Sun. Sep 8th, 2024

Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632

Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632

ABTA (All Bengal Teachers Association) পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন। এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। এই সংগঠনে অনেক শিক্ষক ও অশিক্ষক কর্মী আছে যাদের নিবিড় প্রচেষ্টা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের সফল হতে অনেকটাই সাহায্য করে থাকে। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে সদস্য সংখ্যা ১,৪০,০০০-এর বেশি এবং এটি রাজ্যের (অর্থাৎ পশ্চিমবঙ্গ) মোট শিক্ষকের 70 শতাংশ।

Learning Science তোমাদের জন্য ABTA Test Papers 2022-23 এর সমস্ত বিষয়ের সমাধান করার চেষ্টা করছে। আশা রাখি এতে তোমরা উপকৃত হবে। নিচে দেওয়া Link এ click করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারো। 

বিভাগ-‘ক’

1. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : 

1.1 সৌরশক্তির উৎস হচ্ছে

(a) নিউক্লিয় বিভাজন

(b) ওজোন

(c) নিউক্লিয় সংযোজন

(d) কয়লার দহন

উত্তরঃ (c) নিউক্লিয় সংযোজন

 

1.2 একটি গ্যাসের বাষ্পঘনত্ব 32; নীচের কোনটি গ্যাসটির আণবিক ওজন?

(a) 8

(b) 16

(c) 32

(d) 64

উত্তরঃ (d) 64

Note : গ্যাসের আণবিক গুরুত্ব = 2 × বাষ্পঘনত্ব

 

1.3 ভর শক্তির তুল্যতা সমীকরণটি হল

(a) = mC2

(b) E = 1/2 mC2

(c) E = 1/2 mV2

(d) E = FS

উত্তরঃ (a) E = mC2

 

1.4 সঠিক সম্পর্কটি লেখো (চিহ্ন গুলি প্রচলিত অর্থবহ): 

(a) α/2 = β = γ/3

(b) α/3 = β = γ/3

(c) α/3 = β/2 = γ

(d) α = β/2 = γ/3

উত্তরঃ (d) α = β/2 = γ/3

 

1.5 আলোর প্রতিসরণে যে বর্ণের চ্যুতি বেশী হয়, সেটি হল

(a) হলুদ

(b) সবুজ

(c) লাল

(d) বেগুনি

উত্তরঃ (d) বেগুনি

Note: আলোর প্রতিসরণে বেগুনি বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয় এবং লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম হয়। 

আরো পড়ুন 

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

1.6 ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণে আপতন কোন iএবং প্রতিসরণ কোন ‘rহলে সঠিক সম্পর্কটি হল

(a) i<r

(b) r<i

(c) i=r

(d) i+r=90°

উত্তরঃ (b) r<i

 

1.7 তড়িৎ আধানের SI এককটি হল

(a) অ্যাম্পিয়ার

(b) কুলম্ব

(c) ভোল্ট

(d) এস ইউ

উত্তরঃ (b) কুলম্ব

 

1.8 গৃহবর্তনীর লাইভ তারে যে বিভব থাকে তার মন হল

(a) 110 V

(b) 220 V

(c) 50 V

(d) 440 V

উত্তরঃ (b) 220 V

 

1.9 তেজস্ক্রিয় একটি

(a) পারমাণবিক ঘটনা

(b) ইলেকট্রনীয় ঘটনা

(c) রাসায়নিক ঘটনা

(d) নিউক্লীয় ঘটনা

উত্তরঃ (d) নিউক্লীয় ঘটনা

 

1.10 দীর্ঘ পর্যায় সারণিতে কতগুলি শ্রেণী আছে?

(a) 7

(b) 8

(c) 9

(d) 18

উত্তরঃ (d) 18

আরো পড়ুন 

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

1.11 নীচের কোন্ যৌগটি অষ্টক সূত্র মেনে গঠিত হয় না?

(a) NaCl

(c) LiH

(c) KCl

(d) CaO.

উত্তরঃ (c) LiH

 

1.12 লঘু H2SO4 মিশ্রিত জল Pt তড়িদদ্বারের সাহায্যে তড়িৎবিশ্লেষণ করলে অ্যানোডে মুক্ত হয়

(a) H+

(b) OH

(c) SO4=

(d) SO4= এবং OH

উত্তরঃ (b) OH

 

1.13 কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে দ্রবণটির বর্ণ হবে

(a) হলুদ

(b) সবুজ

(c) গাঢ় নীল

(d) বাদামি

উত্তরঃ (c) গাঢ় নীল

 

1.14 প্রদত্ত কোন্ সঙ্কর ধাতুতে জিঙ্ক থাকে?

(a) বোঞ্জ

(b) ডুরালুমিন

(c) ব্রাশ

(d) বেল মেটাল

উত্তরঃ (a) বোঞ্জ (c) ব্রাশ

 

1.15 কোনটি সম্পৃক্ত জৈব যৌগ?

(a) C2H2

(b) C2H4

(c) C2H6

(d) C6H6

উত্তরঃ (c) C2H6

আরো পড়ুন 

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

বিভাগ- ‘খ’

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 

2.1 বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো

উত্তরঃ জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়। 

অথবা,

ওজোনস্তরে ওজোন গ্যাসের ধ্বংসে NO গ্যাস কীভাবে কাজ করে?

উত্তরঃ ওজোন স্তরে NO ওজনের দ্রুত বিয়োজন ঘটায়। 

স্ট্রাটোস্ফিয়ার বায়ুর ঘনত্ব কম বলে জেট বিমানগুলি এই স্তর দিয়ে অপেক্ষাকৃত কম বাধা পেয়ে চলাচল করে।  বিমানগুলির বর্জ্য গ্যাসে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড (NO) গ্যাস নির্গত হয় যা ওজন অণুর বিয়োজন ঘটায়।

বিক্রিয়া : NO + O3 → NO2+ O2

NO2 + O (UV -রশ্মির প্রভাবে ওজন অণুর বিয়োজনে উৎপন্ন) → NO + O2

 

2.2 বায়োমাস থেকে উৎপন্ন জ্বালানি হল বায়োফুয়েল সত্য না মিথ্যা?

উত্তরঃ সত্য

 

2.3 30°C 300K-এর মধ্যে কোন উষ্ণতাটি বেশি?

উত্তরঃ 30°C

Note : 30°C = (273 + 30)K = 303K > 300K

 

2.4 পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কী?

উত্তরঃ পরম শূন্য উষ্ণতার থেকে কম উষ্ণতা হওয়া সম্ভব নয়। সুতরাং পরম উষ্ণতা (−273.15 °C) হলো সারা জগতের সর্বনিম্ন উষ্ণতা। এইকারণে এই উষ্ণতাকে পরম বলা হয়। 

 

2.5 তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য?

উত্তরঃ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 

অথবা,

দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো

উত্তরঃ  দ্বিধাতব পাত বিদ্যুতিক ঘন্টাতে ব্যবহার করা হয়। 

আরো পড়ুন 

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

2.6 রৈখিক বিবর্ধন কাকে বলে?

উত্তরঃ কোনো দর্পন বা লেন্সের দ্বারা গঠিত প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন।  

 

2.7 মানুষের চোখের কোন্ অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয়

উত্তরঃ রেটিনাতে। 

 

2.8 বস্তুর কোন্ অবস্থানের জন্য উত্তল লেন্স অসদবিম্ব গঠন করে?

উত্তরঃ বস্তুকে ফোকাস এবং আলোককেন্দ্রের মধ্যে রাখলে বস্তুটির অসদবিম্ব পাওয়া যায়। 

 

2.9 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে?

উত্তরঃ 1 জুল। 

 

2.10 তেজস্ক্রিয় পরমাণুর কোন্ অংশ থেকে β কণা নির্গত হয়?

উত্তরঃ নিউক্লিয়াস। 

অথবা,

সত্য/মিথ্যা নিরূপন করো : নিউক্লীয় সংযোজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি হয়

উত্তরঃ সত্য

আরো পড়ুন 

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

2.11 সোডিয়াম ক্লোরাইডের কেলাসে একটি Na+ আয়নের চারিপাশে কয়টি Clআয়ন থাকে?

উত্তরঃ 6টি 

অথবা,

ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণুর নাম লেখো

উত্তরঃ নাইট্রোজেন (N2)

 

2.12 একটি মৃদ্যু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম সঙ্কেত লেখো

উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH)

 

2.13 তড়িৎবিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ ব্যবহার করা হয়?

উত্তরঃ সমপ্রবাহ বা DC (Direct current)

 

অথবা,

গলিত অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো

উত্তরঃ 2Al3+ + 6e → 2Al

 

2.14 অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণের জন্য কী ব্যবহার করা হয়?

উত্তরঃ ক্যালসিয়াম অক্সাইড (CaO) বা পোড়া চুন। 

 

2.15 জ্বলন্ত ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ার সমীকরণটি লেখো

উত্তরঃ 3Mg + N2 → Mg3N2 (ম্যাগনেশিয়াম নাইট্রাইড)

অথবা,

অ্যানোড মাড কী?

উত্তরঃ তামার তড়িৎ বিশ্লেষণ এর সময় অবিশুদ্ধ কপার তড়িৎ অ্যানোডের চারদিক মসলিনের থলি দিয়ে ঘেরা থাকে । এই থলিতে অ্যানোডে থাকা গোল্ড, সিলভার, প্লাটিনাম ইত্যাদি দামি ধাতু কাদা (mud) -এর আকারে জমা হয়। একে অ্যানোড মাড বলে ।

আরো পড়ুন 

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

2.16 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) একটি সন্ধিগত মৌল  (a) অ্যালুমিনিয়াম
(ii) একটি ইউরেনিয়ামোত্তর মৌল  (b) নিকেল 
(iii) থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 -কে বিজারিত করে (c) টিন 
(iv) ধাতুসংকর কাঁসাতে উপস্থিত (d) প্লুটোনিয়াম 

উত্তরঃ 

বামস্তম্ভ ডানস্তম্ভ
(i) একটি সন্ধিগত মৌল  (b) নিকেল 
(ii) একটি ইউরেনিয়ামোত্তর মৌল  (d) প্লুটোনিয়াম 
(iii) থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 -কে বিজারিত করে (a) অ্যালুমিনিয়াম
(iv) ধাতুসংকর কাঁসাতে উপস্থিত (c) টিন 

 

2.17 PVC-সম্পূর্ণ নাম কী?

উত্তরঃ পলিভিনাইল ক্লোরাইড 

 

2.18 অ্যালকাইনের সাধারণ সঙ্কেত কী?

উত্তরঃ CnH2n−2

যেখানে  n = কার্বন পরমাণুর সংখ্যা। 

অথবা,

রানি নিকেলএর কাজ কী

উত্তরঃ রানি নিকেল একটি বিকারক হিসাবে এবং জৈব রসায়নে অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়।

উদাহরণ : রানি নিকেল অনুঘটকের উপস্থিতিতে 200 °C উষ্ণতায় অ্যাসিটিলিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথিলিন উৎপন্ন করে। 


আরো পড়ুন 

Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution

মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান 

মাধ্যমিক জীবন বিজ্ঞান নোট 

Madhyamik Previous 5 Years Paper Solution 

Subscribe my YouTube channel : Science Duniye in Bangla

Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632.

Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 30.

Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632,  Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632.

Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632, Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632.

3 thoughts on “Madhyamik ABTA Test Paper 2023 Physical Science Page 632”
    1. uttorta sothik ache. True hobe karon hydrogen boma bisphoron korte je prochondo sokti lage ta songjojon bikriya othoba kono nokhotro jemon surjyo thekei paoya somvob. Asha korchi ami tomake bojhate perechi. Dorkare tumi tomar school er teacher ke jigyasa kore nite paro.
      Dhonyobad.

    2. নিউক্লীয় বিভাজন এ পরমাণু বোমা তৈরি হয়। ও নিউক্লীয় সংযোজন এ হাইড্রোজেন বোমা তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!