Fri. Nov 22nd, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 550

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 আলোর তীব্রতার ওপর নির্ভরশীল চলনকে বলা হয় –
(a) ফটোট্রপিক চলন
(b) ফটোট্যাকটিক চলন
(c) ফটোন্যাস্টিক চলন
(d) নিকটিন্যাস্টিক চলন।

1.2 উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হল –
(a) অক্সিন
(b) জিব্বারেলিন
(c) সাইটোকাইনিন
(d) ডরমিন।

1.3 যে কোশীয় উপাদানটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ধারক হিসেবে কাজ করে, তা হল –
(a) নিউরোগ্লিয়া কোশ
(b) নিউরোন
(c) ডেনড্রন
(d) সাইন্যাপস।

1.4 ভ্রূণের বৃদ্ধির সময় কোন ধরনের কোশ বিভাজন ঘটে? –
(a) অ্যামাইটোসিস
(b) মাইটোসিস
(c) মিয়োসিস
(d) কোনোটিই নয়।

1.5 খৰ্ব ধাবকের মাধ্যমে জনন সম্পন্ন করে –
(a) চন্দ্রমল্লিকা
(b) আমরুল
(c) কচুরিপানা
(d) পাতাঝাঁঝি।

1.6 জলপরাগী উদ্ভিদ হল –
(a) ধান
(b) গম
(c) পাতা শ্যাওলা
(d) রাস্না।

1.7 ক্রোমোজোমের জিন যে স্থানে অবস্থান করে, তাকে বলে –
(a) ফ্যাক্টর
(b) অ্যালিল
(c) লোকাস
(d) সবক’টি।

1.7 দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ ঘটালে কয় প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে?
(a) দুই প্রকার
(b) তিন প্রকার
(c) এক প্রকার
(d) চার প্রকার।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

 

1.9 বর্ণান্ধতা রোগটি কোন ক্রোমোজোম সংযোজিত বংশগত রোগ? –
(a) Y ক্রোমোজোম
(b) XY ক্রোমোজোম
(c) X ক্রোমোজোম
(d) কোনোটিই নয়।

1.10 তিমির ফ্লিপার এবং ঘোড়ার অগ্রপদ হল পরস্পরের
(a) সমসংস্থ অঙ্গ
(b) সমবৃত্তীয় অঙ্গ
(c) নিষ্ক্রিয় অঙ্গ
(d) কোনোটিই নয়।

1.11 মাছের পটকা সংলগ্ন গ্যাসশোষক গ্রন্থিটি হল
(a) সবুজ গ্রন্থি
(b) রেড গ্রন্থি
(c) রেটিয়া মিরাবিলিয়া
(d) কোনোটিই নয়।

1.12 পর্ণকাণ্ড হল একটি –
(a) পরিবর্তিত পাতা
(b) রূপান্তরিত কাণ্ড
(c) পাতা বা কাণ্ড কোনোটিই নয়
(d) পরিবর্তিত বৃত্ত।

1.13 একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল
(a) অ্যাজোটোব্যাকটর
(b) ব্যাসিলাস মাইকয়ডিস
(c) নাইট্রোব্যাকটর
(d) সিউডোমোনাস।

1.14 পরিবেশ দূষণকারী তেজস্ক্রিয় পদার্থ হল –
(a) CO
(b) বেঞ্জিন
(c) রেডিয়াম
(d) কোনোটিই নয়।

1.15 ক্রায়োসংরক্ষণে যে তাপমাত্রায় কোশ/কলাকে সংরক্ষণ করা হয় তা হল –
(a) −196°c
(b) 196°c
(c) 50°c
(d) −50°c

 

বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো (যে কোনো পাঁচটি) :

2.1 আয়োডিনের অভাবে ______ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়।

উত্তরঃ থাইরক্সিন 

 

2.2 ক্রসিং ওভার স্থানে নসিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে ‘X” আকৃতির গঠন দেখা যায় তা হল ______।

উত্তরঃ কায়াজমা 

 

2.3 ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল ______।

উত্তরঃ ইওহিপ্পাস 

 

2.4 ______ হল একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ।

উত্তরঃ হিমোফিলিয়া

 

2.5 জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় ______।

উত্তরঃ হটস্পট 

 

2.6 বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ণ কণাকে একত্রে ______ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে।

উত্তরঃ SPM 

 

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :

2.7 হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ লঘুমস্তিষ্ক মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।

 

2.8 DNA- তে অ্যাডেনিন গুয়ানিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে।

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ DNA-তে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে। গুয়ানিন সাইটোসিনের সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে।

 

2.9 অটোজোম দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ অটোজোম হলো এমন ক্রোমোজোম যা লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে না। অটোজোমগুলিতে দৈহিক বৈশিষ্ট্যের জিন থাকে। এই জিনগুলির প্রকাশের মাধ্যমে দৈহিক বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়।

 

2.10 ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ ল্যামার্কের তত্ত্ব অনুসারে, জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এই তত্ত্বের একটি উদাহরণ হলো জিরাফের লম্বা গলা। ল্যামার্কের মতে, জিরাফের পূর্বপুরুষরা গাছের পাতা খেতে গিয়ে তাদের গলা লম্বা করতে থাকে। এই লম্বা গলা তাদের বংশানুক্রমিকভাবে পাওয়া যায়।

 

2.11 অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ুদূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO2 গ্যাস।

উত্তরঃ সত্য। 

ব্যাখ্যাঃ অ্যাসিড বৃষ্টি হলো এমন বৃষ্টি যাতে সালফিউরিক এসিড (H2SO4) বা নাইট্রিক এসিড (HNO3) থাকে। এই অ্যাসিডগুলি বায়ুদূষণের ফলে সৃষ্ট SO2 এবং NO

 

2.12 ফ্ল্যাজেলা হল প্যারামেসিয়ামের গমন অঙ্গ ৷

উত্তরঃ মিথ্যা। 

ব্যাখ্যাঃ প্যারামেসিয়ামের গমন অঙ্গ হল সিলিয়া। সিলিয়া হলো ছোট, চুলের মতো অঙ্গ যা প্যারামেসিয়ামের দেহের চারপাশে সারি সারি সাজানো থাকে। সিলিয়াগুলি একসাথে ঝাপটা মেরে প্যারামেসিয়ামকে সামনের দিকে ঠেলে দেয়।

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B স্তম্ভ
2.13 সাইটোকাইনেসিস (a) বৃহৎ কোলয়েড সমন্বয়
2.14 আর্সেনিক (b) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে
2.15 কোয়াসারভেট (c) পরাগরেণুর অপচয় খুব কম হয়
2.16 CSF (d) হেটারোক্রোমাটিন
2.17. জিনগুলি নিষ্ক্রিয় থাকে (e) ভূগর্ভস্থ জলদূষণ
2.18 ইতর পরাগযোগ (f) কোষপাত গঠন
(g) বাহকের প্রয়োজন হয়

উত্তরঃ 

A স্তম্ভ B স্তম্ভ
2.13 সাইটোকাইনেসিস (f) কোষপাত গঠন
2.14 আর্সেনিক (e) ভূগর্ভস্থ জলদূষণ
2.15 কোয়াসারভেট (a) বৃহৎ কোলয়েড সমন্বয়
2.16 CSF (b) মস্তিষ্কের কোশে পুষ্টি সরবরাহ করে
2.17. জিনগুলি নিষ্ক্রিয় থাকে (d) হেটারোক্রোমাটিন
2.18 ইতর পরাগযোগ (g) বাহকের প্রয়োজন হয় 

 

একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো- বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ

উত্তরঃ থ্যালাসেমিয়া। 

ব্যাখ্যাঃ থ্যালাসেমিয়া হলো একটি বংশগত রোগ কিন্তু বামনত্ব, গলগণ্ড, ও মধুমেহ রোগ তিনটি হলো হরমোন ঘটিত রোগ। 

 

2.20 মায়োলিন আবরণীর একটি কাজ লেখো।

উত্তরঃ মায়োলিন আবরণীর প্রধান কাজ হল স্নায়ু কোষের অ্যাক্সনকে সুরক্ষা প্রদান করা। মায়োলিন আবরণী অ্যাক্সনকে আঘাত, সংক্রমণ এবং অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি অ্যাক্সনকে ভেঙে যাওয়া থেকেও রক্ষা করে।

 

2.21 নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও –

পাথরকুচি : পত্রজমুকুল :: কচুরিপানা : ______

উত্তরঃ খর্বধাবক। 

 

2.22 স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন?

উত্তরঃ স্ত্রীলোকের একই প্রকৃতির দুটি সেক্স ক্রোমোজোম (XX) থাকে।  এইকারণে স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়। 

 

2.23 গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই?

উত্তরঃ হ্যাঁ, একই। 

 

2.24 লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো।

উত্তরঃ সুন্দরী গাছের মূলে লবণ ক্ষরণের জন্য বিশেষ ধরনের কোষ রয়েছে। এই কোষগুলিতে লবণকে শোষণ করার জন্য বিশেষ ধরনের লবণ বাহক প্রোটিন থাকে। লবণ ক্ষরণের ফলে সুন্দরী গাছের পাতায় লবণের পরিমাণ কম থাকে, ফলে গাছটি লবণ সহ্য করতে পারে।

 

2.25 প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো :

SPM, বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ।

উত্তরঃ বায়ুদূষণ। 

ব্যাখ্যাঃ প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি হলো বায়ুদূষণের সাথে সম্পর্কিত। SPM হলো বায়ুদূষণের একটি উপাদান। গ্রিনহাউস গ্যাসও বায়ুদূষণের একটি কারণ। ফুসফুসের রোগ বায়ুদূষণের ফলে হতে পারে। সুতরাং, প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি হলো বায়ুদূষণ।

সঠিক উত্তর হলো বায়ুদূষণ

 

2.26 সিংগালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো।

উত্তরঃ রেড পান্ডা। 

 

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!