Thu. Nov 21st, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 84

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 84

১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ

(১) যে প্রক্রিয়ায় প্লাবন ভূমি গঠিন হয় তা হল –

(ক) আরোহণ

(খ) আবরোহণ

(গ) পর্যায়ন

(ঘ) আবহবিকার

উত্তরঃ (ক) আরোহণ

 

(২) যে শিলাস্তর কোনোভাবেই জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয় তা হলো –

(ক) অ্যাকুইফার

(খ) অ্যাকুইফিউজ

(গ) অ্যাকুইক্লুড

(ঘ) অ্যাকুইচার্ড

উত্তরঃ (খ) অ্যাকুইফিউজ

 

(৩) সচ্ছিদ্র নয় কিন্তু প্রবেশ্য এমন একটি শিলার উদাহরণ হলো –

(ক) ব্যাসল্ট

(খ) স্লেট

(গ) কোয়ার্টজাইট

(ঘ) গ্যাব্রো

উত্তরঃ (গ) কোয়ার্টজাইট

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 84

 

(৪) ভৌত শুষ্ক মৃত্তিকা বলা হয় –

(ক) পলি

(খ) বেলে

(গ) কাদা

(ঘ) দোয়াঁশ মৃত্তিকাকে

উত্তরঃ (খ) বেলে

 

(৫) স্তরবিহীন নবীন মাটির নাম হলো –

(ক) অ্যান্ডিসল

(খ) মলিসল

(গ) এন্টিসল

(ঘ) এরিশিসল

উত্তরঃ (গ) এন্টিসল

 

(৬) উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো –

(ক) লৌহ

(খ) ম্যাঙ্গানিজ

(গ) তামা

(ঘ) নাইট্রোজেন

উত্তরঃ (ঘ) নাইট্রোজেন

 

(৭) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমপ্রেষরেখাগুলির আকৃতি হয় –

(ক) বৃত্তাকার

(খ) বর্গাকার

(গ) ‘V’ আকৃতির

(ঘ) অধিবৃত্তকার

উত্তরঃ (গ) ‘V’ আকৃতির

 

(৮) উত্তর আমেরিকার ফ্লোরিডা উপকূলে দেখা যায় –

(ক) ভূমধ্যসাগরীয় জলবায়ু

(খ) মৌসুমী জলবায়ু

(গ) নাতিশীতোষ্ণ জলবায়ু

(ঘ) মরু জলবায়ু

উত্তরঃ (খ) মৌসুমী জলবায়ু

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 84

 

(৯) ঠান্ডায় যে গাছ জন্মায় –

(ক) অক্সিলোফাইট

(খ) সাইক্লোফাইট

(গ) হ্যালোফাইট

(ঘ) জেরোফাইট

উত্তরঃ (খ) সাইক্লোফাইট

 

(১০) ওজোন সুরক্ষা আইনটি হলো –

(ক) বসুন্ধরা সম্মেলন

(খ) কিয়োটা প্রোটোকল

(গ) মন্ট্রিল প্রোটোকল

(ঘ) স্টক্‌হোম সম্মেলন

উত্তরঃ (গ) মন্ট্রিল প্রোটোকল

 

(১১) ভারতের প্রথম জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলটি হল –

(ক) কচ্ছের রণ

(খ) পাঁচমারি

(গ) সুন্দরবন

(ঘ) নীলগিরি

উত্তরঃ (ঘ) নীলগিরি

 

(১২) একটি নির্দিষ্ট বাসভূমির মধ্যে বা জীব গোষ্ঠীর মধ্যে প্রাপ্ত জীব বৈচিত্র্যকে বলে –

(ক) আলফা বৈচিত্র্য

(খ) বিটা বৈচিত্র্য

(গ) গামা বৈচিত্র্য

(ঘ) ডেল্টা বৈচিত্র্য

উত্তরঃ (ক) আলফা বৈচিত্র্য

 

(১৩)  তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে কর্মীদের বলে –

(ক) লাল বর্ণের শ্রমিক

(খ) নীল বর্ণের শ্রমিক

(গ) গোলাপী বর্ণের শ্রমিক

(ঘ) সবুজ বর্ণের শ্রমিক

উত্তরঃ (গ) গোলাপী বর্ণের শ্রমিক

 

(১৪) মালয়েশিয়ার স্থানান্তর কৃষিকে বলা হয় –

(ক) লাদাং

(খ) মিলপা

(গ) রোকা

(ঘ) ঝুম

উত্তরঃ (ক) লাদাং

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 84

 

(১৫) ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি সয়াবিনের চাষ হয় –

(ক) কেরল

(খ) কর্ণাটক

(গ) ওড়িশা

(ঘ) মধ্যপ্রদেশ

উত্তরঃ (ঘ) মধ্যপ্রদেশ

 

(১৬) ভারতের একক বৃহত্তম শিল্প হল –

(ক) পাট

(খ) পশম

(গ) কার্পাস বয়ন

(ঘ) কাগজ শিল্প

উত্তরঃ (গ) কার্পাস বয়ন

 

(১৭) ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়েছিল –

(ক) বালিতে

(খ) টিটাগড়ে

(গ) রাণিগঞ্জে

(ঘ) শ্রীরামপুরে

উত্তরঃ (ঘ) শ্রীরামপুরে

 

(১৮) ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লোহা ও ইস্পাত কারখানা গড়ে উঠেছে –

(ক) বোকারোয়া

(খ) ভদ্রাবতীতে

(গ) দুর্গাপুরে

(ঘ) বিশাখাপত্তমে

উত্তরঃ (ঘ) বিশাখাপত্তমে

 

(১৯) ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম যে রাজ্যে দেখা যায় তার নাম হলো –

(ক) মেঘালয়

(খ) নাগাল্যান্ড

(গ) সিকিম

(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (খ) নাগাল্যান্ড

 

(২০) কার্যাবলীর ভিত্তিতে যোধপুর হলো –

(ক) ধর্মীয় শহর

(খ) প্রশাসনিক শহর

(গ) সামরিক শহর

(ঘ) বন্দর শহর

উত্তরঃ (গ) সামরিক শহর

 

(২১) নগরায়নের হার সবচেয়ে বেশি হলো –

(ক) দিল্লি

(খ) মহারাষ্ট্র

(গ) পশ্চিমবঙ্গ

(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (খ) মহারাষ্ট্র

 

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 84

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 84

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!