B. অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : (প্রশ্নমান 1)
(I) শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :
1. _______ হরমােনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়।
উত্তরঃ ইনসুলিন
2. ট্যাকটিক চলন একপ্রকার _______ চলন।
উত্তরঃ আবিষ্ট সামগ্রিক
3. জিওট্রপিক চলনের উদ্দীপক হল ______।
উত্তরঃ অভিকর্ষ
4. ফাইটোহরমােন বলে _______ হরমােনকে।
উত্তরঃ উদ্ভিদ
5. আলােক জারণের ফলে বিনষ্ট হয় _______ হরমােন।
উত্তরঃ অক্সিন
6. উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমােনটি হল _______ ।
উত্তরঃ সাইটোকাইনিন
7. STH ক্ষরিত হয় পিটুইটারির _______ খণ্ড থেকে।
উত্তরঃ অগ্র
8. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হল অগ্ন্যাশয়ের _______ অংশ।
উত্তরঃ অন্তঃক্ষরা
9. মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে _______ বলে।
উত্তরঃ গ্লুকোসুরিয়া
10. স্নায়ুতন্ত্র হল প্রাণীদেহের _______ সমন্বয়ক।
উত্তরঃ ভৌত
11. স্নায়ুকোশের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হল _______।
উত্তরঃ অ্যাক্সন
12. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় _______ ও _______ দ্বারা।
উত্তরঃ মস্তিষ্ক, সুষুম্নাকান্ড
13. সুষুম্নাকাণ্ডের গহ্বরটি হল _______।
উত্তরঃ নিউরোসিল বা কেন্দ্রীয় নালী
14. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের _______।
উত্তরঃ সুষুম্নাকান্ড
15. বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়। একে _______ বলে।
উত্তরঃ ক্যাটারাক্ট বা চোখে ছানি
16. সিলিয়ারি গমন দেখা যায় _______ প্রাণীতে।
উত্তরঃ প্যারামিসিয়াম
17. পায়রার ডানার পালকগুলিকে বলে _______।
উত্তরঃ রেমিজেস
18. কানের _______ নালী দেহের ভারসাম্য রক্ষা করে।
উত্তরঃ অর্ধবৃত্তাকার
Prantik Class 10 Life Science Chapter 1
Support Me
If you like my work then you can Support me by contributing a small amount which will help me a lot to grow my channel. It’s a request to all of you. You can donate me through phone pay / Paytm/ Gpay on this number 7980608289 or by the link below :
and visit Our website : learningscience.co.in
গণিত প্রকাশ (দশম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রকাশ (নবম শ্রেণী) সম্পূর্ণ সমাধান
গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) সম্পূর্ণ সমাধান
জীবন বিজ্ঞান (দশম শ্রেণী) (Life Science)
Send full answer
স্যার a b t a test pepar রের সমস্ত পেজগুলির সমাধান নেই কেন? উত্তর গুলি দিলে খুব উপকার হয় । আর কবে পড়ব স্যার?
ধন্যবাদ
question