Thu. Mar 13th, 2025

    Madhyamik ABTA Test Paper 2023 History Page 739

    Madhyamik ABTA Test Paper 2023 History Page 739

    বিভাগ-‘ক’

    ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 

    ১.১ ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন-

    (ক) ইংরেজরা

    (খ) ফরাসীরা

    (গ) ওলন্দাজরা

    (ঘ) পর্তুগীজরা।

    উত্তরঃ (ক) ইংরেজরা

     

    ১.২ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়-

    (ক) উদ্বোধন পত্রিকায়

    (খ) দেশ পত্রিকায়

    (গ) প্রবাসী পত্রিকায়

    (ঘ) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়।

    উত্তরঃ (খ) দেশ পত্রিকায়

     

    ১.৩ ‘জনশিক্ষা কমিটি’ গঠিত হয়—

    (ক) ১৮১৩ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৩৪ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৫০ খ্রিস্টাব্দে।

    উত্তরঃ ১৮২৩ খ্রিস্টাব্দে

     

    ১.৪ বিধবা বিবাহ আইন পাশ করেন

    () লর্ড কর্নওয়ালিশ

    () লর্ড ডালহৌসি 

    (গ) লর্ড ক্যানিং

    (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

    উত্তরঃ () লর্ড ডালহৌসি 

     

    ১.৫  ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠা করেন-

    (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    (খ) রাজা রামমোহন রায়

    (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর

    (ঘ) স্বামী বিবেকানন্দ।

    উত্তরঃ (খ) রাজা রামমোহন রায়

     

    ১.৬ সুই মুণ্ডা নেতৃত্ব দিয়েছিলেন-

    (ক) চুয়াড় বিদ্রোহে

    (খ) কোল বিদ্রোহে

    (গ) সাঁওতাল বিদ্রোহে

    (ঘ) মুণ্ডা বিদ্রোহে।

    উত্তরঃ (খ) কোল বিদ্রোহে

     

    ১.৭ অরণ্য সনদ পাশ হয় –

    (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে।

    উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

     

    ১.৮ ‘এইটিন ফিফটি সেভেন’ গ্রন্থটি রচনা করেন-

    (ক) ভি ডি সাভাকর

    (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

    (গ) রমেশচন্দ্র মজুমদার

    (ঘ) সুরেন্দ্রনাথ সেন।

    উত্তরঃ (ঘ) সুরেন্দ্রনাথ সেন

     

    ১.৯ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন-

    (ক) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

    (খ) লর্ড ডালহৌসি

    (গ) লর্ড ক্যানিং

    (ঘ) লর্ড ওয়ারেন হেস্টিংস।

    উত্তরঃ (গ) লর্ড ক্যানিং

     

    ১.১০ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন–

    (ক) আনন্দমোহন বসু

    (খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

    (গ) শিবনাথ শাস্ত্রী

    (ঘ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়।

    উত্তরঃ (ঘ) রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

     

    ১.১১ “শিশু শিক্ষা’ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল—

    (ক) ১৮৪০ খ্রিস্টাব্দে

    (খ) ১৮৪৪ খ্রিস্টাব্দে

    (গ) ১৮৪৯ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৮৫৫ খ্রিস্টাব্দে।

    উত্তরঃ (গ) ১৮৪৯ খ্রিস্টাব্দে

     

    ১.১২ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন-

    (ক) জগদীশচন্দ্র বসু

    (খ) রাসবিহারী ঘোষ

    (গ) তারকনাথ পালিত

    (ঘ) আশুতোষ মুখোপাধ্যায়।

    উত্তরঃ (ঘ) আশুতোষ মুখোপাধ্যায়

     

    ১.১৩ সারা ভারত কিষান সভার প্রথম সভাপতি ছিলেন –

    (ক) এন জি রঙ্গ

    (খ) স্বামী সহজানন্দ

    (গ) বাবা রামচন্দ্র

    (ঘ) লাল লাজপত রায়।

    উত্তরঃ (ক) এন জি রঙ্গ

     

    ১.১৪ AITUC গঠিত হয়-

    (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে

    (খ) ১৯২০ খ্রিস্টাব্দে

    (গ) ১৯২৫ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে।

    উত্তরঃ (খ) ১৯২০ খ্রিস্টাব্দে

     

    ১.১৫ মোপলা বিদ্রোহ হয়েছিল-

    (ক) গোদাবরী উপত্যকায়

    (খ) মাদ্রাজে

    (গ) গুজরাটে

    (ঘ) মালাবার অঞ্চলে।

    উত্তরঃ (ঘ) মালাবার অঞ্চলে

     

    ১.১৬ ‘দীপালি সংঘ’ প্রতিষ্ঠা করেছিলেন-

    (ক) কল্পনা দত্ত

    (খ) লীলা রায়

    (গ) বাসন্তী দেবী

    (ঘ) বীণা দাস।

    উত্তরঃ (খ) লীলা রায়

     

    ১.১৭ সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল-

    (ক) যুগান্তর দল

    (খ) গদর

    (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

    (ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স।

    উত্তরঃ (গ) ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি

     

    ১.১৮ ‘সত্য শোধক সমাজ’ গঠন করেন-

    (ক) বি আর আম্বেদকর

    (খ) জ্যোতিরাও ফুলে

    (গ) যোগেন্দ্রনাথ মণ্ডল

    (ঘ) হরিচাঁদ ঠাকুর।

    উত্তরঃ (খ) জ্যোতিরাও ফুলে

     

    ১.১৯ ‘মিড নাইটস চিলড্রেন’ গ্রন্থটি রচনা করেন-

    (ক) খুশবন্ত সিং

    (খ) ভি পি মেনন

    (গ) সলমন রুশদি

    (ঘ) জওহরলাল নেহরু।

    উত্তরঃ (গ) সলমন রুশদি

     

    ১.২০ গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয়-

    (ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে

    (খ) ১৯৪৯ খ্রিস্টাব্দে

    (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে

    (ঘ) ১৯৬৩ খ্রিস্টাব্দে।

    উত্তরঃ (গ) ১৯৬১ খ্রিস্টাব্দে

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    বিভাগ-‘খ’

    ২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : 

    উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও : 

    ২.১.১ সোমপ্রকাশপত্রিকার সম্পাদক কে ছিলেন?

    উত্তরঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ

     

    ২.১.২ কবে ভারতে প্রথম ‘মে দিবস’ পালিত হয়?

    উত্তরঃ ১৯২৩ খ্রিস্টাব্দে

     

    ২.১.৩ ভারতের ইতিহাসে কে ‘দেশপ্রাণ’ নামে পরিচিত?

    উত্তরঃ বীরেন্দ্রনাথ শাসমল

     

    ২.১.৪ স্বাধীনতার স্বাদগ্রন্থটি কার লেখা?

    উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়

     

    উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো : 

    ২.২.১ সাঁওতাল সমাজে খুৎকাঠি প্রথা ‘প্রচলিত ছিল।

    উত্তরঃ ভুল

     

    ২.২.২ এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় ১৮৮৪ খ্রিস্টাব্দে।

    উত্তরঃ ভুল

     

    ২.২.৩ বাবা গরিব দাস ছিলেন বিহার কৃষক আন্দোলনের নেতা?

    উত্তরঃ ঠিক

     

    ২.২.৪ তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম।

    উত্তরঃ ঠিক

     

    উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : 

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ 
    ২.৩.১ ফজলুল হক১. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ২.৩.২ জমিদার সভা২. কৃষক প্রজা পার্টি
    ২.৩.৩ হাফটোন ব্লক৩.সতীশচন্দ্র মুখোপাধ্যায়  
    ২.৩.৪ ডন সোসাইটি ৪. ১৮৩৮ খ্রিস্টাব্দ

    উত্তরঃ

     

    ‘ক’ স্তম্ভ‘খ’ স্তম্ভ 
    ২.৩.১ ফজলুল হক২. কৃষক প্রজা পার্টি
    ২.৩.২ জমিদার সভা৪. ১৮৩৮ খ্রিস্টাব্দ
    ২.৩.৩ হাফটোন ব্লক১. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ২.৩.৪ ডন সোসাইটি ৩.সতীশচন্দ্র মুখোপাধ্যায়

     

    উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। 

    ২.৪.১ নীল বিদ্রোহের কেন্দ্র চম্পারন

    ২.৪.২ সিপাহি বিদ্রোহের কেন্দ্র বারাকপুর

    ২.৪.৩ ফরাজী আন্দোলনের কেন্দ্র ফরিদপুর

    ২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ

    উত্তরঃ

     

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

     

    উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:

    ২.৫.১ বিবৃতি : ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটেছিল।

    ব্যাখ্যা-১ সনদ আইনে পাশ্চাত্য শিক্ষার জন্য অর্থ বরাদ্দ করা হয়।

    ব্যাখ্যা-২ ভারতীয় মণীষীদের অনেকেই পাশ্চাত্য শিক্ষার অনুরাগী ছিলেন

    ব্যাখ্যা-৩ ইংরেজরা ভারতে শিক্ষিত কেরানী তৈরি করতে চেয়েছিল

    উত্তরঃ ব্যাখ্যা-৩ ইংরেজরা ভারতে শিক্ষিত কেরানী তৈরি করতে চেয়েছিল

     

    ২.৫.২ বিবৃতি: সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন।

    ব্যাখ্যা-১ বিদেশী দ্রব্য বিক্রির জন্য

    ব্যাখ্যা-২ আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য

    ব্যাখ্যা-৩ স্বদেশী দ্রব্য বিক্রির জন্য

    উত্তরঃ ব্যাখ্যা-২ আন্দোলনকারী মহিলাদের সাহায্য করার জন্য

     

    ২.৫.৩ বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু করে।

    ব্যাখ্যা-১ এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা

    ব্যাখ্যা-২ এর উদ্দেশ্য ছিল কৃষক আন্দোলন দমন করা

    ব্যাখ্যা-৩ এর উদ্দেশ্য ছিল কমিউনিস্ট আন্দোলন দমন করা

    উত্তরঃ ব্যাখ্যা-১ এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন দমন করা

     

    ২.৫.৪ বিবৃতি: একা আন্দোলন হয়েছিল উত্তর প্রদেশে।

    ব্যাখ্যা-১ এটি ছিল ব্যক্তিগত আন্দোলন

    ব্যাখ্যা-২ এটি ছিল একটি কৃষক আন্দোলন

    ব্যাখ্যা-৩ এটি ছিল একটি শ্রমিক আন্দোলন।

    উত্তরঃ ব্যাখ্যা-২ এটি ছিল একটি কৃষক আন্দোলন

     

    আরো পড়ুন :

    Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

    মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

    মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

    Madhyamik Previous 5 Years Paper Solution 

    Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

    Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739.

    Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739.

    Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739, Madhyamik ABTA Test Paper 2023 History Page 739

    3 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 History Page 739”
    1. ব্যাখ্যা 5এর 2 এর টা ভুল আছে answer ta ব্যাখ্যা 3 হবে স্বদেশী দ্রব্যের ব্যাবহার বাড়ানোর জন্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Insert math as
    Block
    Inline
    Additional settings
    Formula color
    Text color
    #333333
    Type math using LaTeX
    Preview
    \({}\)
    Nothing to preview
    Insert
    error: Content is protected !!