Madhyamik ABTA Test Paper 2023 History Page 122
Madhyamik ABTA Test Paper 2023 History Page 122
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ নতুন সামাজিক ইতিহাসচর্চার মুখপত্র হল-
(ক) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি
(খ) সোশ্যাল হিস্ট্রি
(গ) সোসাইটি ফর হিস্ট্রি
(ঘ) সোশ্যাল হিস্ট্রি এ্যাসোসিয়েশন।
উত্তরঃ (খ) সোশ্যাল হিস্ট্রি
১.২ ‘ডান্স ফর ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন-
(ক) মমতাশংকর
(খ) শোভনা গুপ্ত
(গ) বিরজু মহারাজ
(ঘ) তপতী মজুমদার।
উত্তরঃ (গ) বিরজু মহারাজ
১.৩ উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়—
(ক) ১৮৩৫ খ্রিস্টাব্দ
(খ) ১৮৫৪ খ্রিস্টাব্দ
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৪৫ খ্রিস্টাব্দ
উত্তরঃ (খ) ১৮৫৪ খ্রিস্টাব্দ
১.৪ ‘স্বদেশের প্রতি’ কবিতাটির রচয়িতা হলেন–
(ক) ডিরোজিও
(খ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
(গ) প্যারীচাঁদ মিত্র
(ঘ) দক্ষিণারঞ্জন মুখার্জি।
উত্তরঃ (ক) ডিরোজিও
১.৫ “উনিশ শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতিকথা”– একথা বলেছেন –
(ক) সুশোভন সরকার
(খ) যদুনাথ সরকার
(গ) সুপ্রকাশ রায়
(ঘ) বিনয় ঘোষ।
উত্তরঃ (ঘ) বিনয় ঘোষ।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন-
(ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে
(খ) ফরাজি আন্দোলনে
(গ) চুয়াড় বিদ্রোহে
(ঘ) নীল বিদ্রোহে।
উত্তরঃ (গ) চুয়াড় বিদ্রোহে
১.৭ হুল দিবস পালিত হয়—
(ক) ৫ই জুন
(খ) ৩০শে জুন
(গ) ৫ই জুলাই
(ঘ) ৩০শে জুলাই।
উত্তরঃ (খ) ৩০শে জুন
১.৮ ‘মহারানির ঘোষণাপত্র’ (১লা নভেম্বর, ১৯৫৮ খ্রিস্টাব্দ) আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়-
(ক) কলকাতায়
(খ) দিল্লিতে
(গ) ঢাকায়
(ঘ) এলাহাবাদে।
উত্তরঃ (ঘ) এলাহাবাদে।
১.৯ ‘হিন্দ মেলা’ প্রতিষ্ঠার সঙ্গে যাঁর নাম জড়িত, তিনি হলেন-
(ক) প্যারীচাঁদ মিত্র
(খ) নবগোপাল মিত্র
(গ) শিশিরকুমার ঘোষ
(ঘ) সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
উত্তরঃ (খ) নবগোপাল মিত্র
১.১০ ‘বর্তমান ভারত’ প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় (১৮৯৯ খ্রিস্টাব্দ)-
(ক) উদ্বোধন পত্রিকাতে
(খ) বঙ্গদর্পণ পত্রিকাতে
(গ) প্রবাসী পত্রিকাতে
(ঘ) প্রবুদ্ধ ভারত পত্রিকাতে।
উত্তরঃ (ক) উদ্বোধন পত্রিকাতে
১.১১ ‘বর্ণ পরিচয়’ প্রথম ভাগ প্রকাশিত হয়-
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ
(খ) ১৮৫৬ খ্রিস্টাব্দ
(গ) ১৮৫৭ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৫৮ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দ
১.১২ বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১.১৩ মোপলা বিদ্রোহ হয়েছিল-
(ক) কোঙ্কন উপকূলে
(খ) কাথিয়াবাড় উপকূলে
(গ) মাদ্রাজে
(ঘ) মালাবার উপকূলে।
উত্তরঃ (ঘ) মালাবার উপকূলে
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১৪ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (১৯২০ খ্রিস্টাব্দ)-এর প্রথম সভাপতি ছিলেন-
(ক) লালা লাজপৎ রায়
(খ) স্বামী সহজানন্দ
(গ) এন জি রঙ্গ
(ঘ) মুজাফ্ফর আহমদ।
উত্তরঃ (ক) লালা লাজপৎ রায়
১.১৫ বাংলায় কৃষক প্রজা পার্টি (১৯২৯ খ্রিস্টাব্দ) প্রতিষ্ঠা করেন-
(ক) এ কে ফজলুল হক
(খ) চারু মজুমদার
(গ) বীরেন্দ্রনাথ শাসমল
(ঘ) নলিনী গুপ্ত।
উত্তরঃ (ক) এ কে ফজলুল হক
১.১৬ স্বদেশী আন্দোলনের সময় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন–
(ক) ননীবালা দেবী
(খ) কুমুদিনী মিত্র
(গ) ঊর্মিলা দেবী
(ঘ) সরলাদেবী চৌধুরানী।
উত্তরঃ (ঘ) সরলাদেবী চৌধুরানী।
১.১৭ ‘অ্যান্টি-সার্কুলার সোস্যাইটি’ (১৯০৫ খ্রিস্টাব্দ) গঠন করেন–
(ক) শচীন্দ্রপ্রসাদ বসু
(খ) সতীশচন্দ্র বসু
(গ) প্রমথনাথ বসু
(ঘ) হেমচন্দ্ৰ ঘোষ।
উত্তরঃ (ক) শচীন্দ্রপ্রসাদ বসু
১.১৮ ‘সেলফ-রেসপেক্ট’ আন্দোলনে নেতৃত্ব দেন-
(ক) নারায়ণ গুরু
(খ) ই ভি রামস্বামী নায়কার
(গ) জ্যোতিরাও ফুলে
(ঘ) বি আর আম্বেদকর।
উত্তরঃ (খ) ই ভি রামস্বামী নায়কার
১.১৯ জুনাগড় কবে ভারতভুক্ত হয় ?–
(ক) ১৯৪৮ খ্রিস্টাব্দ
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দ
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দ
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দ।
উত্তরঃ (গ) ১৯৪৯ খ্রিস্টাব্দ
১.২০ ‘উদ্বাস্তু’ গ্রন্থটির রচয়িতা-
(ক) প্রফুল্লকুমার চক্রবর্তী
(খ) মণিকুন্তলা সেন
(গ) সুনন্দা সিকদার
(ঘ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ (ঘ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ কলকাতায় জাতীয় নাট্যশালা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৭২ খ্রিস্টাব্দে।
২.১.২ দক্ষিণ এশিয়ার প্রথম পশ্চিমী ধাঁচের বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তরঃ কলকাতা বিশ্ববিদ্যালয়
২.১.৩ ‘শৃঙ্খলা ঝংকার’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ বীনা দাস
২.১.৪ ‘ভারতের লৌহমানব’ নামে কে পরিচিত?
উত্তরঃ সর্দ্দার বল্লবভাই প্যাটেল
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ ‘রসগোল্লা: বাংলার জগৎমাতানো আবিষ্কার’- গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক।
উত্তরঃ সঠিক
২.২.২ ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় সিপাহী বিদ্রোহের সমর্থক ছিলেন।
উত্তরঃ ভুল
Note : ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীল বিদ্রোহের বিরুদ্ধে নিজের আওয়াজ তুলেছিলেন।
২.২.৩ ‘বসু বিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু।
উত্তরঃ সঠিক
২.২.৪ এম এন রায়ের প্রকৃত নাম রাসবিহারী বসু।
উত্তরঃ ভুল
Note : এম এন রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ বামাবোধিনী | ১. তারকনাথ পালিত |
২.৩.২ খুকাঠি | ২. শ্রী নারায়ণ গুরু |
২.৩.৩ ভাইকম সত্যাগ্রহ | ৩. উমেশচন্দ্র দত্ত |
২.৩.৪ কলকাতা বিজ্ঞান কলেজ | ৪. মুণ্ডা বিদ্রোহ |
উত্তরঃ
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
২.৩.১ বামাবোধিনী | ৩. উমেশচন্দ্র দত্ত |
২.৩.২ খুকাঠি | ৪. মুণ্ডা বিদ্রোহ |
২.৩.৩ ভাইকম সত্যাগ্রহ | ২. শ্রী নারায়ণ গুরু |
২.৩.৪ কলকাতা বিজ্ঞান কলেজ | ১. তারকনাথ পালিত |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ মুণ্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি।
২.৪.২ আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল – ডাণ্ডি।
২.৪.৩ দীপালি সংঘের প্রতিষ্ঠাস্থল – ঢাকা।
২.৪.৪ মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিস্টাব্দ) কেন্দ্র – ঝাঁসি।
উত্তরঃ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি: উনিশ শতকে ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা বিদ্রোহে সামিল হয়।
ব্যাখ্যা-১ উচ্চবর্ণের মানুষেরা তাদের উপর অত্যাচার করত।
ব্যাখ্যা-২ অরণা আইন প্রবর্তন ও ঔপনিবেশিক আর্থিক শোষণে আদিবাসীদের জীবন চরম দুর্দশার সম্মুখীন হয়।
ব্যাখ্যা-৩ স্থানীয় জমিদাররা জমিদারদের ওপর আর্থিক শোষণ চালায়।
উত্তরঃ ব্যাখ্যা-২ অরণা আইন প্রবর্তন ও ঔপনিবেশিক আর্থিক শোষণে আদিবাসীদের জীবন চরম দুর্দশার সম্মুখীন হয়।
২.৫.২ বিবৃতি: সিপাহি বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি যোগ দেয় নি।
ব্যাখ্যা-১ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করতো।
ব্যাখ্যা-২ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি ভীরু ও দুর্বল ছিল বলে।
ব্যাখ্যা-৩ বিদ্রোহের নেতা হিসেবে বিদ্রোহিরা দ্বিতীয় বাহাদুর শাহকে মেনে নিয়েছিল বলে৷
উত্তরঃ ব্যাখ্যা-১ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করতো।
২.৫.৩ বিবৃতি: বিপ্লব হলো একটি প্রতিবাদের উপায়।
ব্যাখ্যা-১ বিপ্লব হলো সামরিক অভ্যুত্থানের একটি ধারা।
ব্যাখ্যা-২ বিপ্লব সাধারণত দীর্ঘমেয়াদি হয়।
ব্যাখ্যা-৩ বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।
উত্তরঃ ব্যাখ্যা-৩ বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে।
২.৫.৪ বিবৃতি: ‘একা’ আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে।
ব্যাখ্যা-১ এটি ছিল একটি ব্যক্তিগত আন্দোলন।
ব্যাখ্যা-২ এটি ছিল একটি কৃষক আন্দোলন।
ব্যাখ্যা-৩ এটি ছিল একটি শ্রমিক আন্দোলন।
উত্তরঃ ব্যাখ্যা-২ এটি ছিল একটি কৃষক আন্দোলন।
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122, Madhyamik ABTA Test Paper 2023 History Page 122
This is a very good website
Thank you so much for your lovely complement.
Please keep visiting our website.
Ame history lagba
Thank you so much…It’s very helpful 😊
Thank you and please keep visiting our website and share with your friends.
Nice
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards
Thanks mam
You are most welcome here.
Thanks and Regards.
Thank you for save our time and also learning.
Thank you
ধন্যবাদ স্যার
Thank you so much😊😊😊
You are welcome.
Please share with your friends and keep visiting.
Thanks and Regards
১.১ নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্র- সোশ্যাল সায়েন্স হিস্ট্রি