Wed. Apr 24th, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 91

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 91

১। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো ঃ

(১) ভূমিরূপ হল ভূ-গঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি – এই ধারণাটি কে প্রবর্তন করেন? 

(ক) জে টি হ্যাক

(খ) ডব্লু পেঙ্ক

(গ) এল সি কিং

(ঘ) ডব্লু এম ডেভিস

উত্তরঃ (ঘ) ডব্লু এম ডেভিস

 

(২) অন্তর্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়ার অংশ –

(ক) মহাজাগতিক প্রক্রিয়া

(খ) মানব প্রক্রিয়া

(গ) পার্থিব প্রক্রিয়া

(ঘ) বায়ুমন্ডলীয় প্রক্রিয়া

উত্তরঃ (গ) পার্থিব প্রক্রিয়া

 

(৩) নিম্নলিখিত কোন শিলাস্তরে ভৌম জলের সঞ্চয় বেশি হয়? –

(ক) স্লেট

(খ) শেল

(গ) গ্যাব্রো

(ঘ) বেলেপাথর

উত্তরঃ (ঘ) বেলেপাথর

 

(৪) মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে বলা হয়? –

(ক) পরিলেখ

(খ) সোলাম

(গ) ক্যাটেনা

(ঘ) পেডন

উত্তরঃ (ক) পরিলেখ

 

(৫) মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় যে বিজ্ঞানীকে –

(ক) জেনি

(খ) হিলগার্ড

(গ) মিলনে

(ঘ) ডকুচেভ

উত্তরঃ (ঘ) ডকুচেভ

 

(৬) একটি পৃথক সত্ত্ব বিশিষ্ট ত্রিমাত্রিক মৃত্তিকা এককে বলে –

(ক) পেড

(খ) পেডন

(গ) পলিপেডন

(ঘ) এ পি পেডন

উত্তরঃ (খ) পেডন

 

(৭) ক্রান্তিয় ঘূর্ণবাত সৃষ্টি হয় –

(ক) মরু অঞ্চলে

(খ) মেরু অঞ্চলে

(গ) অধমরু অঞ্চলে

(ঘ) ক্রান্তীয় অঞ্চলে

উত্তরঃ (ঘ) ক্রান্তীয় অঞ্চলে

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 91

 

(৮) জেট বায়ুর আবিষ্কর্তা হলেন –

(ক) সি জি রসবি

(খ) জে সি ফারমেন

(গ) পিটারসন

(ঘ) ট্রি ওয়ারথা

উত্তরঃ (ঘ) ট্রি ওয়ারথা

 

(৯) পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় –

(ক) মেরু অঞ্চলে

(খ) নাতিশীতোষ্ণ অঞ্চলে

(গ) ভূমমধ্যসাগরীয় অঞ্চলে

(ঘ) ক্রান্তীয় অঞ্চলে

উত্তরঃ (ঘ) ক্রান্তীয় অঞ্চলে

 

(১০) জীববৈচিত্র্য শব্দটি যে পরিবেশকেন্দ্রিক বিশ্ব সম্মেলনে জনপ্রিয়তা পায় –

(ক) আর্থ সামিট

(খ) বার্লিন কনফারেন্স

(গ) ভিয়েনা অধিবেশন

(ঘ) কিয়োটো সম্মেলন

উত্তরঃ (ক) আর্থ সামিট

 

(১১) উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থকরণ প্রক্রিয়া নির্ভর অর্থনৈতিক কাজ হলো –

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয়

(ঘ) পঞ্চম

উত্তরঃ (ক) প্রথম

 

(১২) শিল্প বিপ্লবকে কেন্দ্র করে যে স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয়েছে –

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) তৃতীয়

(ঘ) চতুর্থ

উত্তরঃ (খ) দ্বিতীয়

 

(১৩) শিল্পে অর্থ লগ্নি হল এক ধরনের –

(ক) প্রাথমিক শিল্প

(খ) মাধ্যমিক শিল্প

(গ) পরিসেবামূলক শিল্প

(ঘ) নব্য শিল্প

উত্তরঃ (গ) পরিসেবামূলক শিল্প

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 91

 

(১৪) উন্নত দেশের জনসংখ্যা পিরামিডের সাধারণ বৈশিষ্ট্য হল –

(ক) ভূমি সংকীর্ণ ও মধ্যাংশ স্ফীত

(খ) ভূমি প্রসারিত ও শীর্ষ সংকীর্ণ

(গ) ভূমি সংকীর্ণ ও শীর্ষ প্রসারিত

(ঘ) ভূমি প্রসারিত ও শীর্ষ প্রসারিত

উত্তরঃ (ক) ভূমি সংকীর্ণ ও মধ্যাংশ স্ফীত

 

(১৫) দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধিকে বলা হয় –

(ক) উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার

(খ) উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার

(গ) নিম্ন জন্মহার ও উচ্চ মৃত্যুহার

(ঘ) নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহার

উত্তরঃ (ক) উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার

 

(১৬) অ্যাক্রোপলিস কথাটির অর্থ –

(ক) নতুন শহর

(খ) বাজার শহর

(গ) প্রাচীন শহর

(ঘ) ভূতুড়ে শহর

উত্তরঃ (গ) প্রাচীন শহর

 

(১৭) ভারতের একটি পরিবহন শহরের উদাহরণ হল –

(ক) চন্ডীগড়

(খ) কোয়েম্বাটোর

(গ) মুঘলসরাই

(ঘ) ঝরিয়া

উত্তরঃ (গ) মুঘলসরাই

 

(১৮) নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোন্‌টি কার্স্ট ভূমিরূপ নয় –

(ক) ডোলাইন

(খ) সিঙ্ক হোল

(গ) হাম্‌স

(ঘ) জিও

উত্তরঃ (ঘ) জিও

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 91

 

(১৯) গিরিজনি আলোড়ন হল –

(ক) ধীর বহির্জাত প্রক্রিয়া

(খ) ধীর অন্তর্জাত প্রক্রিয়া

(গ) আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া

(ঘ) আকস্মিক বহির্জাত প্রক্রিয়া

উত্তরঃ (খ) ধীর অন্তর্জাত প্রক্রিয়া

 

(২০) কার্স্ট গবাক্ষ নামকরণটি প্রথম কে করেছিলেন –

(ক) সুইটিং

(খ) সিজিক

(গ) ম্যালট

(ঘ) স্পার্টস

উত্তরঃ (গ) ম্যালট

 

(২১) মাটি গঠনকারী একটি প্রধান খনিজ হল –

(ক) অগাইট

(খ) হেমাটাইট

(গ) হর্ণব্লেন্ড

(ঘ) কোয়ার্টাজ

উত্তরঃ উপরের কোনোটিই নয় (ফেলসপার)

 

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 91

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 91

2 thoughts on “Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 91”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!