Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56
ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।
Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো।
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ‘ক্ষয়সীমা’ ধারণার (Base Level) প্রবর্তক হলেন-
(ক) এল সি কিং
(খ) ডব্লিউ পেঙ্ক
(গ) জে ডব্লিউ পাওয়েল
(ঘ) ডব্লিউ এম ডেভিস।
উত্তরঃ (গ) জে ডব্লিউ পাওয়েল
১.২ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ, আঁকাবাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে বলে-
(ক) এসকার
(খ) কেম্
(গ) ড্রামলিন
(ঘ) কেল।
উত্তরঃ (ক) এসকার
১.৩ ক্রান্তীয় ঘূর্ণবাত ফিলিপাইনস–এ যে নামে পরিচিত—
(ক) টুইস্টার
(খ) তাইফুন
(গ) হ্যারিকেন
(ঘ) ব্যাগুই।
উত্তরঃ (ঘ) ব্যাগুই
১.৪ পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে বয়ে চলা বায়ুকে বলে—
(ক) ক্যাটাবেটিক বায়ু
(খ) অ্যানাবেটিক বায়ু
(গ) পশ্চিমা বায়ু
(ঘ) আয়ন বায়ু।
উত্তরঃ (খ) অ্যানাবেটিক বায়ু
১.৫ উষ্ণ কুরোশিও স্রোত প্রবাহিত হয় যে মহাসাগরে-
(ক) আটলান্টিক মহাসাগর
(খ) প্রশান্ত মহাসাগর
(গ) ভারত মহাসাগর
(ঘ) উত্তর সাগর।
উত্তরঃ (খ) প্রশান্ত মহাসাগর
১.৬ পৃথিবীর বৃহৎ মৎস্যক্ষেত্রগুলি গড়ে উঠেছে যে দুই ধরনের সমুদ্রস্রোতের মিলন স্থলে তা হল-
(ক) দুটি উষ্ণস্রোতের
(খ) উষ্ণ ও শীতল স্রোতের
(গ) দুটি শীতল স্রোতের
(ঘ) কোনটাই নয়।
উত্তরঃ (খ) উষ্ণ ও শীতল স্রোতের
১.৭ বর্জ্য সৃষ্টি হয় না নীচের যে উৎস থেকে—
(ক) বায়ু বিদ্যুৎ কেন্দ্র
(খ) সৌর বিদ্যুৎ কেন্দ্র
(গ) জোয়ার ভাটা শক্তি কেন্দ্র
(ঘ) সবগুলিই প্রযোজ্য।
উত্তরঃ (ঘ) সবগুলিই প্রযোজ্য
১.৮ গাঙ্গেয় সমভূমির নদীতীরবর্তী নবীন পলিমাটিকে বলে—
(ক) ভাবর
(খ) ভুর
(গ) খাদার
(ঘ) ভাঙর।
উত্তরঃ (গ) খাদার
১.৯ পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ যা নীলগিরি পর্বতের নিকটবর্তী তা হল-
(খ) থলঘাট
(খ) ভোরঘাট
(গ) পলঘাট
(ঘ) কাসারা ঘাট।
উত্তরঃ (গ) পলঘাট
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১০গোদাবরীর একটি উপনদী হল—
(ক) ধানসিড়ি
(খ) তুঙ্গভদ্রা
(গ) কোশি
(ঘ) ইন্দ্রাবতী।
উত্তরঃ (ঘ) ইন্দ্রাবতী
১.১১ ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হল-
(ক) জলসেচ
(খ) ঝুম চাষ
(গ) ফালি চাষ
(ঘ) পশুচারণ।
উত্তরঃ (গ) ফালি চাষ
১.১২ উত্তর ভারতের একটি ডিজেল রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল-
(ক) কানপুর
(খ) কাপুরথালা
(গ) বারানসী
(ঘ) গুরগাঁও।
উত্তরঃ (গ) বারানসী
১.১৩ পূর্ব উপকূলের গভীরতম সমুদ্র বন্দরটি হল-
(ক) চেন্নাই
(খ) তুতিকোরিন
(গ) পারাদ্বীপ
(ঘ) বিশাখাপত্তনম।
উত্তরঃ (ঘ) বিশাখাপত্তনম
১.১৪ নীচের যেটি ‘জিও স্টেশনারি’ উপগ্রহ নয়, তা হল-
(ক) INSAT
(খ) LANDSAT
(গ) GOES
(ঘ) METEOSAT
উত্তরঃ (খ) LANDSAT
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ সমপ্রায় ভূমিতে ইনসেলবার্জ দেখা যায়।
উত্তরঃ শু
২.১.২ পর্বতের অনুবাত ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটে।
উত্তরঃ অ
২.১.৩ চিল্কা হল ভারতের বৃহত্তম উপহ্রদ।
উত্তরঃ শু
২.১.৪ দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান ২৪ ঘণ্টা।
উত্তরঃ অ
২.১.৫ মরু অঞ্চলে লবণাম্বু উদ্ভিদ দেখা যায়।
উত্তরঃ অ
২.১.৬ ১নং জাতীয় জলপথটি হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত।
উত্তরঃ শু
২.১.৭ মৌজা ম্যাপ হল একটি বৃহৎ স্কেলের মানচিত্র।
উত্তরঃ শু
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ _______ হল পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ।
উত্তরঃ ম্যালাসপিনা
২.২.২ ঘনীভবনের সময় ______ নির্গত হয়।
উত্তরঃ লীনতাপ
২.২.৩ পৃথিবী এবং সূর্যের মাঝে চাঁদ অবস্থিত হলে তাকে ______ বলে।
উত্তরঃ সংযোগ
২.২.৪ জৈব ভঙ্গুর বর্জ্যের জীবাণু দ্বারা বিয়োজনের স্বাভাবিক প্রক্রিয়াকে ______ বলে।
উত্তরঃ কম্পোস্টিং
২.২.৫ অণুস্রাবণ (Leaching) প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ _______ মৃত্তিকার উৎপত্তিতে।
উত্তরঃ ল্যাটেরাইট
২.২.৬ ______ হল একটি বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প।
উত্তরঃ কার্পাস বস্ত্রবয়ন শিল্প
২.২.৭ উত্তর–পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ________ শহরকে।
উত্তরঃ শিলিগুড়ি
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ হিমবাহের উপর সৃষ্টি হওয়া সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে কী বলে ?
উত্তরঃ ক্রেভাস
২.৩.২ রকি পর্বতের পূর্বটালে প্রবাহিত উষ্ণ বায়ুটির নাম কী ?
উত্তরঃ চিনুক
২.৩.৩ ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে ?
উত্তরঃ ভারত মহাসাগরীয় স্রোত
২.৩.৪ কালবৈশাখি আসামে কী নামে পরিচিত ?
উত্তরঃ বরদৈছিলা
২.৩.৫ পৃথিবীর দ্রুতগামী সমুদ্র স্রোতটির নাম কী ?
উত্তরঃ উপসাগরীয় স্রোত
২.৩.৬ কোন ক্ষতিকারক ধাতুর প্রভাবে ‘ডিসলেক্সিয়া’ রোগ হয় ?
উত্তরঃ সীসা
২.৩.৭ সিকিমের কোন গিরিপথ দ্বারা ভারত এবং চিনের মধ্যে বাণিজ্যিক আদানপ্রদান হয় ?
উত্তরঃ নাথুলা
২.৩.৮ ISRO-র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ব্যাঙ্গালোর
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ আনাইমুদি | (১) মোটর গাড়ি |
২.৪.২ বলউইভিল | (২) গম |
২.৪.৩ গুরগাঁও | (৩) আনাইমালাই |
২.৪.৪ সোনালিকা | (৪) কার্পাস |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ আনাইমুদি | (৩)আনাইমালাই |
২.৪.২ বলউইভিল | (৪) কার্পাস |
২.৪.৩ গুরগাঁও | (১) মোটর গাড়ি |
২.৪.৪ সোনালিকা | (২) গম |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56.
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 56
so butufull
Thank you
Sir the answer of 2.2.3 is incorrect.its answer is – সঙ্গোগ
Thank you so much for you concern.
Thanks and Regards.
No, it’s correct
Me
5 ar Ansar
Map Solution plz Geography
ম্যাপ করে দেওয়ার চেষ্টা করবো।
Tanks and Love 💕💕
You are most welcome.
Thanks and Regards.
Khob bhalo website
Thank you so much for writing these beautiful comments.
Keep visiting and share our website.
Thanks and Regards.
আর কবে দিবেন
Thankyou
most welcome
Sir apnar 2.3.6 ar answer ta vul acha
ধন্যবাদ জানানোর জন্য। বানানটা ভুল ছিল। উত্তর হবে সীসা আর আমি লিখেছিলাম সীমা। এখন উত্তর সঠিক করে দেওয়া হয়েছে।
Op
ভুল দেখব না
Bivag গ theke jodi ans gulo diye din to khub valo hoye.
Sir sob prosner uttor patha le khub bhalo hoto🙂
Amazing website and it helps me alot. Thank you very much.
Most welcome.
OP website 🔥
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards
Khub bhalo website thanks naskar da
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards
Same name though 😂
Same name though
Nice to see you soon, and I have a look at
Sar Map Please 🥺
Tnx korta onk sobeda hoiacha.
Hmm