Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 163
বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :
1.1 বনচাঁড়াল উদ্ভিদের পত্রতে যে ধরনের চলন দেখা যায় তা হল –
(a) ফটোট্রপিক চলন
(b) সিসমোন্যাসটিক চলন
(c) হাইড্রোট্যাকটিক চলন।
(d) প্রকরণ চলন।
1.2 মানব মস্তিষ্কের যে অংশটি রিলে স্টেশন-রূপে কাজ করে তা হল-
(a) থ্যালামাস
(b) হাইপোথ্যালামাস
(c) সেরিবেলাম
(d) পনস
1.3 ‘উইডিসাইড’ হিসাবে পরিচিত উদ্ভিদ হরমোনটি হল-
(a) IAA
(b) IBA
(c) 2, 4-D
(d) NAA
1.4 ডি-অক্সিবাইবোজ শর্করার যে কার্বন অণুতে একটি অক্সিজেন পরমাণু অনুপস্থিত থাকে তা হল-
(a) C-1
(b) C-2
(c) C-3
(d) C-4
1.5 কোশচক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়লে যে রোগটি হয় তা হল-
(a) থ্যালাসেমিয়া
(b) ক্যানসার
(c) হিমোফিলিয়া
(d) বর্ণান্ধতা।
1.6 মানব বিকাশের যে দশায় যৌন চেতনার উন্মেষ ঘটে তা হল-
(a) শৈশব
(b) বয়ঃসন্ধি
(c) পরিণত দশা
(d) বার্ধক্য।
1.7 হলুদ গোল মটর বীজের ফিনোটাইপ প্রকাশের জন্য জিনোটাইপ হতে পারে-
(a) এক প্রকার
(b) দুই প্রকার
(c) তিন প্রকার
(d) চার প্রকার।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
1.8 তিনটি কন্যা সন্তান আছে এমন কোনো পিতা-মাতার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা-
(a) 25%
(b) 50%
(c) 75%
(d) 100%
1.9 কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন-
(a) কেবল বাবা বর্ণান্ধ
(b) কেবল মা বণান্ধ
(c) মা বাহক ও বাবা বর্ণান্ধ
(d) মা বাহক বাবা স্বাভাবিক।
1.10 পৃথিবীর আদিম বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না সেটি হল—
(a) O2
(b) CO2
(c) H2
(d) CH4
1.11 সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হল-
(a) উৎপত্তিগতভাবে ও কার্যগতভাবে ভিন্ন
(b) উৎপত্তিগতভাবে ও কার্যগতভাবে একই
(c) উৎপত্তিগতভাবে এক ও কিন্তু কার্যগতভাবে ভিন্ন
(d) উৎপত্তিগতভাবে ভিন্ন ও কার্যগতভাবে একই।
1.12 “ফিশিং টুল’ ব্যবহারের দক্ষতা নিম্নলিখিত যে প্রাণীটির মধ্যে দেখা যায় সেটি হল—
(a) শিম্পাঞ্জী
(b) উট
(c) মৌমাছি
(d) মাছ।
1.13 সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হল—
(a) বিশ্বউষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন
(b) দূষণ
(c) অতিব্যবহার
(d) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ।
1.14 প্রদত্ত যে গ্যাসটি গ্রীন হাউস গ্যাস নয় সেটি হল-
(a) CO2
(b) SO2
(c) N2O
(d) CH4
1.15 যে জোড়টি সঠিক নয় সেটি হল-
(a) ইন-সিটু সংরক্ষণ – কাজিরাঙা
(b) এক্স-সিটু সংরক্ষণ – বোটানিক্যাল গার্ডেন
(c) ক্রায়োসংরক্ষণ – চিড়িয়াখানা
(d) বায়োস্ফিয়ার রিজার্ভ – সুন্দরবন।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
বিভাগ-‘খ’ 2. নীচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :
নীচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো : (যে কোনো পাঁচটি) :
2.1 প্রাণীদের ক্যালোরিজেনিক হরমোন হল ______।
উত্তরঃ থাইরক্সিন
2.2 ______ কোশ বিভাজন গ্যামেট উৎপাদনকালে ঘটে।
উত্তরঃ মিয়োসিস
2.3 রেড গ্রন্থি মাছের ______ প্রকোষ্ঠে থাকে।
উত্তরঃ অগ্র
2.4 পারদ দূষণের ফলে ______ রোগ হয়।
উত্তরঃ মিনামাটা
2.5 ______ জননে অপত্যে প্রকরণ সৃষ্টি হয়।
উত্তরঃ যৌন
2.6 নমুনা বীজকে −196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণকে ______বলে।
উত্তরঃ ক্রায়োসংরক্ষন
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোনো পাঁচটি) :
2.7 লজ্জাবতী উদ্ভিদে নিকটিন্যাস্টি চলন দেখা যায়।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ লজ্জাবতী উদ্ভিদে সিসমোন্যাস্টি চলন দেখা যায়।
2.8 অক্সিন হরমোন অগ্রস্থ প্রকটতা ঘটায়।
উত্তরঃ সত্য।
2.9 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত একই হয়।
উত্তরঃ সত্য।
2.10 ‘অস্তিত্বের জন্য সংগ্রাম‘ কথাটি প্রথম বলেন ল্যামার্ক।
উত্তরঃ মিথ্যা
ব্যাখ্যাঃ ‘অস্তিত্বের জন্য সংগ্রাম‘ কথাটি প্রথম বলেন চার্লস ডারউইন।
2.11 ভারতের প্রথম জাতীয় উদ্যান জিম করবেট জাতীয় উদ্যান।
উত্তরঃ সত্য।
2.12 একটি পক্ষীপরাগী উদ্ভিদ হল ধান।
উত্তরঃ মিথ্যা।
ব্যাখ্যাঃ ধান হলো বায়ুপরাগী উদ্ভিদ।
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution
‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভ | B-স্তম্ভ |
2.13 ADH | (a) উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস |
2.14 স্বপরাগযোগ | (b) হ্যালডেন |
2.15 আয়োডিন | (c) প্রজাতির বিশুদ্ধতা |
2.16 হট ডাইলিউট স্যুপ | (d) বৃক্কীয় নালিকার পুনঃশোষণ |
2.17 শ্বাসমূল | (e) থাইরক্সিন |
2.18 কোশপাত | (f) লবণাম্বু উদ্ভিদ |
(g) ওপারিন |
উত্তরঃ
A স্তম্ভ | B-স্তম্ভ |
2.13 ADH | (d) বৃক্কীয় নালিকার পুনঃশোষণ |
2.14 স্বপরাগযোগ | (c) প্রজাতির বিশুদ্ধতা |
2.15 আয়োডিন | (e) থাইরক্সিন |
2.16 হট ডাইলিউট স্যুপ | (b) হ্যালডেন |
2.17 শ্বাসমূল | (f) লবণাম্বু উদ্ভিদ |
2.18 কোশপাত | (a) উদ্ভিদ কোশের সাইটোকাইনেসিস |
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো ছয়টি) :
2.19 ক্রেসকোগ্রাফ্ যন্ত্রটি কে আবিষ্কার করেন।
উত্তরঃ স্যার জগদীশচন্দ্র বসু।
2.20 বিসদৃশ শব্দটি বেছে লেখো : অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু।
উত্তরঃ ভেগাস স্নায়ু।
ব্যাখ্যাঃ একমাত্র ভেগাস স্নায়ু হলো মিশ্র স্নায়ু।
2.21 পুনরুৎপাদন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো।
উত্তরঃ প্ল্যানেরিয়া।
2.22 স্বাধীন বিন্যাসের সূত্রটি মেন্ডেলের কোন পরীক্ষা থেকে প্রাপ্ত?
উত্তরঃ মেন্ডেলের দ্বি-সংকর জনন পরীক্ষা থেকে স্বাধীন বিন্যাসের সূত্রটি পাওয়া যায়।
2.23 মানুষের একটি লিঙ্গ সংযোজিত জিনগত রোগের নাম লেখো?
উত্তরঃ বর্ণান্ধতা।
2.24 নীচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
N2 সংবন্ধন : রাইজোবিয়াম :: N2 মোচন : ______
উত্তরঃ N2 সংবন্ধন : রাইজোবিয়াম :: N2 মোচন : সিউডোমোনাস
2.25 স্কাউট মৌমাছির কখন ওয়াগল নৃত্য করে?
উত্তরঃস্কাউট মৌমাছি খাদ্যের উৎস খুঁজে পেলে মৌচাকের অন্যান্য মৌমাছিকে সেই উৎসের কথা জানাতে ওয়াগল নৃত্য করে। এই নৃত্যের মাধ্যমে মৌমাছি খাদ্যের উৎসের দূরত্ব, দিক এবং গুণমান সম্পর্কে তথ্য প্রদান করে।
2.26 ধূমপানে ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগের নাম লেখো।
উত্তরঃ ধূমপানে ফলে সৃষ্ট ফুসফুসের একটি রোগ হল ফুসফুসের ক্যান্সার।
ধূমপানে ফলে সৃষ্ট অন্যান্য ফুসফুসের রোগগুলি হল:
- ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)
- ব্রঙ্কাইটিস
- এমফাইসিমা
আরও পড়ুনঃ
Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution
Madhyamik ABTA Test Papers 2024 English Solution
Madhyamik ABTA Test Papers 2024 History Solution
Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution
Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution
Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution
Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution