Sat. Oct 5th, 2024

Madhyamik ABTA Test Papers 2024 : Life Science Page 141

বিভাগ ‘ক’ 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো :

1.1 বনচাঁড়ালের প্রকরণ বা রসস্ফীতি চলনের ক্ষেত্রে দেখা যায় যে তার পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক দুটি ওঠানামা করে। এটি—

(a) সামগ্রিক চলন

(b) স্বতঃস্ফূর্ত বক্রচলন

(c) আবিষ্ট বক্রচলন

(d) ট্রপিক চলন ।

 

1.2 নীচের বেঠিক জোড়টি শনাক্ত করো—

(a) ডিম্বাণু নিঃসরণ-LH

(b) হাইপোগ্লাইসেমিয়া- ইনসুলিন

(c) শ্বাসক্রিয়ার হার বৃদ্ধি অ্যাড্রিনালিন

(d) BMR হ্রাস-থাইরক্সিন

 

1.3 নিসল দানা হল, নিউরোনের কোশ দেহে থাকা-

(a) নিষ্ক্রিয় সেন্ট্রিওল

(b) এক প্রকার জাইমোজেন দানা

(c) রাইবো নিউক্লিও প্রোটিন দানা

(d) গলগিবড়ির মাইক্রোভেসিকল।

 

1.4 ‘ক’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘খ’ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান ক নীচের উত্তরগুলির মধ্যে কোটি সঠিক তা নির্বাচন করো:

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ
A. কোশচক্রের G1 দশা (i) DNA এর পরিমাণ 2C থেকে 4C হয়
B. কোশচক্রের S দশা (ii) বিভিন্ন প্রকার RNA ও প্রোটিন সংশ্লেষণ
C. কোশচক্রের G2 দশা (iii) বিভিন্ন বৃদ্ধি পোষক ফ্যাক্টর, DNA পলিমারেজ ইত্যাদি

(a) A-(iii) B-(ii) C-(i)

(b) A-(iii) B-(i) C-(ii)

(c) A-(ii) B-(iii) C-(i)

(d) A-(i) B-(iii) C-(ii)।

 

1.5 একটি AaBB জিনোটাইপ যুক্ত জীব থেকে গ্যামেট পাওয়া যাবে—

(a) 2 ধরনের

(b) 4 ধরনের

(c) 8 ধরনের

(d) 1 ধরনের।

 

1.6 পুরুষ মানুষের শুক্রাণুতে থাকা অটোজোমের সংখ্যা হল-

(a) 46টি

(b) 23টি

(c) 22টি

(d) 1টি।

 

1.7 একটি কুমড়োগাছের পুরুষ ও স্ত্রী ফুলের মধ্যে পরাগযোগ ঘটলে, তাকে বলা যায়—

(a) অটোগ্যামি

(b) অ্যালোগ্যামি

(c) জিটোনোগ্যামি

(d) জেনোগ্যামি।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

1.8 মাইটোটিক বিভাজনের ক্যারিওকাইনেসিসের একটি দশায় দেখা গেল ক্রোমোজোনগুলি ‘V’, ‘L’, ‘I’ ইত্যাদি ইংরাজী অক্ষরের ন্যায় আকৃতি ধারণ করেছে। এটি কোন দশা বলে মনে হয়?-

(a) টেলোফেজ

(b) অ্যানাফেজ

(c) মেটাফেজ

(d) প্রোফেজ।

 

1.9 এক ব্যক্তি হিমোফিলিয়া B বা খ্রিস্টমাস রোগে আক্রান্ত। তাঁর রক্তে নিম্নলিখিত কোন্ তঞ্চনসহায়ক ফ্যাক্টর অনুপস্থিত?-

(a) ফ্যাক্টর IX

(b) ফ্যাক্টর VIII

(c) ফ্যাক্টর VII

(d) ফ্যাক্টর X।

 

1.10 সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে নীচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোন্‌গুলি সঠিক তা বেছে নাও:

সমসংস্থ অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ
I উৎপত্তি ও গঠনগতভাবে এক উৎপত্তি ও গঠনগতভাবে আলাদা
II কার্যগতভাবে ভিন্ন প্রকৃতির কার্যগতভাবে একই
III অভিসারী অভিব্যক্তির ফল অপসারী অভিব্যক্তির ফল
IV উদাহরণ-মানুষের হাত ও পাখির ডানা উদাহরণ—পাখির ডানা ও প্রজাপতির ডানা

(a) I, II

(b) I, II, III

(c) I, II, IV

(d) II, IV।

 

1.11 উটের RBC-র ক্ষেত্রে নিম্নলিখিত কোন্ বৈশিষ্ট্যটি প্রযোজ্য? –

(a) RBC গোলাকার ও নিউক্লিয়াসযুক্ত

(b) RBC ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন

(c) RBC গোলাকার ও নিউক্লিয়াস বিহীন

(d) RBC ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত।

 

1.12 ঘোড়ার অভিব্যক্তির সঠিক পথটি শনাক্ত করো-

(a) ইত্তহিপ্পাস → মেসোহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইক্যুয়াস

(b) ইত্তহিপ্পাস → প্লায়োহিপ্পাস → মেসোহিপ্পাস মেরিচিপ্পাস → ইক্যুয়াস

(c) ইওহিপ্পাস → মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → মেসোহিপ্পাস →  ইক্যুয়াস

(d) ইওহিপ্পাস → মেসোহিপ্পাস → প্লায়োহিঙ্গাস → মেরিচিপ্পাস → ইক্যুয়াস।

 

1.13 নীচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়?-

(a) কার্বন- ডাই-অক্সাইড

(b) CFC

(c) নাইট্রোজেন-ডাই-অক্সাইড

(d) নাইট্রাস অক্সাইড।

 

1.14 একটি ডি-নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল—

(a) সিউডোমোনাস

(b) থিওব্যাসিলাস

(c) নাইট্রোব্যাক্টর

(d) ‘ক’ ও ‘খ’ উভয়ই।

 

1.15 ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যে বায়োডাইভারসিটি হটস্পটের অন্তর্ভুক্ত তা হল-

(a) পূর্ব হিমালয়

(b) পশ্চিমঘাট পর্বতমালা

(c) সুন্দাল্যান্ড

(c) ইন্দো-বার্মা।

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

বিভাগ-‘খ’ 2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো :

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি) :

2.1 উদ্ভিদের অপরিণত ফল এবং বীজের শস্যে ______ হরমোন অধিক থাকে।

উত্তরঃ সাইটোকাইনিন 

 

2.2 চোখের ______ অংশ তারারন্ধ্রের সংকোচন-প্রসারণ ঘটায়।

উত্তরঃ আইরিশ। 

 

2.3 নিউক্লিওলার অর্গানাইজার ক্রোমোজোমের ______ অংশে অবস্থান করে।

উত্তরঃ গৌণ খাঁজ

 

2.4 ______ নামক সায়ানোব্যাকটেরিয়াতে খণ্ডীভবন দেখা যায়।

উত্তরঃ স্পাইরোগাইরা

 

2.5 উভয়লিঙ্গ ফুল থেকে পুং কেশরের অপসারণকে ______ বলে।

উত্তরঃ ইমাসকুলেশন 

 

2.6 একটি বিপন্ন ঔষধি উদ্ভিদ হল ______ ।

উত্তরঃ সর্পগন্ধ্যা

 

নীচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : (যে কোন পাঁচটি) :

2.7 ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তরঃ সত্য

 

2.8 অ্যামাইটোসিস কোশ বিভাজনে কখনো কখনো বেমতন্তু গঠিত হয়।

উত্তরঃ মিথ্যা

ব্যাখ্যাঃ অ্যামাইটোসিস কোশ বিভাজনে কখনোই বেমতন্তু গঠিত হয় না। অ্যামাইটোসিস হল একটি অপ্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, যেখানে মাতৃকোষের নিউক্লিয়াসটি সরাসরি দুটি অপত্য নিউক্লিয়াসে বিভক্ত হয়। এই প্রক্রিয়ায়, মাতৃকোষের সাইটোপ্লাজমটিও সরাসরি দুটি অপত্য কোষে বিভক্ত হয়।

বেমতন্তু হল একটি প্রোটিন কাঠামো যা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের বিভাজন এবং স্থানান্তর ঘটাতে সাহায্য করে। মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের দুটি প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া, যেখানে বেমতন্তু গঠিত হয়।

2.9 মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে বিশুদ্ধ প্রচ্ছন্নজীব হয় ১/১৬ ভাগ।

উত্তরঃ সত্য

 

2.10 খাদ্যের উৎস 100 মিটারের বেশি হলে মৌমাছি বৃত্তাকার নৃত্য প্রদর্শন করে।

উত্তরঃ মিথ্যা

ব্যাখ্যাঃ বৃত্তাকার নৃত্য হল খাদ্যের উৎস 100 মিটারের কম দূরত্বে হলে প্রদর্শিত একটি নৃত্য।

 

2.11 হাঁপানি হল একপ্রকার অ্যালার্জিজনিত রোগ।

উত্তরঃ সত্য

 

2.12 ল্যামার্কের মতবাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হল- অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ।

উত্তরঃ সত্য

 

 

‘A’ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি) :

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 জিব্বারেলিন (a) হেকেল
2.14 করপাস ক্যালোসাম (b) পরাগ রেণু
2.15 হ্যাপ্লয়েড কোশ (c) থ্যালাসেমিয়া
2.16 বার্ধক্য দশা (d) গুরুমস্তিষ্ক
2.17 অটোজমীয় রোগ (e) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি
2.18 বায়োজেনেটিক সূত্র (f) হিমোফিলিয়া
(g) চোখে ছানি পড়া

উত্তরঃ

A স্তম্ভ B-স্তম্ভ
2.13 জিব্বারেলিন (e) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি
2.14 করপাস ক্যালোসাম (d) গুরুমস্তিষ্ক
2.15 হ্যাপ্লয়েড কোশ (b) পরাগ রেণু
2.16 বার্ধক্য দশা (g) চোখে ছানি পড়া
2.17 অটোজমীয় রোগ (c) থ্যালাসেমিয়া
2.18 বায়োজেনেটিক সূত্র (a) হেকেল

 

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও : (যে কোনো পাঁচটি) :

2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো : অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু।

উত্তরঃ ভেগাস স্নায়ু

ব্যাখ্যাঃ শুধুমাত্র ভেগাস স্নায়ু একটি মিশ্র স্নায়ু। 

 

2.20 জোড় কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদ শাখাকে কী বলে?

উত্তরঃ জোড় কলমে ব্যবহৃত উন্নত উদ্ভিদ শাখাকে সিয়ন বলে ।

 

2.21 নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

চাপরামারি : অভয়ারণ্য :: সুন্দরবন : ______

উত্তরঃ চাপরামারি : অভয়ারণ্য :: সুন্দরবন : বায়োস্ফিয়ার রিসার্ভ

 

2.22 SPM কী?

উত্তরঃ বায়ুদূষণের কারণে বাতাসে ভাসমান সূক্ষ্মাতিসূক্ষ্ম (সাধারণত 0.1 মাইক্রন থেকে 100 মাইক্রন) কঠিন কণা বা তরল কণাকে SPM বলে।

 

2.23 নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো—

প্রতিপাদ কোশ, ভ্রূণস্থলি, ডিম্বাণু, সহকারী কোশ।

উত্তরঃ ডিম্বাণু

ব্যাখ্যাঃ

  • প্রতিপাদ কোশ হল ডিম্বাশয়ে অবস্থিত একটি কোষ যা ডিম্বাণু তৈরি করে।

    Image of ডিম্বাশয়ে প্রতিপাদ কোষ
  • ভ্রূণস্থলি হল ডিম্বাশয়ে অবস্থিত একটি ঝিল্লি যা ডিম্বাণুকে রক্ষা করে।

  • সহকারী কোষ হল ডিম্বাণুর চারপাশে অবস্থিত ছোট কোষ যা ডিম্বাণুর বিকাশে সাহায্য করে।

    Image of সহকারী কোষ

সুতরাং, ডিম্বাণু হল এই তিনটি বিষয়ের অন্তর্গত।

 

2.24 কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কী?

উত্তরঃ হিমোফিলিয়া রোগের প্রকাশ শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় ঘটে কারণ, এই রোগের জিনটি X ক্রোমোজোমে অবস্থিত এবং পুরুষদের শুধুমাত্র একটিমাত্র X ক্রোমোজোম থাকে।

 

2.25 একটি সংকর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ণ ঘটানো হলে কত শতাংশ কুঞ্চিত বীজযুক্ত মটরগাছ উৎপন্ন হবে?

উত্তরঃ 50%

ব্যাখ্যাঃ সংকর গোলাকার বীজযুক্ত (Rr) জিনোটাইপের একটি মটর গাছ কুঞ্চিত বীজযুক্ত (rr) জিনোটাইপের একটি মটর গাছের সাথে মিলিত হয়, তাহলে সন্তানদের মধ্যে Rr এবং rr জিনোটাইপের অনুপাত হবে 1:1। অর্থাৎ, 50% সন্তান RR জিনোটাইপের হবে, অর্থাৎ গোলাকার বীজযুক্ত হবে এবং 50% সন্তান rr জিনোটাইপের হবে, অর্থাৎ কুঞ্চিত বীজযুক্ত হবে।

সুতরাং, একটি সংকর গোলাকার বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরায়ণ ঘটানো হলে 50% কুঞ্চিত বীজযুক্ত মটরগাছ উৎপন্ন হবে।

2.26 একজন স্ত্রীলোকের পিটুইটারি গ্রন্থি থেকে FSH ক্ষরণ না হলে কী ঘটবে?

উত্তরঃ একজন স্ত্রীলোকের পিটুইটারি গ্রন্থি থেকে FSH (ফলিকল স্টিমুলেটিং হরমোন) ক্ষরণ না হলে, তার ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হবে না। এর ফলে, মহিলাটি বন্ধ্যাত্বে ভুগবে। এছাড়াও, FSH হরমোনের অনুপস্থিতিতে, মহিলাদের মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলি দেখা দিতে পারে:

  • অনিয়মিত মাসিক চক্র
  • গর্ভধারণে অসুবিধা
  • স্তন বৃদ্ধি কমে যাওয়া
  • যৌন চাহিদা হ্রাস
  • যোনি শুষ্কতা
  • হজম সমস্যা
  • মেজাজ পরিবর্তন

আরও পড়ুনঃ 

Madhyamik ABTA Test Papers 2024 Bangla Solution

Madhyamik ABTA Test Papers 2024 English Solution 

Madhyamik ABTA Test Papers 2024 History Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Geography Solution

Madhyamik ABTA Test Papers 2024 Physical Science Solution

Madhyamik ABTA Test Papers 2024 Mathematics Solution 

Madhyamik ABTA Test Papers 2024 Life Science Solution 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Insert math as
Block
Inline
Additional settings
Formula color
Text color
#333333
Type math using LaTeX
Preview
\({}\)
Nothing to preview
Insert
error: Content is protected !!