WBBSE Life Science Question Paper 2022 with Answer
WBBSE Life Science Question Paper 2022 with Answer
বিভাগ ‘ক’
(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো।
১.১ সঠিক জোড়টি নির্বাচন করো –
(ক) স্কেলেরা – অক্ষিগোলকের ভেতরে অতিরিক্ত আলো শোষণ করে
(খ) কোরয়েড – অক্ষিগোলককে নির্দিষ্ট আকার দেয়
(গ) লেন্স – আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে
(ঘ) রেটিনা – লেন্সকে সাসপেনসরি লিগমেন্টের সাহায্যে ধরে রাখে
উত্তরঃ (গ) লেন্স – আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে
১.২ অ্যাড্রিনালিন সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো –
(ক) হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে
(খ) বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে
(গ) হার্দ উৎপাদ বৃদ্ধি করে
(ঘ) সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে
উত্তরঃ (খ) বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে
১.৩ নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো –
(ক) উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অংগের আবিষ্ট বক্রচলন
(খ) এটি একরধরণের রসস্ফীতজনিত চলন
(গ) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত অঙ্গের আবিষ্ট বক্রচলন
(ঘ অক্সিনের প্রভাব ঘটে না
উত্তরঃ (ক) উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন
WBBSE Life Science Question Paper 2022 with Answer
১.৪ ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভ দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোন্টি সঠিক তা নির্বাচন করো –
‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
A. CSF | (i) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে |
B. মেনিনজেস | (ii) মায়েলিন আবরণী গঠনে সাহায্য করে |
C. নিউরোগ্লিয়া | (iii) অভিঘাত শোষকরূপে কাজ করে |
(ক) A – (ii), B -(iii), C- (i)
(খ) A – (iii), B -(i), C – (ii)
(গ) A – (i), B – (ii), C – (iii)
(ঘ) A – (i), B – (iii), C – (ii)
উত্তরঃ (খ) A – (iii), B -(i), C – (ii)
১.৫ নীচের সঠিক ক্রমটি স্থির করো –
(ক) গ্রাহক – কারক – সংজ্ঞাবহ স্নায়ু – আজ্ঞাবহ স্নায়ু – স্নায়ুকেন্দ্র
(খ) গ্রাহক – স্নায়ুকেন্দ্র – আজ্ঞাবহ স্নায়ু – কারক
(গ) গ্রাহক – সংজ্ঞাবহ স্নায়ু – স্নায়ুকেন্দ্র – আজ্ঞাবহ স্নায়ু – কারক
(ঘ) গ্রাহক – আজ্ঞাবহ স্নায়ু – কারক – সংজ্ঞাবহ স্নায়ু – স্নায়ুকেন্দ্র
উত্তরঃ (গ) গ্রাহক – সংজ্ঞাবহ স্নায়ু – স্নায়ুকেন্দ্র – আজ্ঞাবহ স্নায়ু – কারক
১.৬ সঠিক জোড়টি নির্বাচন করো –
(ক) টেলোফেজ – অপত্য ক্রোমোজোমের মেরু-অভিমুখে গমন
(খ) টেলোফেজ – নিউক্লিয়পর্দার ও নিউক্লিওলাসের অবলুপ্তি
(গ) টেলোফেজ – বেমতন্তু গঠন
(ঘ) টেলোফেজ – নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব
উত্তরঃ (ঘ) টেলোফেজ – নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব
১.৭ ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো –
(ক) সেন্ট্রোমিয়ার
(খ) টেলোমিয়ার
(গ) নিউক্লিওলার আর্গাইজার
(ঘ) স্যাটেলাইট
উত্তরঃ (খ) টেলোমিয়ার
WBBSE Life Science Question Paper 2022 with Answer
১.৮ ইতর পরাগযোগ সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো –
(ক) বাহকের প্রয়োজন হয়
(খ) বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়
(গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে
(ঘ) বীজের অঙ্কুরণ হার বেশি হয়
উত্তরঃ (গ) প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে
১.৯ অযৌন ও যৌন জননের মধ্যে নীচের পার্থক্যগুলো বিবেচনা করো কোন কোনগুলো সঠিক তা বেছে নাও –
অযৌন জনন | যৌন জনন |
i. একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জনিতৃ জীবের প্রয়োজন। | a. একটি জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে। |
ii. কোশবিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরণের জনন সম্পন্ন হয়। | b. গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরণের জনন সম্পন্ন হয়। |
iii. অ্যামাইটোসিস,মাইটোসিস ও মিয়োসিস নির্ভর। | c. মিয়োসিস নির্ভর |
iv. অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায়। | d. অপত্য জীব হুবহু জনিতৃ জীবের মতো দেখতে হয়। |
(ক) I. IV
(খ) II, III
(গ) III, IV
(ঘ) I, II
উত্তরঃ (খ) II, III
WBBSE Life Science Question Paper 2022 with Answer
১.১০ মানুষের ক্ষেত্রে সঠিক জোড়টি নির্বাচন করো –
(ক) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + XX
(খ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + Y
(গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + X
(ঘ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যস – 22A + XY
উত্তরঃ (গ) ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস – 22A + X
১.১১ নীচের কোন্ জেনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো –
(ক) BbRr
(খ) BBRr
(গ) BbRR
(ঘ) bbrr
উত্তরঃ (ঘ) bbrr
১.১২ সাদা বর্ণ ও অসমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো –
(ক) bbRR, bbrr
(খ) BBRR, bbrr
(গ) bbRR, bbRr
(ঘ) BbRr, BbRR
উত্তরঃ (গ) bbRR, bbRr
WBBSE Life Science Question Paper 2022 with Answer
১.১৩ নীচের কোন্ দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো –
(ক) কাণ্ডের দৈর্ঘ্য – লম্বা, বীজের আকার – গোল
(খ) ফুলের বর্ণ – শীর্ষ, ফুলের বর্ণ – সাদা
(গ) বীজপত্রের বর্ন – সবুজ, বীজের আকার – কুঞ্চিত
(ঘ) কান্ডের দৈর্ঘ্য – খর্ব, বীজের আকার – কুঞ্চিত
উত্তরঃ (ক) কাণ্ডের দৈর্ঘ্য – লম্বা, বীজের আকার – গোল
WBBSE Life Science Question Paper 2022 with Answer
১.১৪ একটি সংকর দীর্ঘ (Tt) এবং একটি বিশুদ্ধ খর্ব (tt) মটরগাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যায়, তার থেকে উৎপন্ন মটরগাছগুলোর প্রকৃতি নির্ণয় করো –
(ক) ১০০% দীর্ঘ
(খ) ৫০% দীর্ঘ, ৫০% খর্ব
(গ) ১০০% খর্ব
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) ৫০% দীর্ঘ, ৫০% খর্ব
১.১৫ বিবাহের পূর্বে জিনগত পরাপর্শ গ্রহণ করে নীচের কোন্ রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা স্থির করো –
(ক) গয়টার
(খ) ম্যালেরিয়া
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) যক্ষ্মা
উত্তরঃ (গ) থ্যালাসেমিয়া
WBBSE Life Science Question Paper 2022 with Answer
Sir mathematics answer
https://learningscience.co.in/madhyamik-2022-math-paper-solution/
ei link ta open koro, sb math kre dye6i.
amr youtube channel “science duniya in bangla” te answer key upload kre6i. okhan theke o dekhe nite paro.
Please answer the all questions of life science
Please answer the all questions of life science.
Your answer is very good for me. Please answer the all questions of life science