Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438
বিভাগ-‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ভূমির সমউচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হল-
(ক) অবরোহণ
(খ) আরোহণ
(গ) ক্ষয়ীভবন
(ঘ) পর্যায়ন।
উত্তরঃ (ঘ) পর্যায়ন
১.২ নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয়-
(ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(খ) প্লাবন ভূমি
(গ) জলপ্রপাত
(ঘ) পলল শঙ্কু।
উত্তরঃ (গ) জলপ্রপাত
১.৩ আকাশকে নীল দেখানোর কারণ হলো বায়ুতে-
(ক) O2 এর উপস্থিতি
(খ) N2এর উপস্থিতি
(গ) ধূলিকণার উপস্থিতি
(ঘ) জলীয় বাষ্পের উপস্থিতি।
উত্তরঃ (গ) ধূলিকণার উপস্থিতি
১.৪ মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরে?–
(ক) ওজানোস্ফিয়ারে
(খ) মেসোস্ফিয়ারে
(গ) আয়নোস্ফিয়ারে
(ঘ) এক্সোস্ফিয়ারে।
উত্তরঃ (গ) আয়নোস্ফিয়ারে
১.৫ ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে-
(ক) চিনুক
(খ) ফন
(গ) মিস্ট্রাল
(ঘ) বোরা।
উত্তরঃ (গ) মিস্ট্রাল
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.৬ মরা কোটালে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে-
(ক) ৩০° কোণে
(খ) ৪৫° কোণে
(গ) ৯০° কোণে
(ঘ) ১৮০° কোণে।
উত্তরঃ (গ) ৯০° কোণে
১.৭ দ্রুত প্রকৃতিতে মিশে যায়-
(ক) গ্যাসীয় বর্জ্য
(খ) কঠিন বর্জ্য
(গ) তরল বর্জ্য
(ঘ) বিষহীন বর্জ্য।
উত্তরঃ (ঘ) বিষহীন বর্জ্য
১.৮ ভারতে প্রথম রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয়?–
(ক) ১৯৫১ সালে
(খ) ১৯৫৩ সালে
(গ) ১৯৫৬ সালে
(ঘ) ১৯৬০ সালে।
উত্তরঃ (খ) ১৯৫৩ সালে
১.৯ জোয়ার উৎপাদনে ভারতে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো-
(ক) মহারাষ্ট্র
(খ) রাজস্থান
(গ) কৰ্ণাটক
(ঘ) গুজরাট।
উত্তরঃ (ক) মহারাষ্ট্র
১.১০ আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে-
(ক) ভূর
(খ) বেট
(গ) রোহি
(ঘ) খাদার।
উত্তরঃ (গ) রোহি
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
১.১১ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল-
(ক) কোলেরু
(খ) পুলিকট
(গ) ভেম্বনাদ
(ঘ) লোকটাক।
উত্তরঃ (ক) কোলেরু
১.১২ ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল-
(ক) কূপ ও নলকূপ
(খ) জলাশয়
(গ) খাল
(ঘ) ফোয়ারা।
উত্তরঃ (ক) কূপ ও নলকূপ
১.১৩ কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে—
(ক) লৌহ ইস্পাত
(খ) পেট্রোরসায়ন
(গ) বস্ত্র
(ঘ) মোটরগাড়ি
উত্তরঃ (খ) পেট্রোরসায়ন
১.১৪ ১°×১° অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (RF) হল-
(ক) ১:৫০০০০
(খ) ১:১০০০০০
(গ)১:২৫০০০০
(ঘ) ১:১০০০০০০
উত্তরঃ (গ)১:২৫০০০০
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
বিভাগ-‘খ’
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে ‘অ’ লেখো। (যে কোনো ছয়টি) :
২.১.১ বিভিন্ন ঋতুতে নদীর জলের পরিমাণ হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলে।
উত্তরঃ শু
২.১.২ সিফ বালিয়াড়ি তির্যক বালিয়াড়ির অন্তর্গত।
উত্তরঃ অ
Note: সিফ বালিয়াড়ি দীর্ঘ, সংকীর্ণ ও সমান্তরাল বালিয়াড়ির অন্তর্গত।
২.১.৩ এলনিনোর বছরগুলিতে ভারতে বন্যার প্রাদুর্ভাব দেখা যায়।
উত্তরঃ অ
Note: এলনিনোর বছরগুলিতে ভারতে খরার প্রাদুর্ভাব দেখা যায়।
২.১.৪ ৫ই জুলাই বিশ্ব পরিবেশ দিবস।
উত্তরঃ অ
Note: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস।
২.১.৫ আউশ ধান হল জাহিদ শস্য।
উত্তরঃ শু
২.১.৬ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার।
উত্তরঃ শু
Note: ২০১১ আদমশুমারি অনুযায়ী বিহার হল সর্বাধিক জনঘনত্বপূর্ন রাজ্য এবং দিল্লি হল সর্বাধিক জনঘনত্বপূর্ন কেন্দ্র শাসিত অঞ্চল।
২.১.৭ FCC বা False colour composite অর্থাৎ ছদ্মরঙে সবুজ অরণ্যকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়।
উত্তরঃ শু
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :
২.২.১ পলল ব্যজনী পর্বতের ______ অঞ্চলে গড়ে ওঠে।
উত্তরঃ পাদদেশীয়
২.২.২ রসে মোতানের অমসৃণ ঢালটি ______ পদ্ধতিতে সৃষ্টি হয়।
উত্তরঃ উৎপাটন
২.২.৩ দূষণকারী গ্যাস ও দূষণ কণা দূর করার জন্য ______ স্ক্র্যাবার ব্যবহার করা হয়।
উত্তরঃ শুষ্ক
২.২.৪ মোট বনভূমির পরিমাণে ______ রাজ্য প্রথম।
উত্তরঃ মধ্যপ্রদেশ
২.২.৫ উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমির মাটিকে ______ বলে।
উত্তরঃ ধাঙ্কার
২.২.৬ ‘শিল্পের শিল্প’ বলা হয় ______ শিল্পকে।
উত্তরঃ মোটরগাড়ি
২.২.৭ ______ সেন্সর এর সাহায্যে দিন ও রাত উভয় সময়ের তথ্য সংগ্রহ করা যায়।
উত্তরঃ অ্যাকটিভ
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ কোন নদীতে গড়ে উঠেছে?
উত্তরঃ আমাজন নদীতে।
২.৩.২ বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের প্রাধান্য দেখা যায়?
উত্তরঃ স্ট্রাটোস্ফিয়ার স্তরে।
২.৩.৩ সিরোক্কো মিশরে কি নামে পরিচিত?
উত্তরঃ খামসিন।
২.৩.৪ ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে কি বলে?
উত্তরঃ E-বর্জ্য
২.৩.৫ ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী?
উত্তরঃ তামিলনাড়ু
২.৩.৬ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয়?
উত্তরঃ কোয়েম্বাটোর শহরকে।
২.৩.৭ ‘ভারতের জরিপ সংস্থা‘র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুনে।
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
বামদিক | ডানদিক |
২.৪.১ গম | ১। গ্লোবাল শিল্প |
২.৪.২ তথ্যপ্রযুক্তি | ২। চিকমাগালুর |
২.৪.৩ লৌহ ইস্পাত | ৩। সোনালিকা |
২.৪.৪ কফি | ৪। ভিলাই |
উত্তরঃ
বামদিক | ডানদিক |
২.৪.১ গম | ৩। সোনালিকা |
২.৪.২ তথ্যপ্রযুক্তি | ১। গ্লোবাল শিল্প |
২.৪.৩ লৌহ ইস্পাত | ৪। ভিলাই |
২.৪.৪ কফি | ২। চিকমাগালুর |
আরো পড়ুন :
Madhyamik ABTA Test Paper 2022-2023 All subjects solution
মাধ্যমিক গণিত প্রকাশ সম্পূর্ণ সমাধান
Madhyamik Previous 5 Years Paper Solution
Subscribe my YouTube channel : Science Duniye in Bangla
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438.
Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438, Madhyamik ABTA Test Paper 2023 Geography Page 438.
Thank you sir
স্যার ইংরেজির উত্তরগুলো করে দিলে ভালো হত।
With map pointing ☝️☝️☝️
With map pointing ☝️☝️☝️☝️
Sir 2.2.6 ans ta bhul ache ota লৌহ ইস্পাত শিল্প hobe.
Na motor gariy hobe, ( watsapp 9903361764)