘ) কলকাতায়
১.৯ “অরণ্যে রোদন” কথাটির ব্যঞ্জনাগত অর্থ হ’ল-
(ক) বনে কাঁদা
(খ) বনের কষ্টে কাঁদা
(গ) নিষ্ফল খেদ
(ঘ) নিষ্ফল প্রচেষ্টা।
উত্তরঃ (গ) নিষ্ফল খেদ
১.১০ আপনার কোথায় থাকা হয় ?– বাক্যটি যে কর্তার উদাহরণ-
(ক) নিরপেক্ষ কর্তা
(খ) ব্যতিহার কর্তা
(গ) উহ্য কর্তা
(ঘ) অনুজ্ঞ কর্তা।
উত্তরঃ (ঘ) অনুজ্ঞ কর্তা
১.১১ টাকাটা রাস্তায় কুড়িয়ে পেলাম। – রেখাঙ্কিত পদটি
(ক) কর্মকারক
(খ) অধিকরণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) করণ কারক-এর উদাহরণ।
উত্তরঃ (গ) অপাদান কারক
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১২ জরায় জীর্ণ দেহটা নিয়ে বৃদ্ধ ধীরে ধীরে চলেছেন।- রেখাঙ্কিত অংশটি—
(ক) সমধাতুজ কর্তা
(খ) সমধাতুজ কর্ম
(গ) সমধাতুজ করণ
(ঘ) করণের বীপ্সা-এর উদাহরণ।
উত্তরঃ (গ) সমধাতুজ করণ
১.১৩ যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ সমানরূপে প্রতীয়মান হয় তাকে-
(ক) দ্বন্দ্ব সমাস
(খ) তৎপুরুষ সমাস
(গ) কর্মধারয় সমাস
(ঘ) বহুব্রীহি সমাস বলে।
উত্তরঃ (ক) দ্বন্দ্ব সমাস
১.১৪ দশাননাত্মজ–এর সমাস হ’ল-
(ক) বহুব্রীহি
(খ) দ্বন্দ্ব
(গ) তৎপুরুষ
(ঘ) দ্বিগু।
উত্তরঃ (গ) তৎপুরুষ
১.১৫ “আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ‘রিজার্ভার পেন।”— অর্থগত দিক থেকে এটি-
(ক) অনুজ্ঞাসূচক বাক্য
(খ) নির্দেশক বাক্য
(গ) আবেগসূচক বাক্য
(ঘ) সন্দেহবাচক বাক্য।
উত্তরঃ (খ) নির্দেশক বাক্য
১.১৬ যদি বা কারও কাছে গলা-শুকনো ভোঁতা-মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই।– বাক্যটি হ’ল-
(ক) সরলবাক্য
(খ) জটিলবাক্য
(গ) যৌগিকবাক্য
(ঘ) মিশ্রবাক্য।
উত্তরঃ (খ) জটিলবাক্য
১.১৭ ভারতের উত্তরে ভারত মহাসাগর অবস্থিত- এই বাক্যটিতে যা নেই তা হ’ল-
(ক) যোগ্যতা
(খ) আকাঙ্ক্ষা
(গ) আসত্তি
(ঘ) সৌন্দর্য।
উত্তরঃ (ঘ) সৌন্দর্য
আরও পড়ুন
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604,Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604, Madhyamik ABTA Test Paper 2022-23 Bangla Page 604
I think (১.৩)ar ans is not correct.
Bal… Grammar kothay…
.