Sun. Sep 8th, 2024

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 60

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 60

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকের নীচে প্রদত্ত বাক্সে লেখো ঃ

১) হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় –

(ক) লালচে

(খ) কালো

(গ) ধূসর

(ঘ) সাদাটে

উত্তরঃ (খ) কালো

 

২) শিল্প স্থানিকতার নূন্যতম ব্যয়তত্ত্বটির প্রবর্তক হলেন –

(ক) অগাস্ট লশ

(খ) আলফ্রেড ওয়েবার

(গ) জর্জ রেনার

(ঘ) জিম্যারম্যান

উত্তরঃ (খ) আলফ্রেড ওয়েবার

 

৩) প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে –

(ক) হ্যামলেট

(খ) গ্রাম

(গ) মৌজা

(ঘ) শহর

উত্তরঃ (ক) হ্যামলেট

 

৪) একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হল –

(ক) পদ্ম

(খ) হোগলা

(গ) কচুরিপানা

(ঘ) শালুক

উত্তরঃ (গ) কচুরিপানা

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 60

 

৫) জেট স্ট্রিম নামকরণ করেন আবহবিদ –

(ক) হেনরিক মিলকোষ

(খ) বার্কলেস

(গ) জর্জ হ্যাডলি

(ঘ) ওসাবুরো ওইসি

উত্তরঃ (ক) হেনরিক মিলকোষ

 

৬) মেগা জীববৈচিত্র্য দেখা যায় –

(ক) সাভানা

(খ) নাতিশীতোষ্ণ অঞ্চলে

(গ) উপমেরু অঞ্চলে

(ঘ) ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে

উত্তরঃ (ঘ) ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে

 

৭) অগ্ন্যুৎপাত পদার্থ থেকে যে বর্গের মৃত্তিকা সৃষ্টি হয় –

(ক) মলিসল

(খ) হিস্টোসল

(গ) অ্যান্তিসল

(ঘ) ভার্টিসল

উত্তরঃ (গ) অ্যান্তিসল

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 60

 

৮) বায়ুমন্ডলে ত্রিকোণ মডেলের’ প্রবক্তা হলেন –

(ক) জি হাডলি

(খ) পলম্যান

(গ) পিটারসেন

(ঘ) ব্যারি ও চোরলে

উত্তরঃ (খ) পলম্যান

 

৯) ওজন হ্রাসমান কাঁচামালের পণ্যসূচক হলো –

(ক) ১ -এর কম

(খ) ১ – এর বেশি

(গ) ১ – এর সমান

(ঘ) শূন্য

উত্তরঃ (খ) ১ – এর বেশি

 

১০) স্থানান্তর কৃষি ইন্দোনেশিয়ার যে নামে পরিচিত –

(ক) হুমা

(খ) রোকা

(গ) ঝুম

(ঘ) মিলপা

উত্তরঃ (ক) হুমা

 

১১) মাটির প্রাথমিক কণাগুলির একত্রিত গঠনকে বলে –

(ক) পেডন

(খ) পেড

(গ) এপিপেডন

(ঘ) পলিপেডন

উত্তরঃ (খ) পেড

 

১২) যে বাগিচার সঙ্গে ফাজেন্ডা কথাটি জড়িত –

(ক) চা

(খ) কফি

(গ) রবার

(ঘ) কোকো

উত্তরঃ (খ) কফি

 

১৩) নূন্যতম ব্যয় তত্ত্বে সমপরিবহন ব্যয় রেখাকে বলে –

(ক) আইসোবার

(খ) আইসোডোপেন

(গ) আইসোটিম

(ঘ) আইসোফেন

উত্তরঃ (খ) আইসোডোপেন

 

১৪) উদ্যান কৃষিতে ফলের চাষকে বলে –

(ক) ফ্লোরিকালচার

(খ) ওরেলিকালচার

(গ) পোনাম কালচার

(ঘ) হর্টি কালচার

উত্তরঃ (গ) পোনাম কালচার

 

১৫) কানহা জাতীয় উদ্যান অবস্থিত –

(ক) মধ্যপ্রদেশ

(খ) রাজস্থানে

(গ) কেরল

(ঘ) বিহারে

উত্তরঃ (ক) মধ্যপ্রদেশ

 

১৬) দুটি রাস্তা সমকোনে মিলিত হলে, যে আকৃতির বসতি গড়ে ওঠে –

(ক) L আকৃতির

(খ) Y আকৃতির

(গ) Z আকৃতির

(ঘ) N আক্রতির

উত্তরঃ (ক) L আকৃতির

 

১৭) ভারতে শ্বেত বিপ্লবে’র জনক হলেন –

(ক) নরম্যান বোরলগ

(খ) রোনাল্ড রস

(গ) এম এস স্বামীনাথন

(ঘ) ভার্গিস ক্যুরিয়েন

উত্তরঃ (ঘ) ভার্গিস ক্যুরিয়েন

 

১৮) ভারতে নীলবিপ্লব যে পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তা হল –

(ক) তৈলবীজ

(খ) দুধ

(গ) মাছ

(ঘ) ডিম

উত্তরঃ (গ) মাছ

 

১৯) মেগালোপলিস শব্দের প্রথম ব্যবহার করেন –

(ক) প্যাট্রিক গেডেস

(খ) জাঁ গটম্যান

(গ) লুই মার্মফোর্ড

(ঘ) জি জি গ্যালপিন

উত্তরঃ (খ) জাঁ গটম্যান

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 60

 

২০) পুরুষ -নারী অনুপাত ভারতে যে রাজ্যে সর্বাধিক তা হলো –

(ক) হরিয়ানা

(খ) কেরালা

(গ) মহারাষ্ট্র

(ঘ) বিহার

উত্তরঃ (খ) কেরালা

 

২১) ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো –

(ক) অরুণাচল প্রদেশ

(খ) সিকিম

(গ) গোয়া

(ঘ) অসম

উত্তরঃ (খ) সিকিম

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 60

Thank You

Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 60

2 thoughts on “Class 12 ABTA Test Paper 2021-22 Geography page 60”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!