Fri. Dec 13th, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি গ্রহণ করে লেখো ঃ

(১) ‘জীবনের জলসাগর’ হল –

(ক) লোক কথার

(খ) স্মৃতি কথার

(গ) কিংবদন্তীর

(ঘ) পৌরাণিক উদাহরণ

উত্তরঃ (খ) স্মৃতি কথার

 

(২) “ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো” এই কথাটি বলেছেন –

(ক) র‍্যাঙ্কে

(খ) ই এইচ কার

(গ) এস সি হিল

(ঘ) রবার্ট ওর্ম

উত্তরঃ (খ) ই এইচ কার

 

(৩) আধুনিক ইতিহাসচর্চার জনক হলেন –

(ক) হেরোডোটাস

(খ) থুকিডিডিস

(গ) ইবন খালদুন

(ঘ) সেন্ট অগাস্টিন

উত্তরঃ (গ) ইবন খালদুন

 

(৪) লুভর মিউজিয়াম অবস্থিত –

(ক) ফ্রান্সে

(খ) নিউ ইয়র্কে

(গ) প্যারিসে

(ঘ) বার্লিনে

উত্তরঃ (গ) প্যারিসে

 

(৫) মুর্শিদ কুলি খাঁ ছিলেন বিশ্বস্ত অনুচর –

(ক) বাবর

(খ) ঔরঙ্গজেব

(গ) শাহজাহান

(ঘ) অকবর

উত্তরঃ (খ) ঔরঙ্গজেব

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(৬) আই-লা-স্যাপেলের সন্ধি হয়েছিল –

(ক) ১৭৪৫ খ্রীঃ

(খ) ১৭৪৮ খ্রীঃ

(গ) ১৮৪৮ খ্রীঃ

(ঘ) ১৭৪৬ খ্রীঃ

উত্তরঃ (গ) ১৮৪৮ খ্রীঃ

 

(৭) ‘Lays of Ancient Rome’ গ্রন্থটির লেখক হলেন –

(ক) জেমস মিল

(খ) ব্যাবিংটন মেকলে

(গ) স্টুয়ার্ট মিল

(ঘ) রামমোহন রায়

উত্তরঃ (খ) ব্যাবিংটন মেকলে

 

(৮) ভারতে রেলপথের সম্প্রসারণের জনক ছিলেন –

(ক) লর্ড ক্লাইভ

(খ) কর্ণওয়ালিস

(গ) লর্ড কার্জন

(ঘ) লর্ড ডালহৌসি

উত্তরঃ (ঘ) লর্ড ডালহৌসি

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(৯) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় –

(ক) ১৭৮৪ খ্রীঃ

(খ) ১৮০২ খ্রীঃ

(গ) ১৮১৭ খ্রীঃ

(ঘ) ১৮৫৭ খ্রীঃ

উত্তরঃ (গ) ১৮১৭ খ্রীঃ

 

(১০) ‘The History of British India’ গ্রন্থের লেখক হলেন –

(ক) মেকলে

(খ) বেন্টিং

(গ) জেরেমি বেন্থাম

(ঘ) জেমস মিল

উত্তরঃ (ঘ) জেমস মিল

 

(১১) ‘শিব জ্ঞানে জীব সেবা’ এই কথাটি বলেছেন –

(ক) শ্রীরামকৃষ্ণ

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) শ্রীচৈতন্যদেব

উত্তরঃ (ক) শ্রীরামকৃষ্ণ

 

(১২) জ্যোতিরাও ফুলে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন –

(ক) ১৭৭৩ খ্রীঃ

(খ) ১৮৭৩ খ্রীঃ

(গ) ১৮৭২ খ্রীঃ

(ঘ) ১৮৮২ খ্রীঃ

উত্তরঃ (খ) ১৮৭৩ খ্রীঃ

 

(১৩) ‘দক্ষিন ভারতের বিদ্যাসাগর’ কাকে বলা হয়? –

(ক) শ্রীনারায়ণ গুরু

(খ) বীরসালিঙ্গম

(গ) জ্যোতিরাও ফুলে

(ঘ) দয়ানন্দ সরস্বতী

উত্তরঃ (খ) বীরসালিঙ্গম

 

(১৪) সংস্কার প্রবর্তনে চিন সম্রাটের কাছে আবেদন জানায় –

(ক) ফাং-ইউ-ওয়ে

(খ) ফোয়াং সু

(গ) সাইউয়ান পেই

(ঘ) চেন-তু-শিউ

উত্তরঃ (ক) ফাং-ইউ-ওয়ে

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(১৫) স্তম্ভ ‘ক’র সাথে ‘খ’ স্তম্ভ মেলাও ঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) টিপু সুলতান
  1. অমৃতসরের সন্ধি
(ii) রণজিৎ সিং (b) শ্রীরঙ্গপত্তমের সন্ধি
(iii) মিরকাশিম © বক্সারের যুদ্ধ
(iv) লর্ড ডালহৌসি (d) চিলিয়ানওয়ামার যুদ্ধ

উত্তরঃ

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
(i) টিপু সুলতান (b) শ্রীরঙ্গপত্তমের সন্ধি
(ii) রণজিৎ সিং (a) অমৃতসরের সন্ধি
(iii) মিরকাশিম (c)বক্সারের যুদ্ধ
(iv) লর্ড ডালহৌসি (d) চিলিয়ানওয়ামার যুদ্ধ

(ক) (i) – a, (ii) – b, (iii) – c, (iv) – c

(খ) (i) – b, (ii) – d, (iii) – a, (iv) – c

(গ) (i) – a, (ii) – c, (iii) – d, (iv) – b

(ঘ) (i) – b, (ii) – a, (iii) – c, (iv) – d

উত্তরঃ (ঘ) (i) – b, (ii) – a, (iii) – c, (iv) – d

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(১৬) মাইকেল-ও-ডায়ার যুক্ত ছিলেন –

(ক) রাওলাট আইনের সাথে

(খ) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের

(গ) হল ব্রিজের গুলি বর্ষণের সঙ্গে

(ঘ) সিডিশন কমিশনের সঙ্গে

উত্তরঃ (খ) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের

 

(১৭) ‘মুসলিম লীগের’ প্রতিষ্ঠা হয় –

(ক) ১৯০২ খ্রীঃ

(খ) ১৯০৫ খ্রীঃ

(গ) ১৯০৬ খ্রীঃ

(ঘ) ১৯০৭ খ্রীঃ

উত্তরঃ (গ) ১৯০৬ খ্রীঃ

 

(১৮) কোন দেশীয় রাজা প্রথম ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি গ্রহন করেন –

(ক) জয়পুরের রাজা

(খ) মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজীরাও

(গ) হায়দ্রাবাদের নিজাম

(ঘ) টিপু সুলতান

উত্তরঃ (গ) হায়দ্রাবাদের নিজাম

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(১৯) ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? –

(ক) জাহাজ নির্মাণ

(খ) চা

(গ) কাগজ

(ঘ) লৌহ ইস্পাত

উত্তরঃ (ক) জাহাজ নির্মাণ

 

(২০) ১৯৩৫ খ্রীঃ ভারত শাসন আইন অনুসারে ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় –

(ক) ১৯৩৭ খ্রীঃ

(খ) ১৯৩৬ খ্রীঃ

(গ) ১৯৩৮ খ্রীঃ

(ঘ) ১৯৩৯ খ্রীঃ

উত্তরঃ (ক) ১৯৩৭ খ্রীঃ

 

(২১) গান্ধীজী ১৯৪২ খ্রীঃ ২৬ এপ্রিল ভারত ছাড়ো পরিকল্পনা পেশ করেন কোন পত্রিকায় –

(ক) ইয়ং ইন্ডিয়া

(খ) অমৃতবাজার

(গ) হরিজন

(ঘ) যুগান্তর

উত্তরঃ (গ) হরিজন

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(২২) সুভাষ চন্দ্র বসু ১৯৪৩ খ্রীঃ ২৯ অক্টোবর ‘আজাদ হিন্দ সরকার’ নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন –

(ক) থাইল্যান্ডে

(খ) সিঙ্গাপুর

(গ) কোহিমা

(ঘ) বার্মা

উত্তরঃ (খ) সিঙ্গাপুর

 

(২৩) ভারতের সংবিধান রচনার জন্য ১৯৪৬ খ্রীঃ গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে –

(ক) ওয়াভেল

(খ) মন্ত্রীমিশন

(গ) ক্রিপস মিশান

(ঘ) মাউন্টব্যাটেন প্রস্তাব

উত্তরঃ (খ) মন্ত্রীমিশন

 

(২৪) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন –

(ক) জাহরির

(খ) ডঃ মহম্মদ হাত্তা

(গ) ডঃ সুকর্ণ

(ঘ) বারট্রান্ড রাসেল

উত্তরঃ (গ) ডঃ সুকর্ণ

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) ঃ

(১) দস্তক বলতে কী বোঝো?

উত্তরঃ দস্তক কথার অর্থ হল বাণিজ্যিক ছাড়পত্র। ১৭১৭ খ্রিঃ দিল্লীর সম্রাট ফারুকশিয়র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার যে অধিকার দেন, সেই অধিকারকে এককথায় দস্তক বলা হয়।

 

(২) ১৭৮২ খ্রিঃ সলবাই সন্ধি গুরুত্ব কী?

উত্তরঃ হেস্টিংসের মারাঠা নীতি ফলপ্রসু হয়নি। বরং ইংরেজদের যথেষ্ঠ আর্থিক ক্ষতি হয়। সলবাই-এর সন্ধির ফলে পরবর্তী ২০ বছর ইংরেজ ও মারাঠাদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। এই সুযোগে ইংরেজরা ভারতের অন্যান্য শক্তিকে পরাস্ত করতে পেরেছিল।

অথবা

ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে ১৭৬০ খ্রিস্টাব্দের বিপ্লব ঘটনাটা কী?

উত্তরঃ ইংরেজরা মিরজাফরকে পদচ্যুত করে তার জামাতা মিরকাশিমকে বাংলার সিংহাসনে বসান, এইভাবে বিনা রক্তপাতে নবাব পরিবর্তনের ঘটনা ১৭৬০ খ্রিঃ বিপ্লব নামে পরিচিত।

(৩) কোন আইনের মাধ্যমে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে?

উত্তরঃ ১৮৫৮ সালের ভারত শাসন আইন অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(৪) ভারতবর্ষের কোন গভর্নর জেনারেল আমলাতন্ত্রের প্রবর্তন করেন?

উত্তরঃ ভারতবর্ষের গর্ভর্নর জেনারেল কর্ণওয়ালিস আমলাতন্ত্রের প্রবর্তন করেন।

 

(৫) চুঁইয়ে পড়া নীতি বলতে কী বোঝো?

উত্তরঃ কমিটি অব পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি মেকলে বলেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদেরর মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই পরিকল্পিত নীতি চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত।

অথবা

রায়ওয়ারি ভূমিবন্দোবস্ত ভারতের কোন অংশে প্রবর্তিত হয়?

উত্তরঃ ভারতের দক্ষিণে ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়।

 

(৬) তিয়েনসির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তরঃ তিয়েনসিনের সন্ধি ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ১৮৫৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।

 

(৭) নব্যবঙ্গ গোষ্ঠীর তরুন সদস্যদের যুক্তিবাদী চিন্তাধারার দার্শনিক ভিত্তি কী ছিল?

উত্তরঃ নব্যবঙ্গ গোষ্ঠীর তরুণ সদস্যদের যুক্তিবাদী চিন্তাধারার দার্শনিক ভিত্তি হল পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শ এবং রুশো, মিল, ভলতেয়ার প্রমুখ দার্শনিক রচনা পাঠ করেন।

 

(৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় নারী শিক্ষার ওপর কেন গুরুত্ব দিয়েছিলেন?

উত্তরঃ বিদ্যাসাগর উপলদ্ধি করেন যে নারী সমাজের মুক্তির জন্য তাদের শিক্ষার অত্যন্ত প্রয়োজন। এই জন্য তিনি নারী শিক্ষার প্রসারে সক্রিয় উদ্যেগ নেয়।

 

(৯) তিন আইন কী?

উত্তরঃ ব্রিটিশ সরকার ভারতে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহের স্বীকৃতি দিয়ে একটি আইন পাশ করেন। এটি তিন আইন নামে পরিচিত।

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(১০) ১৯১২ খ্রীঃ চীনের রাষ্ট্রপতি সান ইয়াৎ সেন কেন রাষ্ট্রপতির পদ থেকে সরে যান?

উত্তরঃ চিনে ১৯১১ খ্রীঃ বিপ্লব সংঘটিত হওয়ার পর রাষ্ট্রপতি সান ইয়াৎ সেন দেশের গৃহযুদ্ধ এড়াতে ১৯১২ খ্রীঃ সমরনায়ক ইউয়ান-সি-কাই এর সমর্থনে স্বেচ্ছায় রাষ্ট্রপতির পদ ত্যাগ করে।

অথবা

অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ১৮২৮ সালে ডিরোজিও ও তাঁর ছাত্রেরা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ গঠন করেন।

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(১১) ঔপনিবেশিক ভারতের ভাইসরয় প্রশাসনিক ক্ষেত্রে কাকে বলা হয়?

উত্তরঃ গভর্নর জেনারেল, যা আধুনিক ব্যবস্থায় একটি স্বাধীন রাজ্য শাসনকালে একটি সার্বভৌম রাষ্ট্রের রাজতন্ত্রের প্রতিনিধিত্ব করার জন্য নিযুক্ত ব্যক্তির পদবি পায় তাকেই প্রশাসনিক ক্ষেত্রে ভাইসরয় বলা হয়।

অথবা

কোন সংস্কার আইনে মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়?

উত্তরঃ মর্লে মিন্টো সংস্কার আইনে মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়।

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(১২) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কী?

উত্তরঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রীঃ মুসলিম, খ্রিস্টান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেন, এর পাশাপাশি হিন্দুদের বর্ণহিন্দু ও অনুন্নত হিন্দু এই দুই ভাগে ভাগ করে অনুন্নত হিন্দুদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। এটিই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত।

 

(১৩) ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মিরাট ষড়যন্ত্র মামলা (১৯২৯ খ্রীঃ) কাদের বিরুদ্ধে আনা হয়েছিল?

উত্তরঃ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মিরাট ষড়যন্ত্র মামলা ৩৩ জন কমিউনিস্ট নেতার বিরুদ্ধে আনা হয়েছিল।

 

(১৪) শিমলা ডেপুটেশনের গুরুত্ব কী?

উত্তরঃ ভারতে মুসলমানদের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে সিমলা ডেপুটেশনের গুরুত্ব অপরিসীম। এই ডেপুটেশনের মাধ্যমে মুসলিম সম্প্রদায় তাদের স্বতন্ত্র অধিকার ও স্বার্থের কথা সরকারের কাছে তুলে ধরেন।

অথবা

ভাইকম সত্যাগ্রহ কেন হয়েছিল?

উত্তরঃ বিংশ শতকের শুরুতেও দক্ষিন ভারতের ভাইকমে বর্ণহিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্নবর্গের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। নিম্নবর্ণের মানুষের জন্য এ রাস্তা খুলে দেওয়ার উদ্দেশ্যেই ভাইকম সত্যাগ্রহ হয়েছিল।

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

 

(১৫) ভিয়েতনামে ইন্দোচায়না কমিউনিস্ট পার্টি (১৯৩০ খ্রীঃ) কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ ভিয়েতনামে ইন্দোচায়না কমিউনিস্ট পার্টি (১৯৩০ খ্রীঃ) হো-চি-মিন প্রতিষ্ঠা করেন।

অথবা

‘গান্ধি বুড়ি’ কাকে বলা হয়?

উত্তরঃ মাতঙ্গিনী হাজরাকে ‘গান্ধী বুড়ি’ বলা হয়।

 

(১৬) এশিয়াবাসীদের জন্য এশিয়া এই ঘোষণা কে করেছিলেন?

উত্তরঃ এশিয়াবাসীদের জন্য এশিয়া এই ঘোষনা জাপান করেছিল।

অথবা

‘সি আর ফর্মুলা’ বলতে কী বোঝায়?

উত্তরঃ ১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময়ও মুসলিম লিগের অনড় দাবি ছিল পৃথক পাকিস্তান রাষ্ট্রের গঠন। এই লক্ষ্যের বাস্তবায়নেই তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হয়। এই অবস্থায় স্বাধীন ভারতের দ্বিখন্ডিত না করে, অথচ জিন্নার দাবির কিছু অংশ বাস্তবায়িত করে গান্ধি অনুগামী মাদ্রাজের চক্রবর্তী রাজাগোপালাচারী এক সমাধানসূত্র প্রকাশ করেন। তার এই সমাধানসূত্র রাজাজি সূত্র বা সি আর ফর্মুলা নামে পরিচিত।

 

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 History page 5

6 thoughts on “Class 12 ABTA Test Paper 2021-22 History page 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!